ইফুটবলের সাথে যাত্রা : Md Razibul Islam Hridoy

আসসালামু আলাইকুম Pes/Efootball বাসী…. “PES অথবা EFOOTBALL” – আমার জন্য এটি একাধারে Frustration, Emotion এবং Love/ভালোবাসা এই ৩ টারই সংমিশ্রণ […]

আসসালামু আলাইকুম Pes/Efootball বাসী….

“PES অথবা EFOOTBALL” – আমার জন্য এটি একাধারে Frustration, Emotion এবং Love/ভালোবাসা এই ৩ টারই সংমিশ্রণ বলা যায়… যার ভিতরে Frustration থেকে Emotion & ভালবাসাটা ১০ গুণ বেশি…. 😊
২০১৭ থেকে এখন পর্যন্ত এর অধ্যায় চলমান রয়েছে…. 🥰

Pes থেকে Efootball কিংবা Havok থেকে Unreal Engine – আমার জীবনে যতটা না সময় আমি Wife বা Family কে দিয়েছি, তার থেকে অনেক অনেক বেশি সময় এই গেমটাকে দিয়েছি।এই গেমস টা নিয়ে আমার ও স্ত্রী এই দুজনের ভিতরে প্রচুর বাক-বিতন্ডার গল্প রয়েছে….. 🙆‍♂️😌

আর এই একটা বিষয় নিয়ে নিয়ে এখনো আমার Wife এর অভিযোগের কোন শেষ নেই,আর মনে হয় না যে কখনো শেষও হবে না,তবুও বেহায়ার মত এখনো এই গেমটাকে অনেক বেশি ভালোবাসি 🥹😇

★পরিচিতি :এই গেমটাকে নিয়ে বলতে গেলে আসলে দু-এক কথায় কোন কিছু শেষ হবে না, তাই পোস্টটা বড় হতে পারে,এটার জন্য আন্তরিক ভাবে দুঃখিত । এজন্য আমি সকলের কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি 🙂🙏

এই গেমটার সাথে পরিচয় আমার ২০১৭ সালের এপ্রিল মাসে, ঠিক কিভাবে পরিচয় এটা সঠিক মনে নেই তবে এই গেমটা তখন আমাদের Google Play Store এ অ্যাভেলেবেল ছিল না, VPN কানেক্ট করে অনেক চড়াই উৎরাই করে এই গেমটা ডাউনলোড করা লাগতো।
যেদিন থেকে এই গেমটার খবর পেয়েছি সেই দিন থেকে গেমটা ডাউনলোড করার জন্য কি কি যে না করছি তা বলে বোঝাতে পারবো না….

পরবর্তীতে youtube থেকে নানান ধরনের ভিডিও ফলো করে VPN এর মাধ্যমে ২০১৭ সালের জুলাই মাসে গেমটি ডাউনলোড করতে সক্ষম হই,এরপরেই আমার জীবনে PES/EFOOTBALL একটি ইতিহাস হয়ে রয়েছে 🔥

এই গেমের নানান ধরনের ইতিহাস আছে যা অনেকে জানেও না,যারা ২০২১ থেকে খেলা শুরু করেছে তাদের অনেকেই এর পূর্বের ইতিহাস সম্পর্কে পুরোপুরি যানবে বলে আমার মনে হয় না…

Thunder Black Ball animation, সিলভার-গোল্ড বল Glitch হয়ে সেখান থেকে Black ball এ যাওয়া,Champions League এর ট্যুর ইভেন্ট যেখান সবার স্কোয়ার্ডের টিমের কোয়াড ভ্যালু নিয়ে হৈ চৈ, ইভেন্ট ভ্যালু বাড়ানোর জন্য 5★ Scout আইটেম মিলিয়ে গিপি দিয়ে পারচেজ করে ভ্যালু বাড়ানো এবং ইভেন্ট কমপ্লিট করে Black ball নেয়া, Online এ White ball killer M.Dembele,পাগলা Aubameyang,Vardy এইগুলি পাওয়া ছিল স্বপ্ন….

এরপর যুক্ত হলাম বাংলাদেশের Pes সার্ভার এর সবথেকে বড় গ্রুপে যার নাম ছিলো “PES 2017 (Andriod/IOS),বর্তমানে efootball 2024 Bangladesh (Android/IOS)™️
এই গ্রুপ থেকেই Game এর A to Z সম্পর্কে জানা এবং পরিচয় হয় অনেক পেসারদের সাথে, তাদের ভিতর অন্যতম হলেন Al Amin নাজমুস সাকিব শুভ , Razib Hasan, Imran khan, Imran Hosain Soikot, Ayan Bhattacharjee RiFaT UL IsLaM RiDoY Atiq Masud Ar Rafih Fahim Ahmad Ifti সহ অনেকে…….ধীরে ধীরে এই গ্রুপের ফ্যামিলি এখন তিন লক্ষের অধিক মেম্বারের এক পরিবার…

★Cobeg Community এর সাথে পরিচয় : এখান থেকে তখন জানতে পারি Cobeg চম্মুনিত্য সম্পর্কে…. বিভিন্ন ধরনের Teamup টুর্নামেন্ট তখন গঠিত হতো, কিন্তু তখন কোন টিম বা ক্লাবে না থাকার জন্য এই Community এর ম্যাচগুলো খেলতে পারতাম না, খুব আফসোস করতাম… টুর্নামেন্ট গুলি খেলতে খুবই ইচ্ছে হতো৷.. কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না, পরবর্তীতে নিজেই একটি টিম গঠন করে কমিউনিটিতে যোগদানের সিদ্ধান্ত নেই কিন্তু মেম্বাররা একটিভ না থাকার কারণে সেটা আর হয়ে ওঠেনি 🥹

হঠাৎ এর ভিতরে এই বড় পেস বাংলাদেশ গ্রুপে Rtr Habib Mamun ভাইয়ের একটা পোস্টআমার চোখে পড়ে যে সে ওই সময়ের অন্যতম বিশেষ একটি ক্লাব “Pitches Achilles” এর জন্য কিছু মেম্বার নিয়োগ দিতে চাচ্ছেন, আমিও পোস্টটা দেখে আগ্রহ প্রকাশ করি….. পরবর্তীতে তিনি আমার সাথে যোগাযোগ করে আমাকে তার ক্লাবের অন্তর্ভুক্ত করেন। ওখান একে একে পরিচয় গড়ে ওঠে Rashed A Shadhin, MomiNul HaSan, Mayan সহ অনেকের সাথে। এরপর টুকটাক পারফরম্যান্সের ওপর ভিত্তি করে ক্লাবের অন্যতম সদস্য হয়ে উঠলাম তখন…. আমার পারফরমেন্সের উপরে ভিত্তি করে Rtr Habib Mamun ভাই তখন আমাকে প্রথমবারের মত Bid Tourment এ base price এ তার দলে কিনে খেলার সুযোগ করে দেয় এবং এখানেও একটা ভালো পারফরম্যান্স ছিল আমার, মোটামুটি তখন থেকেই Cobeg Community তে সকল Bid এ অংশ নিলেই কেউ না কেই দলে নেয়ার ট্রাই করতো।সেখান থেকে আমাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি…

এভাবেই Community তে সবার সাথে ভালো একটা পরিচয় এবং অনেকের সাথেই খুবি ভালো সম্পর্ক হয়ে ওঠে এবং এখন বলা যায় যে Community তে অনেকেই আমাকে কম-বেশি চেনেন…

এর কিছু পরে একটা পর্যায়ে ইন্টারনাল কিছু সমস্যার জন্য Rtr Habib Mamun ভাই ক্লাবটি ভেঙ্গে দেন,এতে সবথেকে কষ্ট পাই আমি এবং Rashed A Shadhin ভাই যা ভাষায় বলে বোঝানো যাবে না 💔🙂,
তখন বিভিন্ন ক্লাব থেকে অনেক অনেক ক্লাবের admin/manager/captain রা এত পরিচিত ও সফল একটা ক্লাব হুট করে ভাঙার কারণ জানতে চান এবং আমাদেরকে তাদের ক্লাবে নেয়ার জন্য ইনবক্সে অনেক ধরনের মেসেজ দেন – তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞতা যানাই কারণ তারা না থাকলে আমরা বুঝতাম না যে এত মানুষ আমাদেরকে এমনভাবে ভালবাসেন 💝,কিন্তু মনটা পড়েছিল প্রিয় ক্লাবের প্রতি যেটা ভেঙে গিয়েছিল…🙂

সেখান থেকে কয়েক মাস পরে আমি,Mayan ও Rashed A shadhin ভাই Rtr Habib Mamun ভাইয়ের সাথে এক প্রকার জোর-জবরদস্তি ও তাড়াহুড়ো করে নতুনভাবে একটি ক্লাব গঠন করার কথা বলি যার নাম বর্তমান “Cyber Warriors” যা এখন পর্যন্ত চলমান এবং Cobeg Community তে আমরা এখন খুবই পরিচিত একটা ক্লাব 💝,এখন Cobeg Community এর প্রায় সকল টুর্নামেন্টে আমাদের ক্লাবটি অংশ নিয়ে থাকে এবং প্রায় সকল ক্লাবের প্রতি আমাদের একটি ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান…..

★উপসংহার :আসলে এই গেমের প্রতিটা বিষয় সম্পর্কে বলতে গেলে রাত ভোর হয়ে যাবে কিন্তু বলা শেষ হবে না 😥

ধন্যবাদ Cobeg Community কে কারণ তারা এখন পর্যন্ত যেভাবে সকল টুর্নামেন্ট এবং পুরো দেশের সবাইকে যেইভাবে পরিচালনা করে আসছে তা সত্যি প্রশংসার দাবি রাখেন যা অন্যান্য দেশের কমিউনিটিতে করতে পারছে কিনা তা নিয়ে আমার সংশয় আছে।
Cobeg কমিউনিটির টুর্নামেন্টগুলি খুবই প্রশংসার দাবিদার রাখে কারণ তারা সূক্ষ্মভাবে তাদের টুর্নামেন্টগুলি Match Offical & Admin দের দ্বারা পরিচালিত করে থাকেন,যা অন্যতম গুরুত্বপূর্ণ 👌

এবং সবশেষে ধন্যবাদ Rtr Habib Mamun ভাইকে,কারণ তিনি যদি আমাকে তখন তার ক্লাবে না নিতেন এবং তার Bid এর ক্লাবে না নিতেন সে ক্ষেত্রে মনে হয় না আমি এইভাবে কমিউনিটিতে এত পরিচিত হতে পারতাম বা এত ভালোবাসার মানুষদের চিনতে পারতাম,সেই সাথে ধন্যবাদ মহান আল্লাহকে যিনি এত কিছুর সুযোগ করে দিয়েছেন 🥰

আর কিছু লিখতে চাই না,COBEG Community সবাইকে সুযোগ করে দিয়েছে নিজের পেস ক্যারিয়ার সবার সাথে বিনিময় করার জন্য তাই লিখার চেষ্টা করলাম। যারা এই পোস্টটি পড়বে তাদের অনেকেই ইতমধ্যে বকাবকি করতেছে এত বড় লিখার জন্য…..তবে যতটুকু লিখেছি তা ৫০% ও নয়,PES/EFOOTBALL নিয়ে আমি লিখতে গেলে মনে হয় একটি উপন্যাস লিখে ফেলতাম….
দিন শেষে ফুটবল প্রেমীদের জন্য এই PES/EFOOTBALL game টি একটা Emotion ও ভালোবাসার জায়গা….😇 যাই হোক,সবাই জন্য দোয়া ও শুভকামনা জানিয়ে শেষ করলাম,আসসালামু আলাইকুম 😇💝

Scroll to Top