গেম টা যখন শুরু করি তখন এর নাম ছিলো pes 18 ডেভিড বেকহ্যাম এর থিম, যাত্রার শুরুতে তখন আমার কোনো কারো হাত ছিল না, কোনো ইউটিউবার এর ভিডিও ছিলো না, কেও খেলত ও না আসে পাশে, আমি একাই খেলতাম এই গেম,গেম এর টিউটোরিয়াল দেখে দেখে নিজেই শিখা, তারপর আমার দেখা দেখি আসে পাশের অনেক বড় ভাই, বন্ধু রাও এই গেম নামায়, খেলে। নিজের পার্সোনাল কোনো এচিবমেন্ট না থাকলে ও নিজের হাতে খেলা শিখাইছি অনেকেরেই, যদিও নিজের খেলা তেমন ভালোনা, তবে যারা নতুন তাদের শিখাইতে প্রো লেভেল এর প্লেয়ার হতে হয় এমন না।
অতঃপর খেলতে খেলতে একসময় আমি আসক্ত হয়ে অনেক কষ্টে নিজে একটা আইকনিক আইডি বানায় ফেলি, সবাই আমার আইডি দেখলে আতঙ্কে থাকতো এইভাবে চলতে থাকতো তারপর 2022 আপডেট এর পর দেখলাম যে আমার আইকনিক গুলার কোনো দাম নেই, সম্পূর্ণ হতাশ হয়ে পড়লাম, ছেড়ে দিলাম খেলা। এইভাবে 2022 সিজন একদম ই খেলি নাই গেম থেকে মন উঠে যায়।
তারপর 2024 আপডেট এর কয়েক মাস পর ক্লাব সাথে পরিচয় হলো। eFootball Legends Of BD(eLBD) এ জয়েন হলাম। ক্লাব কি আমি এর আগে বুঝতাম ও না জানতাম ও না। Cobeg এর সাথে পরিচয় হলাম অনেক নতুন মুখ, সবার সাথে পরিচয় হলাম। দেখলাম এখানে প্রতিনিয়ত কোনো না কোনো টুর্নামেন্ট চলতেই থাকে , কোবেগ আমার ইফুটবল খেলার প্রতি আবার মন বসাতে বাধ্য করলো। নতুন ক্লাব ছিলো তাই ম্যাচ এ নিতো, ওই ক্লাব এর স্টার প্লেয়ার হয়ে যাওয়ায় খেলার প্রতি আবারো আগ্রহ ফিরে পেলাম । এইভাবে এই কমিউনিটি আবার আমাকে গেম এ কামব্যাক করায়।
আমার দেখা বেস্ট কমিউনিটি cobeg।
ইফুটবলের সাথে যাত্রা : NI B IR
গেম টা যখন শুরু করি তখন এর নাম ছিলো pes 18 ডেভিড বেকহ্যাম এর থিম, যাত্রার শুরুতে তখন আমার কোনো […]