
আসসালামুয়ালাইকুম
আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিবো।
পেস থেকে ইফুটবলে পারিদেবার গল্প।
সময় টা ছিলো ২০১৫ তখন আমাদের গ্রামে পেস বা ইফুটবলের নাম বা তার সাথে পরিচিত ছিলো না।তখন সবায় COC খেলতো আমি অ তার ব্যাতিক্রম ছিলাম না।
নিজের মোবাইল না থাকার পর অ খেলতাম।
আমার বড় বোন এর ফোন ছিলো।মোবাইলের নাম: স্যামসাং গ্লাক্সি s4। আমার বোন মোবাইল আমাকে দরতে দিতো বল্লো ভুল হবে।চুরি করে করে এটাক দিতাম।
২০১৬ এর শেষের দিকে আমাদের গ্রামের Mehedi Hasan Sojib তার সাথে দেখা হয় আমাদের স্কুল মাঠের সামনে।পুলাপাইন ফুটবল খেলতেছিলো।ধুরবার উপর বসে ছিলাম আমি আপু ও মেহেদী।আমি COC এট্যাক দিতেছিলাম।
তখন মেহেদি বলে তুই ফুটবল খেলা পছন্দ করছ কিন্তু ফুটবল গেম খেলছ না?
আমি :খেলি ত কোনামি ২০১২।
মেহেদী :কয় এটা ত অফলাইন গেম খেলে কি মজা পাছ?
আমি:এ ছাড়া ভালো কি গেম আছে?
মেহেদী : শেয়ার টা চালো কর।
শেয়ার চালো করার পর গেম & 2টা ফাইল দিছিলো।
পরে আমার মোবাইলে সেট করে দিছিলো।
আমাকে সাধারণ ভাবে সব কিছুই শিক্ষিয়ে দিছে।
যখন বাড়িতে ফিরবো।তখন মনে পরছে আপু ত গেম দেখলে ডিলেট করে দিবো।তখন গেম টা হাইড করে রাখছিলাম।
মাজে মাজে সময় পেলেই খেলতাম।আমার জীবনের প্রথম ব্লাক থেকে পিকে রে পাইছিলাম।
3বছর পর
সাধারণত আমি গেম টা থেকে অনেক দূরে ছিলাম।
২০১৯ এর দিকে আমি সৌদিতে এসে পরছিলাম।
১৯ এর লাস্ট এর দিকে প্লেস্টোরে দেখতে পাই।গেম টা ইনস্টল করে ফেলি।
টিটুরিয়াল দেখে গেম খেলতে থাকি।অফলাইন ম্যাচই খেলতাম।
অনলাইন ম্যাচ কিভাবে খেলে তা জানা ছিলো না।
২০২০
পেস রেগুলার খেলতাম। ডিউটি থেকে রুমে এসেই শুরু করে দিতাম।
তখন ফিচার্ড কার্ড এ ভরা ছিলো।
লিজেন্ড কার্ড পাইলেই ঈদ এর দিন এর মত ফিল হইতো।
২০২১
ফেসবুকে প্রথম প্লেয়ার রিকমেন্ড এর পোস্ট চোখে পরে।
পোস্ট দাতা MD Shihab Siddiqi । ইনবক্সে গিয়ে বলি আমাকে নেন আপনাদের ক্লাবে।
ক্লাব সম্পর্কে এত জানা ছিলো না।ক্লাব এর নাম ছিলো Team EFC যা বর্তমানে Efootball Conquerors – EFC নামে পরিচয়।
ক্লাবে প্রথম সিজনের চ্যাম্পিয়ন হই আমি।আর নিয়মিত ক্লাবের ডিভিশন & টুর্নামেন্ট গুলা খেলতাম।
এক্টা টুর্নামেন্টে না নেওয়ায় ক্লাব থেকে লেফট নিছিলাম।পরে এমাদুল ভাই ছিলো ক্লাব লিডার শিহাব এর ব্যস্ততায় কারনে। এমাদুল ভাই আমি তাহিন পুরান মেম্বার দের মধ্যে অন্নতম।এমাদুল ভাই অনেক হেলফুল। লাইক ফেমিলিতে কোন ঝামেলা হলে এমন এক জন মানুষ থাকে যে সব সময় মিল মিমাংশা করে।
এমাদুল ভাই এর কারেক্টার টা অ এমন।
গেম এর লাইফের সেরা মূহুর্ত কাটাইছি এই ২০২১ এ।
২০২২
আপডেট এর পর এক প্রকার গেম ছেরে দিছিলাম।
মুভমেন্ট পাস & ফ্রেন্ডলি খেলার কোনো অপশন ছিলো না।
যা কিছু দিন পর ঠিক করে ফেলে।
কিন্তু আগেরমত ফিল ছিলো না।
COBEG অফিসিয়াল হিসেবে যুক্ত হই।অনেকের সাথেই পরিচিত হই এখানে।ক্লাব থেকে অসংখ্য বার লেফট নেওয়ার রেকর্ড আছে আমার😂
আর সবায় এক ফেমলির মত ছিলাম।
আর এই গেম এর মাধ্যমে অনেক ভাই ব্রাদার পাইছি।
যা রিয়েল লাইফ এর থেকে কম না।
Fahim Kabir ,শিহাব Sakib Ahsan Muhammad Amadul Tajinur Rahman Tahin Hasibur Rahman Arif Ahmad Fajle Rabbi Shohel Naim Abdullah Al Fahad আরেফীন ফাহিম Nahidur Rahman Mohammed Adnan Chowdhury Manik Kumar MoHon AhMed Md Emon Hossain Alfaz Afridi Mohammad Saiful Islam Saif Uddin Hazari Khalid Hasan Opu আরো অনেকে।
অভ্র ভাই কয়েন গিফট করছিলো যা আমার অলাইন জগতের প্রথম গিফট।অবশ্য হাসিবুর ভাই অ গিফট করছিলো (৮-২)বায়ার্ন এর প্যাক্ট টা।
২০২৩
গেম খেলা সেই ২১ এর মত শুরু করে দেই।
গেমিং স্কিল ছিলো ক্রসার👅
প্রতি ম্যাচ এ ১২-১৫ টা মারতাম।তারপর অ হারতাম।
ক্লাবের সবার সাথে ভালো সম্পর্কের কারনে এখানে এক্টা আবেগ মায়া যাই বলি না কেন।তা কম মনে হবে।
কত কথা আর কত জনের সাতেই না পরিচিত হইলাম।
COBEG অফিসিয়াল থেকে Admin হই।এটা ছিলো এক্টা স্বপ্নের মত। অনেক community দেখছি বা ক্যাপ হিসেবে হলে অ ছিলাম।আমার দেখা বাংলাদেশ এর সেরা COBEG.
অনেকে বলবে আপনে এটার ম্যাচএডমিন বলে গুন গান গাইতেছেন।আরে ভাই না। এক এক জনের এক এক্টা পছন্দ থাকতে পারে সেম আমার অ।২০২১ থেকেই ভালো লাগতো।অন্য অনেক গুলাতেই অফার পাইছি কিন্তু আমি নিজ থেকেই COBEG তে যুগ দেই।
বি:দ্র: রচনা মনে করে ভুল করবেন না। এটা আমার ইস্পোর্টস লাইফের গল্প।লেখায় অনেক ভুল থাকতে পারে তা নিজ দ্বায়িত্বে বুজে নিয়েন।
লাভ ইউ অল ক্লাবম্যাট এবং COBEG এর সকল সদস্য দের❤️