ইফুটবলের সাথে যাত্রা : Meraz Bin Mizanur

সময়টা ২০১৮ সাল । আমার সকল ফ্রেন্ড সার্কেল PUBG তে মগ্ন । যখনই আড্ডা দিতে বসতাম তখনই PUBG খেলা অথবা […]

সময়টা ২০১৮ সাল । আমার সকল ফ্রেন্ড সার্কেল PUBG তে মগ্ন । যখনই আড্ডা দিতে বসতাম তখনই PUBG খেলা অথবা এই সম্পর্কিত যতরকম তথ্য আছে তা আদান প্রদান করাই আমাদের প্রধান বিষয়বস্তু হয়ে উঠেছিল । সব বন্ধুরা যখন PUBG তে মগ্ন তখন আড্ডা খানার এক কোনায় বসে PES খেলতো আমার এক ভাই ( বন্ধুত্বের ঊর্ধ্বে ) । ওকে নিয়ে অনেক হাসাহাসি করতাম – অনেক মজা করতাম । কার্টুন গেম খেলে, রিয়ালিস্টিক কোন ভাইভ নাই ইত্যাদি । তবে আমরা যাই বলতাম না কেন ও কখনোই PES ছেড়ে দেয়নি । আমরা সবাই যখন PUBG তে একটা ভালো পর্যায়ে পৌঁছে যাওয়ার দ্বার প্রান্তে ছিলাম তখনই আমাদের মধ্যে PUBG সম্পর্কিত কিছু সমস্যা সৃষ্টি হয় । যে ছেলে PUBG মোটেও পছন্দ করত না সেই ছেলে আমাদের মধ্যে ফাটল হওয়া সম্পর্কটা জোড়া লাগানোর জন্য PUBG ইন্সটল করে এবং সবার সাথে কমিউনিকেশন রিস্টাব্লিশড করার চেষ্টা করে । প্রক্ষান্তরে ফাটল হাওয়া সম্পর্ক জোড়া লাগানো আর সম্ভব হয়নি – তাই আমিও PUBG থেকে নিজেকে সরিয়ে নিয়ে PES এ শিফট করি । প্রথম অবস্থায় খুবই বিরক্ত লাগতেছিল – কিন্তু এই বিরক্ত লাগাটা বেশিদিন স্থায়ী হয়নি । ধীরে ধীরে PES এর মায়ায় পড়ে যাই । ও হ্যাঁ – আমি একটা কথা বলতে একেবারেই ভুলে গিয়েছিলাম , আমার জীবনের প্রথম PES অ্যাকাউন্ট উপহারকারি এবং আমার শিক্ষক Abdullah Al Jubayer , হ্যাঁ এতক্ষণ যে ভাইয়ের কথা শুনছিলেন ইনিই সেই ।

আমার সাথে ইচ্ছা করে ম্যাচ হেরে আমাকে এই গেম খেলার জন্য আগ্রহ বৃদ্ধি করতো ও । এই PES গেম খেলার পরে – আমার জীবনের সব থেকে দীর্ঘস্থায়ী সময় গিয়েছে প্রথম বৃহস্পতিবার ।

ধীরে ধীরে নিজের মন মত আইডি বিল্ড করলাম । 2022 সালে আমি প্রথম COBEG এর নাম শুনি তাও ওই  Abdullah Al Jubayer এর কাছ থেকেই । ও আর আমি সিদ্ধান্ত নিলাম – আমরা একটি ক্লাব প্রতিষ্ঠা করব । যে কথা সেই কাজ – পাঁচজন সদস্য নিয়ে আমরা একটি মেসেঞ্জারে গ্রুপ ক্রিয়েট করলাম । রেফারেন্সের মাধ্যমে আরো অনেক খেলোয়াড় জয়েন হতে লাগলো । COBEG এর মিনিমাম রিকোয়ারমেন্ট পূরণ করে XI ESPORTS নামে আমাদের COBEG এর যাত্রা শুরু । আলহামদুলিল্লাহ সময়ের পরিক্রমায় ক্লাবের নাম পরিবর্তন হয়ে এখন BARISHAL BLUEWAVES ESPORTS [BBE] – eFootball Bangladesh হয়েছে । নিজেকে গর্বিত মনে হয় এই কারণে যে – আমি আমার জন্মস্থান কে কোন একটা গেমের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পেরেছি ।

ধন্যবাদ তোকে Abdullah Al Jubayer। এরকম একটা গেম এর সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ।

Scroll to Top