
প্রতিযোগিতার জন্য নহে
গেমস খেলি আমি ক্লাস ৬ থেকেই। তবে দোকানের গেমসের মধ্যে আমার বেশি প্রিয় ছিলো ফুটবল গেমস। যে কোনো ফুটবল হলেই আমি তা খেলতাম। ২০০৫-২০০৬ এর দিকে গেমসের একটা নামীদামী দোকান হলো। সেখানে বসানো হলো মূল কম্পিউটার। সেই কম্পিউটারে গেমস।দেখলাম অনেকটা রিয়েল ফুটবলের মতো গেমস। যার নাম ফিফা। EA Sports এর ফিফা গেমস গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত খেলতাম ৫০ টাকা দিয়ে। টোটাল ৭ ম্যাচ খেলতে পারতাম।
কয়েকমাস পরে সেই দোকানটা বন্ধ হয়ে গেলো। আর আমিও ব্যস্ত হয়ে পড়লাম SSC পরীক্ষার প্রস্তুতির জন্য। SSC, HSC, বিশ্ববিদ্যালয় ভর্তি সব মিলিয়ে গেমস আমার জীবন থেকে ইতি নিলো। কিন্তু ফুটবল গেমস খুঁজতাম।
২০১০ এ বাসায় নিজের কম্পিউটার হলে বাজার থেকে ফিফা গেমস ফ্রি ভার্সন কিনে এনে ইনস্টল করে খেলা শুরু করলাম।
২০১৬ তে প্রথম পরিচিত হলাম মোবাইল গেমস পেস এর সাথে। কিন্তু কোনো একজন বন্ধুকে খেলতে দেখে চেষ্টা করলাম নিজের মোবাইলে ডাউনলোড করতে। কিন্তু মোবাইল কমদামের ছিলো বলে সাপোর্ট করলো না।
২০১৮ তে কিনলাম HTC নামের মোবাইল। তখন ফেসবুকে পেস গ্রুপ ছিলো শুধু মাত্র Pes 2018 Bangladesh (Android IOS) [ গ্রুপটি সময়ের সাথে সাথে এখন eFootball 2025 Bangladesh (Android IOS)™ নামে পরিচিত]। তো সেই গ্রুপে পোষ্ট দিলাম কিভাবে সহজ ভাবে ইন্সটল করতে পারি। কিন্তু গ্রুপে নতুন ছিলাম বিধায় কোনো সহযোগিতা পাইনি সেদিন। তবে পরে ইউটিউব দেখে গেমস নামাতে যেয়ে দেখলাম আমার HTC মোবাইল সাপোর্ট করবে না গেমস টি।
২০২০ সালে পেস গেম খেলার উপযোগী মোবাইল কিনে আবার পোষ্ট দিলাম সেই একই গ্রুপে। তখন আমার ভাগিনা Borhan Uddin আমার ইনবক্সে অনেক ধৈর্য্য নিয়ে গেমস ডাউনলোড করার ব্যাপারে সহযোগিতা করে।
এভাবে শুরু হয় আমার Pes গেমস।
কিছুদিন পর বোরহান এর কয়েকজন ছোট ভাই এবং পরিচিত কিছু কাছের মানুষ নিয়ে একটা মেসেঞ্জার গ্রুপ খুলি। সেখানে পেয়ে যাই Salman, Adi Shuvro, তুষার তানজিম, Swaran Saha, Raihan Rahat, Shariful Islam Pranto, Faisal Rafi, Mohammad Forkan, Mayan সহ আরও অনেকে। তারপর অন্য নতুন কোনো এক গ্রুপে টিম আপ টুর্নামেন্টের এনাউন্সমেন্ট দেয়। কিন্তু আমাদের কোনো ক্লাব ছিলো না। তাই আমরা নিজেরা LEO 10 Soccer Zone নামে প্রথম কোনো টুর্নামেন্ট খেলতে যাই।
তার কিছুদিন পর Pes 2021 Bangladesh (Android IOS) গ্রুপের মূল Admin Alamin Ep Gaming ভাই তার সন্তানদের নামে আয়ান জায়ান পেস টুর্নামেন্টের এনাউন্স করে। তখন নিজেরা একটা ক্লাব খোলার সিদ্ধান্ত নিলাম। এবং তার নাম দিলাম Pitchs Achilles. এবং অংশ নিলাম আয়ান জায়ান টুর্নামেন্টে।
কিন্তু নতুন বলে কিছু বুঝতে না পেরে রেজিষ্ট্রেশন পোষ্টের লিংক রেজিষ্ট্রেশন এনাউন্সমেন্টে কমেন্ট করতে পারিনি। কিন্তু যখনই নির্দিষ্ট টিমে আমাদের নাম না দেখি তখনই মনটা ভেঙে যায়। কারণ ক্লাবের প্রথম টুর্নামেন্ট। তখন সেখানে সহযোগিতা করে আমাদের স্লট পাইয়ে দেয় OvroNeel ভাই৷ এবং নতুন ক্লাব হওয়ার পরও আমরা আয়ান জায়ান টুর্নামেন্টে টপ ১২ তে উঠে যাই।
টপ ১২ তে উঠার পর মুখোমুখি হই পেস মোবাইলের সবচেয়ে শক্তিশালী টিম Sylhet Rolling Thunder (SRT) এর। এবং এই বাঁধা টপকানো আমাদের জন্য কঠিন হয়ে যায়৷ এবং আমরা ব্যর্থ হই। কিন্তু এই ক্লাবে তৎকালীন এবং বর্তমান Arif Ahmed, MD Shahi Ahmed Chowdhury, Syed Musaddik, M Ahmed Kamran সহ সবার সাথে একটা ভালো সম্পর্ক হয়।
এভাবে ধীরে ধীরে COBEG গড়ে ওঠে। এবং আমাদের ক্লাব গ্রুপও গড়ে ওঠে। ক্লাবে ধীরে ধীরে জয়েন করে Rashed A Shadhin, Mahmudur Rahman Saif Rakib, Saeef Salman এবং Razib Hasan ভাই৷
নিজেদের ক্লাব গ্রুপে টুর্নামেন্ট আয়োজন করে বিভিন্ন সময় ভালো সম্পর্ক হয় ক্লাব ভিত্তিক APS, UPC, PBOC, PLMG, Narayanganj Pes Club সহ অনেক ক্লাবের সাথে।
ঐ সময়ের দিকেই প্রথম বিড টুর্নামেন্ট শুরু করে PLMG। যার মূল মাথা ছিলো Samz Pantho এবং Zakaria Ahmed.
তারপর আমার ক্লাব চলে তার মতো করে আর আমি বিভিন্ন বিড টুর্নামেন্টে ম্যানেজার হিসেবে খেলা শুরু করি।
এভাবে ভালো সম্পর্ক তৈরী হয় নাজমুস সাকিব শুভ, Rajbin Hasan, Tanveerul Islam, Nuhinuzzaman Chowdhury Sabbir Zaman Tanvir Ahmed Sabbir, Sabbir Nishat, Dath Bangaman, Mahmudul Hasan, Rayan Chowdhury, সৈয়দ মোহাম্মদ বাহাউদ্দীন ফাহাদ, Muntasir Farhad, Safaiet Saurav, Nahidul Islam, Md Nahid Hossain, Muhammad Limon, Atikur Rahaman Rochi, Tanvir Ahmed Shanto, MD Shahinur Miah, সহ আরও অনেকেই।
সময়ের বিবর্তনে অনেকে কাছে এসেও দূরে চলে গেছে। সেই কোনো কারণে আমাদের Pitchs Achilles ক্লাব বন্ধ করে দিতে হয় ২০২৩ এ। বন্ধ করার আগে ক্লাবে জয়েন করে MD Razibul Islam Hridoy, MomiNul HaSan, Tawfiq A. Shipon.
৩ মাস পর নতুন করে আবার @Razib Hasan ভাইয়ের নেতৃত্বে শুরু করি Cyber Warriors ক্লাব এবং Cyber Warriors eFootball Bangladesh গ্রুপ।
এই ২০২০-২০২৪ পর্যন্ত অনেক কাহিনী, ঘটনা, সম্পর্কের মারপ্যাচ, এবং তিক্ত আর ভালো অভিজ্ঞতা সহ সব মিলিয়ে efootball আমাকে দিয়েছে অনেক নতুন নতুন ভালো সম্পর্কের ভাই, বন্ধুগুলো।
বন্ধুত্বের যে কোনো বয়স হয় না তা বুঝতে পারি উপরে যাদের নাম নিলাম তাদের সাথে মিশে। শুধুমাত্র আলআমিন ভাই আর রাজিব ভাই বাদে প্রায় সবাইই আমার হয়তো ছোট কিংবা সমবয়সী। অথচ তাদের সাথে সম্পর্ক কথা বার্তা বন্ধুত্বের অপরূপ সৌন্দর্যের কথাই জানান দেয়।
আমি কোনো এক কারণে কৃতজ্ঞ @Dath Bangaman ভাইয়ের প্রতি। যিনি আমাকে বিভিন্ন সময়ে মানসিক সাপোর্ট দিয়েছিলেন এই গেমিং এর বাইরে।
আমি কৃতজ্ঞ আল আমিন ভাই, রাজিব ভাইয়ের প্রতি। তারা আমাকে তাদের জুনিয়র ভাইয়ের মতো ট্রিট করেছেন।
আমি কৃতজ্ঞ পুরো কমিউনিটির প্রতি। তারা আমাকে সম্মান দিয়েছেন। বাজে অভিজ্ঞতায় পাশে থেকেছেন।
কমিউনিটির সবাইকে খুব ভালোবাসি আমি।
সবাইকে ধন্যবাদ।
বিঃদ্রঃ আরও অনেক কিছু বলা বাকি। হয়তো অন্য কোনোদিন জানাবো। একটা উপন্যাসের সমান হবে যদি সবকিছু খুঁটিনাটি জানাতে যাই।