নোকিয়া বাটন ফোনে প্রথম পেস খেলার যাত্রা শুরু হয় ১৫/১৬ এর দিকে।তখন পেস ১১/১৩ এগুলা খেলছিলাম।
এরপর ২০১৮ সালে এডমিশন টেস্টের কোচিং এ এক ফ্রেন্ড কে প্রথম এন্ড্রোয়েড এ পেস খেলতে দেখি।তখন আমার কাছে এন্ড্রোয়েড ফোন ছিল না।
এডমিশন টেস্টের পর যখন এন্ড্রোয়েড ফোন নি,তখন নিজে নিজে গেইম টা ডাউনলোড করি।কিন্তু আমার অই ফোনে প্লেয়ারদের হাত কাটা,মাথা কাটা জম্বি টাইপ্সের হয়ে যায় প্লেয়ার গুলা😒
এরপর পেস চাইনিজ ভার্সন নামাই।অইটা প্রায় এক বছর খেলছি।চাইনিজ টাও আপডেট আসলে হাত,পা কাটা হয়ে যায় প্লেয়ার গুলা😑
তারপর পেস ২০ যখন আপডেট আসে হাত-পা কাটা প্রব্লেম গুলা সলভ হয়ে যায়।এরপএ গ্লোবাল ভার্সন খেলা শুরু করি।২১ এ এক বড় ভাইয়ের মাধ্যমে চট্টগ্রাম ট্রজান্সে জয়েন করি।
এরপর পেস ২২ যখন আসলো তখন আর গেইম মোবাইলে সাপোর্ট করতেছিলো না💔
প্রায় ৭/৮ মাস পর নিউ ফোন নিলে আবার গেইমে ব্যাক করি।
এরপর FEArless Extreme Attackers FEA এ জয়েন হই।ক্লাবের ভাই ব্রাদাররা অনেক হেল্পফুল ছিল।বিশেষ করে Rahul Dutta ভাই।❤️একবছরের মত ছিলাম ওখানে।
কিছুদিন আগে কাজিন নিউ ক্লাব Luminous Legends FC খুলায়,কাজিনের ক্লাবে জয়েন হই। এ ছিল আমার পেস যাত্রা।
গেইম সম্পর্কে তেমন কারো হেল্প নি নাই কখনো।
eFootball 2025 Bangladesh (Android IOS)™ গ্রুপ টাতে শুরুতে জয়েন হই ওখান থেকে সব কিছু শিখি আস্তে আস্তে।স্পেশালি সাফিউল আজম ভাইয়ের প্রতি কৃতজ্ঞ।উনার প্যাচ ইউজ করতাম,চাইনিজ ভার্সনের জন্য ও উনি ইংলিশ প্যাচ বানাইছিলো যার জন্য খেলা তখন কন্টিনিউ করতে পারছি।
ধন্যবাদ।😊