সময়টা ২০১৭ এর মাঝা মাঝি, প্রথম ভালো কোনো ফোন পেয়ে প্রচুর গেম খেলা হতো, অনেক গেম খেলে অভ্যস্ত ছিলাম, এর পর হঠাৎ একদিন এক বন্ধুর মাধ্যমে PES নামক ফুটবল গেমের নাম শুনি, তবে এর আগে পেস এর অফলাইন ভার্সন ১২ না যেনো কত ওটা খেলেছি। যাই হোক, বন্ধুর থেকে নাম শুনে গেমটা পুরা প্লে স্টোর তন্য তন্য করে খুজেছি পাইনি, এর একদিন বন্ধুর সাথে দেখা, অকে জিজ্ঞাস করলাম গেমটা পাচ্ছি না আমাকে শেয়ার দিয়া দে, ওর থেকে শুনলাম ভিপিএন নামক কিছু দিয়ে ডাইনলোড করতে হয়🙂 (আমি তখনই ভিপিএন এর সাথে পরিচিত)। এর পর PES 18 সেসন থেকে গেমটা খেলা শুরু করি, খুব একটা ভালো লাগতো না, তবে যখন প্লেয়ার ভেল্যু বুঝতে থাকলাম তখন গেমের প্রেমে পরে যাই, ওহাইট বল, গোল্ডেন বল, ব্লাক বল, অহ কি যুগটাই ছিলো, এর পর ১৯-২০ সেসন ফোন না থাকার কারনে ওফ যায়, আবার ২০-২১ থেকে শুরু করে এখনো এই চাকুরী লাইফেও প্রি গেমের সাথেই আছি, যদিও Efootball এর থেকে Pro Evolution Soccer (PES) নামটা আমার বেশি পছন্দের। একদিন COBEG কমিউনিটিতে রেজিস্টার একটি ক্লাবে খেলা শুরু করি, এর পর ২৪ এ এসে আমি ও আমার বন্ধুরা মিলে নিজেরাই ক্লাব ওপেন করি যার নাম (INVINCIBLE BENGAL FC.) এখন এই ক্লাব নিয়েই আছি যদিও ছোট তবে ইচ্ছা আছে একদিন ক্লাবকে কমিউনিটির বড় ক্লাবের একটি করবো,
এই ছিলো আমার Efootball Short story 🥰Thank you🫠
ইফুটবলের সাথে যাত্রা : Arhan SoHan
সময়টা ২০১৭ এর মাঝা মাঝি, প্রথম ভালো কোনো ফোন পেয়ে প্রচুর গেম খেলা হতো, অনেক গেম খেলে অভ্যস্ত ছিলাম, এর […]