ইফুটবলের সাথে যাত্রা…
আমার লেখার সবথেকে বড় বৈশিষ্ট্য মাঝে মাঝে কি লেখি নিজেই বুঝি না। আর যা বুঝাইতে যায় অডিয়েন্স তো তার আশেপাশেও যায় না😅
যাইহোক শুরু করি😑
কমিউনিটিতে যারা আছে সবার যাত্রা শুরু হয়েছে ফুটবল ফ্যান থেকে। তারপর DLS & বেটার গ্রাফিক্স ও রিয়েল লাইফ ফ্রেন্ডলি খেলার জন্য ইফুটবল। সবার গল্পটা এইখানে সেম।
আমি কৃতজ্ঞ থাকবো Saiful Islam আর Nahid Hasan Nipu এর কাছে। ওদের যন্ত্রনায় পেস শুরু করি। দেন ইভেন্ট আর মাঝে মাঝে টুকটাক ফ্রেন্ডলি খেলেই টাইম যাচ্ছিল। ঐ টাইমে সবথেকে বেশি ফ্রেন্ডলি খেলছি Mohammad Shah Jalal ভাইয়ের সাথে।
২০১৯/২০ এর দিকে সম্ভবত অনলাইন ম্যাচ খেলার সময় দেখি একজনের টিম নেম Culer Pes Club BD. ফেসবুক গ্রুপের কল্যাণে বুঝে গেছিলাম পেস এ বিভিন্ন ক্লাব আছে যারা একসাথে বিভিন্ন টুর্নামেন্ট খেলে। তো সেইখান থেকে CPBD এর ফেসবুক পেজ খুঁজে বের করে ঐখানে মেসেজ দিয়ে ট্রায়াল দিলাম। Mehrab Syam ট্রায়াল নিছিল। এক ম্যাচ খেলার পরেই syam বলে ভাই আপনি ইন। তারপর ক্লাবে ঢুকে সবার প্রথমে পরিচয় হয় মোহাম্মদ নাজমুস সাকিব এর সাথে।
দেন ক্লাবে জয়েন দেওয়ার এক মাসের ভিতর কোন কারণে ক্লাব ভেঙে যায় যার কারণ আমি আজো জানি না। তারপর Omi ইনবক্স করে বললো ভাই পুরাতন ক্লাব তো ভেঙে গেছে তো ঐখানের আমরা কয়েকজন মিলে নিউ ক্লাব খুলছি The Potterheads Team-TPT নামে, আপনি জয়েন দিবেন কি না। আমি যেহেতু আর কাউরে চিনতাম না আর Omi এলাকার ছোটভাই হওয়াতে ওর প্রপোজালে একবারেই রাজি হয়ে যায়।
একসাথে কয়েকটা টুর্নামেন্ট অংশগ্রহন করার পর Rifat Shahenshah ভাই থেকে মেসেজ পায় ওয়েলকাম টু TPT এডমিন প্যানেল। তারপর একসাথে ক্লাব পরিচালনা করা।
ক্লাব এখনো দলগত কোন ট্রফি অর্জন করতে না পারলেও অনেকগুলা ডুও, ট্রিও, ৫ ম্যান ট্রফি এনে দিছে ক্লাবের প্লেয়াররা। তাছাড়া eFootball 24 এ COBEG তে সিজনাল ক্লাব rank 7 & ওভারঅল rank 15. ঐগুলোই ক্লাবের হয়ে আমার অর্জন।
একজন আমি ক্যাপ্টেন হিসেবে সবসময় ক্লাবের প্লেয়ারদের সবসময় বলি ম্যাচ হারো বা জিতো আমার কোন প্রবলেম নাই বাট নিজের সেরাটা দিয়ে খেলো। তবে ম্যাচ হেরে আশার পর যে গলিগুলো দিয় সেগুলো ভিন্ন ব্যাপার😅
ক্লাবে সবাই আমরা ফ্যামিলি।
আচ্ছা COBEG নিয়েও কিছু বলা উচিত আমার তাই তো?
পেস ২০-২১ এর দিকে সবধরনের কমিউনিটির এগেইনস্ট এ বিভিন্ন গ্রুপে কমন কমপ্লেইন দেখতাম যে তারা নিজেদের ইচ্ছামত ডিসিশন মেক করে & সবসময় পরিচিত যারা তাদের পক্ষে ডিসিশন দিয়ে থাকে। যেহেতু ক্লাব ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করতেছিলাম সো আমার মনে হইলো আসল কাহিনী কি আমার জানা দরকার। সেই অনুযায়ী যখন সুযোগ আসলো অফিশিয়াল প্যানেল এ যোগ দিই & সেইখান থেকে এই পর্যন্ত আসা।
একটা বিষয় শিওরিটি দিতে পারি আমরা যারা ম্যানেজমেন্ট এ আছি তারা কখনোই চায় না কোন ডিসিশন বায়াজড হোক বা কোন প্রশ্ন থাকুক।
ম্যানেজমেন্টে থেকে সবথেকে বেশি খারাপ লাগে যখন কোন ক্লাব বা প্লেয়ারের এগেইনস্ট এ ব্যানের ডিসিশন দেওয়া লাগে। এই যে ২০+ এডমিন এবং ১০০+ অফিশিয়াল কোন স্বার্থ ছাড়াই কমিউনিটির সাথে কাজ করে যাচ্ছে তারা সবাই চায় যেন কমিউনিটির প্রতিটা মেম্বার খেলার জন্য একটা সুন্দর গ্রাউন্ড পায় & আমরা সেই উদেশ্য নিয়েই কাজ করে যাচ্ছি।
ক্লাব ও COBEG এর বাইরে Jx Shakil ভাইয়ের eFootball PES FAMILY (Bangladesh) ফেসবুক গ্রুপের সাথে সংযুক্ত আছি। যদিও সেইখানে আয়োজিত বিভিন্ন টুর্নামেন্ট এ ম্যাচ ইস্যু গুলোই দেখি শুধু।
আপাতত ফ্যামিলি আর অফিসের পর যতটুকু পারি ক্লাব,কমিউনিটি নিয়েই সময় পার করি।
সর্বোপরি efootball এর কাছে কৃতজ্ঞ যে তাদের জন্য আমরা এত সুন্দর একটা কমিউনিটি ও শতশত ভাই ব্রাদার পেয়েছি❤️
যদিও ভাবছিলাম লেখা হয়তো আরো বড় হবে কিন্তু বড় হওয়ার আগেই শেষ😅
ইফুটবলের সাথে যাত্রা : Mahmudul Hasan Ripon
ইফুটবলের সাথে যাত্রা… আমার লেখার সবথেকে বড় বৈশিষ্ট্য মাঝে মাঝে কি লেখি নিজেই বুঝি না। আর যা বুঝাইতে যায় অডিয়েন্স […]