ইফুটবলের সাথে যাত্রা : Anamul Hasan

আসসালামু আলাইকুম ই-ফুটবলবাসী।আজকে আপনাদেরকে আমার পেসের সাথে যুক্ত হওয়ার গল্প শুনাবো। শেষ পর্যন্ত পড়বেন আশাকরি। আমি তেমন ভালো লিখতে পারি […]

আসসালামু আলাইকুম ই-ফুটবলবাসী।
আজকে আপনাদেরকে আমার পেসের সাথে যুক্ত হওয়ার গল্প শুনাবো। শেষ পর্যন্ত পড়বেন আশাকরি। আমি তেমন ভালো লিখতে পারি না। COBEG সবাইকে সুযোগ করে দিছে নিজের পেস ক্যারিয়ার সবার সাথে বিনিময় করার জন্য তাই লিখার চেষ্টা করলাম। এ জন্য ধন্যবাদ COBEG কে। এবার আসি গল্পে।


সময়টা তখন ২০১৮ সাল। আমি আগে থেকেই অন্য একটা ফুটবল গেম খেলতাম। তো ভাবলাম আরেকটু ভালো মানের গেম খেলি। যেহেতু আমি ব্যাক্তিগত ভাবে ফুটবল খেলতে পছন্দ করি তাই ইউটিউবে খুজতে লাগলাম ভালো ফুটবল গেম কোনটা হতে পারে। একটা ভিডিওতে আমি খুজে পাই যেখানে ৫ টা গেম এর নাম। সেখানে পেস ছিলো ১ম স্থানে। তাই স্থীর করলাম পেস গেমটা খেলা যাক। যেই কথা সেই কাজ, চলে গেলাম প্লে স্টুরে। কোথাও খুজে পাচ্ছিলাম না। আবার চলে এলাম ইউটিউবে দেখার জন্য কিভাবে ডাউনলোড করতে হয়। VPN দিয়ে নাকি ডাউনলোড করা যায়। সেভাবেই চেষ্টা করলাম, কিন্তু দেখাচ্ছে আমার ফোনে সাপোর্ট করবে না। তাই আমার ফোনটা এক্সচেঞ্জ করে হোয়াই একটা ফোন নিলাম। সেটাতে ডাউনলোড দিলাম কিন্তু খেলা যাচ্ছিলো না। প্লায়েরদের মাথা, হাত, পা কাটা আসছিলো। সেবারের চেষ্টায় আমি আর গেমটা খেলতে পারি নাই। মন খারাপ করে ফিড়ে গেলাম আগের গেমেই।

পরে ২০১৯ এর সেপ্টেম্বর মাসে আমি লেপটপ কিনি। সেখানে ইমুলেটর দিয়ে গেমটা নামাই এবং খেলা শুরু করি। ইমুলেটর দিয়ে খেলে মজা পাচ্ছিলাম না। তাই ভালো একটা ফোন কিনে নিয়েছিলাম আমার ভার্সিটির সেমিস্টার ফী দিয়ে। যেটা কোনোভাবেই সঠিক কাজ ছিলো না। কিন্তু কি আর করার ইতিমধ্যে গেমটায় আমার নেশা ধরে গিয়েছিলো। যেহেতু আমি আগে থেকেই একটা ফুটবল গেম খেলতাম তাই পেস গেমটা কন্ট্রোলে আনতে বেশিদিন লাগে নাই, যার কারণে বেশি উপভোগ করছিলাম খেলতে।

এভাবেই শুরু করে দিলাম পেস এর পিছনে ছুটা। ছুটতে ছুটতে ২০২১-সে এসে একটা পেস গ্রুপে প্রথমে মোডেরেটর পরে এডমিন পদে নিযুক্ত হলাম। সেখানেই দুইজন সিনিয়র এডমিন এবং আমি মিলে একটা ক্লাব গঠন করি। নানাভাবে উত্থান-পতনের মধ্য দিয়ে আমাদের ক্লাবটি এখনো #COBEG-তে রেজিস্ট্রারকৃত। এক এক করে ৫টি সিজন কাটিয়ে দিলাম গেমের সাথে। কখনো কোনোভাবে বিরক্তি আসে নাই গেমটা খেলতে। তার বড় একটা কারণ হচ্ছে গেমটাকে কোনামি বিভিন্নভাবে অনেকবেশি আকর্ষণীয় করেছে। তার থেকেও বেশি  #COBEG আকর্ষণীয় করেছে বলে আমি মনে করি। বাংলাদেশে যতোগুলো ইফুটবল কমিউনিটি রয়েছে তার মধ্যে #COBEG জনপ্রিয়। #COBEG না থাকলে হয়তো গেমটা এতো বেশি মনরঞ্জিত হতো না বা ৫টা বছর খেলার পরেও কোনো প্রকার বিরক্তি ছাড়া এখনোও গেমিং করার কোনো আগ্রহ থাকতো না।


পরিশেষে আমি ধন্যবাদ জানাবো #COBEG-কে এতো সুন্দর একটা কমিউনিটি গঠন করে আমাদেরকে গেমিং করার জন্য উৎসাহিত করার জন্য।


এটাই ছিলো আমার পেস ক্যারিয়ারের গল্প। ধন্যবাদ সবাইকে আমার গল্পটি পড়ার জন্য এবং আপনাদের মুল্যবান সময় নষ্ট করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখীত।

Scroll to Top