ইফুটবলের সাথে যাত্রা : Jumman Hussain

খেলা শুরু করি পেস ২০২০ থেকে প্রথমে তেমন কিছু ক্লাব বা কিছু বুঝি নাই খেলা অফ করে দিয়েছিলাম।।পরে আবার পেস […]

খেলা শুরু করি পেস ২০২০ থেকে প্রথমে তেমন কিছু ক্লাব বা কিছু বুঝি নাই খেলা অফ করে দিয়েছিলাম।।পরে আবার পেস ২১ থেকে খেলা শুরু করি ভালো একটা আইকনিক স্কোয়াডও অল্প দিনে হয়ে যায়। তখন কোন ক্লাব জানা ছিলো না এই গেইমের জন্য যে কোন ক্লাব থাকবে এইসবের কোন ধারণা ছিলো না বন্ধুদের সাথেই খেলতাম একবার একটা গ্রুপের পোস্ট দেখে কমেন্ট করি এবং ওই ক্লাবে ট্রায়াল দিয়ে সিলেক্ট হয়ে ক্লাবের হয়ে খেলা শুরু করি (PNG Gaming) নামের ক্লাবে, তখন ফ্রেন্ডলি ট্যুর বেশি ছিলো জাপান ইন্ডিয়ার প্লেয়ারদের সাথে এইসব ট্যুরে খেলা পরতো।তারপর ই-ফুটবল ২০২২ আসে আইকনিক সব প্লেয়ার নষ্ট প্লেয়ার সব বেইজ কার্ড হয়ে যায় অভিমান করে ফেলা বাদ দিয়ে দেই। এই গেইম যে একটা নেশা কিছু দিন পর বুঝতে পারলাম আবার খেলা শুরু করি কিন্তু কোন ক্লাবের হয়ে খেলি নাই সেই বন্ধুদের সাথে খেলা শুরু করি এই ভাবে আস্তে আস্তে করে চলে আসে ই-_ফুটবল ২০২৪ আবার সেই পুরাতন ক্লাবে জয়েন দেই তখন নতুন নাম থাকে ক্লাবের (The Magpies PNG) সেইম প্রসেস ট্রায়াল দিয়ে শুরু করি।তারপর জানতে পারলাম অনেক কমিউনিটি আছে এখন যা আগে ছিলো না।বিশেষ করে কবেগ,কেন জানি না কবেগের ম্যাচগুলো খেলতে আলাদা একটা ভালো লাগা কাজ করতো যা অন্য কমিউনিটিতে কাজ করতো না, অন্য কমিউনিটিতে এখনও খেলি না জানি না কেন বোরিং লাগে ।আস্তে আস্তে সব কিছু জানতে পারলাম বুঝতে পারলাম। পরে একদিন অভ্রনিল ভাইয়ের পোস্টে কমেন্ট করে কবেগের অফিশিয়াল হিসেবে জয়েন করি সেই দিন অভ্রনীল ভাই বুঝিয়ে দিলেন ইনবক্সে কি ভাবে কাজ করতে হবে তারপর অনেক দিন অফিশিয়াল হিসেবে কাজ করি।এডমিন হিসেবে সাফওয়ান ভাই মাহেবি ভাই সুমনুন ভাইদের পাইছি।আবার রিপন ভাইয়ের কাছ থেকে অনেক রুলস সম্পর্কে প্রপার ধারনা নিয়ে থাকি।অনেকে অনেক কথা বলে কবেগের এডমিনদের বিহেব অন্য রকম আসলে আপনি উনাদের সাথে কথা বললে বুঝতে পারবেন উনারা কতটা ফ্রেন্ডলি সবাইকে সম্মান দিয়ে কি ভাবে কথা বলেন একজন নিউ অফিশিয়াল হউক বা পুরাতন সম্মান ভালোবাসা সব সময় সমান থাকে,বাহির থেকে জাজমেন্ট দেওয়া সহজ কাছে আসলে বুঝা যায় সব কিছু।এই ভাবে কাজ চলে তারপর এমাদুল ভাই একদিন এডমিনের অফার দিলেন।।২ স্টার থেকে ৩ স্টারের এডমিন হয়ে যাই।।।সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ অল্প দিনেই কবেগের একজন প্রতিনিধি হতে পেরেছি বলে❤️❤️❤️।।


Safowan F. A. Sumnøøn Shiháb Al-Hasin Mahebi Mahmudul Hasan Ripon  নাজমুস সাকিব শুভ Shahidul Alam Hasibur Rahman Shahin Khan

Scroll to Top