ইফুটবলের সাথে যাত্রা : JaHiD HaSaN SaKiB

আসসালামু আলাইকুম, আমার এই যাত্রাটা হলো ২০১৯ সালের লাস্ট দিক দিয়ে।  এলাকার বড় ভাইরা + আমার বড় ভাই তখন খেলতো,,,। […]

আসসালামু আলাইকুম,
আমার এই যাত্রাটা হলো ২০১৯ সালের লাস্ট দিক দিয়ে।  এলাকার বড় ভাইরা + আমার বড় ভাই তখন খেলতো,,,। বিকালে বাজারে স্কুল মাঠে বসে বসে যখন খেলত, তখন আমিও পাশে বসে বসে দেখতাম কিছুই বুঝতাম না,,, এই ভাবে অনেকটা দিন চলে যায়। তখন একটা ভালো মোবাইল ছিলো না।  পরে ২০১৯ এর লাস্টে আমার হাতে  মোবাইল আসে, তখন আমার ভাই Mht Màhêdí  + আমার ছোট চাচাতো ভাই Pḱ Pařveĵ  এর কাছ থেকে গেমটা শিখা।
তখন থেকে স্কুল থেকে আসার পর থেকেই সারা দিন এই গেমটা খেলতাম।
দেখতে দেখতে ২০২০ প্রায় শেষ তখন আমার ভাইয়ে ৭০০০+ কয়েন জমিয়েছিলো। আর আমার ছলো ২০০০+ ঐ সময়  রুম্মির বক্স আসে ঐ বক্সে আমার ভাইয়ে কোন আইকনিক পায় না🥹।  আমিও পাই না🥹, তখন থেকেই আমার ভাই গেম খেলা বন্ধ করে দেয়, তার সাথে সাথে আমিও প্রায় বন্ধ করে দেই।  পরে ২০২১ এর প্রথম দিকে আমার ২০২০ এর আইডিটা বিক্রি করে দেই,,, এর পর আবার নতুন করে এই আইডিটা খুলি,,, তখন থেকে এই আইডি খেলতে খেলতে এখন পর্যন্ত  এসেছি।

এই গেমটা খেলে অনেক মানুষের সাথে বন্ধুত হয়ে। বর্তমানে  এলাকার বড় ভাইয়েরা অনেকেই খেলে না।  আর আমাদের বড় ভাই Mohammad Fabel Ahmed  ভাই ওনার কথা কী বলব,ওনি এখনো ছোট বাচ্ছাদের মতো গেম খেলে।  আর  এই গেম খেলে কিছু মানুষদের সাথে পরিচিত হয়েছি,, তারা আসলেই অনেক ভালো মনের মানুষ, হয়তো বা তাদের সাথে এতো ভালো পরিচিত নাই,। তবুও মাঝে মাঝে কথা হয়, গেম সম্পর্কে❤️,  Foysal Ahmed, Ayon Barua, Ayan Kowsar, Md Belal Uddin  Mohammad Rashedul Islam, Miskat Hossain আরও অনেকেই, এখানের অনেকের ঠিকানা টুকুও জানি না, কিন্তু গেমের মাধ্যমে তাদের সাথে পরিচয়। ❤️

আর আমার বন্ধু Md Tarek Hossain,  Md Hridoy  তাদের কথা কী বলব এক জন কিছু দিন পর পর এসে বলে তার আইডি বিক্রি করে দিতাম আর আরেক জন শুধু কান্না করে এই প্লেয়ারকে পাই নাই,, ঐ প্লেয়ারকে পাই নাই।
এখন এই গেমটা, একটা আবেগ হয়ে গেছে।আরও অনেক স্মৃতি জরিয়ে আছে এই গেমটার মধ্যে🤗।
ধন্যবাদ সবাইকে।

Scroll to Top