ইফুটবলের সাথে যাত্রা : Md. Zahid Hasan

পেস খেলা শুরু করি ২০১৮ থেকে। বন্ধু সোহান অনেক গেইম টেইম খেলতো ওর কাছে সব গেইমের খবর থাকতো।  একদিন  প্রাইভেটে […]

পেস খেলা শুরু করি ২০১৮ থেকে। বন্ধু সোহান অনেক গেইম টেইম খেলতো ওর কাছে সব গেইমের খবর থাকতো।  একদিন  প্রাইভেটে এসে বলতে আছে ও নাকি একটা গেইম খেলে অনেক ভালো বললাম কি গেইম ও বলে ফুটবল, ফুটবল খেলা পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না৷ আবার সেটা যদি হয় মোবাইল গেইম অনলাইন বেইজ, ফুটবল ভালো লাগার আগ্রহ থেকে,  আমি কোন কিছু চিন্তা না করে বললাম আমাকে দে আমিও খেলমু। ঐসময় ইভেন্ট ম্যাচ অ্যান্ড ফ্রেন্ডলি খেলতাম আর তেমন কিছু জানতাম না।২০১৮,১৯,২০ এমনই গেল। ২০১৯ সালে  লাস্টের দিকে ফ্যানের সামনে চার্জে দিয়ে গেইম খেলা লাগতো কারন ফোনের অবস্থা ছিল করুন । আসলে ঐসময় চিন্তা ও করি নায় যে কোন ক্লাব আছে বা পেসের কোন কমিউনিটি আছে । ২০২১ সালে একটা গ্রুপে দেখলাম টুর্নামেন্ট শুরু হবে ৬ ম্যানের।  আমরা ৩ বন্ধু  এবং আর ৩ ভাইকে সাথে নিয়ে অংশগ্রহণ করছিলাম ।  ঐসময়ে একটা বন্ধুর ফোন নষ্ট হয়ে যায় তো ডিভাইস না থাকার কারণে আমরা প্রথম রাউন্ডে বাদ পরে যাই। তখন ক্লাব এবং Cobeg সম্পর্কে জানতে পারি। আরো জানতে পারি ক্লাবে থাকলে নাকি টুর্নামেন্ট খেলা যায়। তারপর   ২১ এ অনেক ক্লাবে ট্রেইল দিছিলাম কিন্তু সবগুলো থেকে বাদ পরে যাই।  লাস্টে একটা ক্লাবে ট্রেইল দিয়ে জয়েন হইলাম, ক্লাব নেইম Gang of efootball brothers, ২১ এ সেইম ক্লাবে ছিলাম,  ২০২২,২০২৩ কোন ক্লাবের সাথে ছিলাম না জাস্ট ইভেন্ট ম্যাচ এবং ফ্রেন্টলি খেলতাম।  তবে মাঝখানে ফোন না থাকার কারণে অনেক দিন খেলা হয় নায় । ২০২৪ এ আবার একটা ক্লাবে জয়েন হইলাম ক্লাব নেইম Mrs efootball official club. Mrs এর সাথে কনট্যাক্ট শেষ হওয়ার পরে আবার একটা ক্লাবে জয়েন হইলাম ক্লাব নেইম 𝗘𝗹 𝗙𝘂𝗲𝗴𝗼 𝗙𝗖⚡️[EFFC]. বর্তমানে 𝗘𝗹 𝗙𝘂𝗲𝗴𝗼 𝗙𝗖⚡️[EFFC] ক্লাবের সাথে আছি। ।
মাঝখানে খেলা না খেলার বহুত কাহিনি আছে।

Scroll to Top