ইফুটবলের সাথে যাত্রা : Hasibur Rahman

পেস এর সাথে যেভাবে পরিচয় হইঃ। Pes/eFootball এর সাথে পরিচিত হই ২০২০ সালে যখন বার্সালোনা ৮-২ গোলে বায়ার্নের কাছে হেরে […]

পেস এর সাথে যেভাবে পরিচয় হইঃ।

Pes/eFootball এর সাথে পরিচিত হই ২০২০ সালে যখন বার্সালোনা ৮-২ গোলে বায়ার্নের কাছে হেরে যায় এবং বায়ার্ন পিএসজি এর সাথে ফাইনালে জিতে যায় সেই বছরে।
তখনই ফুটবলের প্রতি আসল আকর্ষণ তৈরি হয় যদিও এর আগে ফুটবল দেখতাম তবে এতো বেশী না।

যাই হোক আসল কথায় আসি ইউসিএল ফাইনাল ম্যাচের পরেই ইউটিউব গুগোলে সার্চ করে বেষ্ট অনলাইন ফুটবল খুঁজাখুঁজি শুরু করি, তারপর সন্ধান পাই Pes এর এবং ডাউনলোড করে খেলা শুরু করে দেই।
কিন্তু কোন প্লেয়ার ভালো কে কোন পজিশনে খেলবে কিছুই বুঝতাম না।😬

মজার বিষয় হলো তখন অফলাইন ম্যাচ গুলো খেলতাম আর মনে হইতো এটাই মনে হয় অনলাইন ম্যাচ।😂
আমি সর্বপ্রথম আইকনিক Deco কার্ড পেয়েছিলাম এই কার্ড ট্রেইন করতে গিয়ে আমি তাকেই ট্রেইনার বানিয়ে ফেলছিলাম ভেবেছিলাম হয়তো তার যে Power আছে সেটা অন্যান্য প্লেয়ার মধ্যেও হবে।😂

তো কিছুদিন এভাবেই চলার পরে কোন এক ম্যাসেঞ্জার গ্রুপে Md Ayon Islam  ভাইয়ের সাথে দেখা হয় উনি জানতে পারে আমিও পেস খেলি। ব্যাস তখন থেকেই আমি পেস এর আসল মজা পেতে শুরু করি আয়ন ভাই আমাকে কোন প্লেয়ার গুলো ভালো? কোন প্লেয়ারের পজিশন কি? এসব যাবতীয় সব বিষয়ে বুঝিয়ে দেয়।
উনি আমার পেস লাইফের টিচার।🤍
যদিও আমি তেমন ভালো খেলতে পারি না কিন্তু আমার পেস লাইফের ভূমিকাটাই উনাকে দিয়ে শুরু হয় উনাকে একটু পরপর ম্যাসেজ দিয়ে গেইমের ব্যাপার এটাসেটা জিজ্ঞেস করতাম। আশ্চর্যের বিষয় হলো উনিও কোন দিনও বিরক্তবোধ করেনি উনার দ্বারা যতটুকু সম্ভব হতো হেল্প করতো।
Best Person i ever seen in my life.🖤

ক্লাব এবং কমিটির সাথে যেভাবে যুক্ত হইঃ

আরো ভালোভাবে যাবতীয় বিষয় বুঝার জন্য আয়ন ভাই আমাকে ইফুটবলের হেল্পফুল কিছু গ্রুপের লিংক দেয় এবং এগুলোর সাথে যুক্ত হতে বলে এবং আমি গ্রুপ গুলোতে জয়েন হই।
এবং এগুলোরই কোন এক গ্রুপে ওয়ার্ল্ড এর অনুকরণে ক্লাব ওয়ার্ল্ড কাপের ব্যাপারে Rakibul Islam OvroNeel ভাইয়ের একটি পোস্ট দেখতে পাই সেই পোস্ট দেখেই এই টুর্নামেন্ট খেলার আগ্রহ হয়।
এবং আমি ঐ পোস্টেই ক্লাবে জয়েন হওয়ার জন্য কমেন্ট করি তখনই Muhammad Amadul ভাইয়ের সাথে কথা হয় এবং Efootball Conquerors – EFC ক্লাবে যুক্ত হই যার পূর্ববর্তী নাম ছিলো (Team eFootball Community)

শুরু থেকে এখন পর্যন্ত এই একই ক্লাবের সাথেই আছি এবং ক্লাবের প্লেয়াদের সাথে এক প্রকার ভ্রাতৃত্বের সম্পর্ক হয়ে গেছে তারাও অনেক হেল্পফুল।🤍
বিশেষ করে Sakib Ahsan যার কাছ থেকে কার্ল, স্টানিং শট এবং ক্রস সহ যাবতীয় স্কিল শিখতে পারি।🥰
এবং এই ক্লাবের মাধ্যমেই আমি COBEG কমিউনিটির সাথে পরিচিত হই।😇

যদিও এখনও আমার খেলা সেই আগের মতই রয়ে গেছে কিন্তু ইফুটবল জগতে এসে ফুটবল সম্পর্কে আরো ভালোধারণা পেয়েছি অনেক লিজেন্ড প্লেয়ারদের চিনতে পেরেছি।

আবার যাদের সাথে কোন সময় পরিচয় হবেও কিনা জানা ছিলো না, অথচ এই ইফুটবল খেলতে এসে কারো সাথে বন্ধুর সম্পর্ক হয়েছে আবার কারো সাথে ভাইয়ের সম্পর্ক হয়েছে।🥰

এখন পর্যন্ত ইফুটবল লাইফ বেশ ভালোই কাটছে দেখা যাক আগামীতে কতটুকু আগাতে পারি।🫶

বিঃদ্রঃ লেখায় অনেক ভুল থাকতে পারে। আবার অগোছালোও হতে পারে তার জন্য আমি দুঃখিত।😞

Scroll to Top