ইফুটবলের সাথে যাত্রা : Nur Mohammad Rony

সাল তখন ২০১৮, জাদের সাথে ক্রিকেট খেলতাম তাদের মাঝে একটা ছেলে নাম মাহফুজ,প্রায়ই এই গেইম এর ভিডিও গ্রুপে দিতো,ওইগুলা দেখেই […]

সাল তখন ২০১৮, জাদের সাথে ক্রিকেট খেলতাম তাদের মাঝে একটা ছেলে নাম মাহফুজ,প্রায়ই এই গেইম এর ভিডিও গ্রুপে দিতো,ওইগুলা দেখেই কৌতুহল বসত জিগাইছি কি গেইম এইটা,, পরে জানতে পারলাম গেইম এর নাম,,
ডিভাইসটা খারাপ হওয়ায় dls দিয়ে শুরু করছি,ভাব্লাম ফুটবল গেইম আয়ত্তে আনি আগে,ডিভাইস পাওয়ার পর শুরু করেছি গেইম,ভিপিএন দিয়ে ইন্সটল করা লাগছে,পেস ২০১৯,,
ক্লাসিক এর সাথে dls এর বাটন মিলে নাই,জার কারনে উলটা পালটা হয়ে জেতো,,পরে বাধ্য হয়ে এডভান্স মোড দিয়ে জাত্রা শুরু,তখন ও লেজেন্ড কি ব্ল্যাক কি, কিচ্ছু বুজতাম না,যেই প্লেয়ার পাইতাম ঐটারে দিয়াই খেলতাম,
জতটুক মনে আছে প্রথম লেজেন্ড পাইসি টটি,, ধিরে ধিরে বুজতে শুরু করলাম,
তখনকার সময়ের সবচেয়ে বড় গ্রুপ থেকে জেলাভিত্তিক টুর্নামেন্ট ছাড়া অইছে,
ঢাকা জেলা থেকে অংশ নিছিলাম,কোয়ার্টার ফাইনাল এ গিয়া, ল্যাগ এ মারা খাইসি,ফাইনাল এ জিতছিলো,সাজ্জাদ মনে হয় নামে এক ভাই,উনার সাথে অনেক ফ্রেন্ডলি খেলা হতো তখন,,,
পরে কিছুদিন পর ঐ বড় গ্রুপ থেকেই এনাউন্সমেন্ট আসছে ক্লাব রেডি করতে ক্লাব পর্যায়ে খেলা শুরু হবে,,
কিছু না ভেবে ক্লাব খুজতে লাগ্লাম কেউ নিবে কিনা,
upc তে ট্রায়াল দিলাম,উনারা নিলোনা,,
থ্রিল সিকার এর এডমিন কথা বলে পরে আর রিপ্লাই দেয়নাই,
পরে ভাব্লাম নিজেই ক্লাব খুলি,
১৫জন কে নিয়ে শুরু করলাম,
Al amin Ep ভাইকে মেসেজ দিলাম,উনি রিস্পন্স করলোনা,,
এভাবে ৩-৪ মাস গেলো,ক্লাব অংশ নিতে পারিনাই,তবে প্লেয়ার জমাইছি মোটামুটি ২৫জন হয়ে গেছে,কি করবো বুজতেছিনা, অনেক ভাইকে মেসেজ দিলাম কেউ ই বলেনা কিভাবে ক্লাব রেজিষ্ট্রেশন করবো,শেষমেষ একজন বল্লো এভাবে পেইজ আছে শুরু করেন মেসেজ দেন উনারে,
তারপর ক্লাবের জাত্রা শুরু cobeg তে,, Supreme Raiders নামে,
হ্যা প্রথম দিকে যদি এডমিনদের রিস্পন্স পেতাম তাহলে র‍্যাংক আরো বেশি হতো,,অনেক দেরি হওয়ায় পিছাই গেছিলাম,ভাবলাম জাক তাও শুরু করছি ধীরে ধীরে আগাবো,,
জাদের পেয়েছিলাম,তাদের নিয়া থাকতে পারলে কিছু এচিভমেন্ট থাকতো এটা মনে প্রাণে বিশ্বাস করি,কিন্তু কপাল খারাপ,একটা দুর্ঘটনায় ম্যাক্সিমাম প্লেয়ার চলে গেছে বড় ক্লাব গুলায়, জার কারনে আবার পিছাই গেছি,
এখন কোনোরকম চলতেছি আরকি 😅
তাও আসা ছাড়ছিনা,ইন-শা-আল্লাহ আমরাও স্বপ্ন দেখি কোনো একটা এচিভমেন্ট ক্লাবের নামে আনার,, স্বপ্ন দেখতে মানা কই 😇

Scroll to Top