ইফুটবলের সাথে যাত্রা : Razib Hasan

ই ফুটবল যাত্রা…. পেস  টানা খেলে আসছি ২০০৯ থেকে। এর আগে ফিফা,  মাঝে ২০০৬ এ পেস। শুরু থেকেই পেস অনেক […]

ই ফুটবল যাত্রা….
পেস  টানা খেলে আসছি ২০০৯ থেকে। এর আগে ফিফা,  মাঝে ২০০৬ এ পেস। শুরু থেকেই পেস অনেক বেশি ভালো লাগতো। বিশেষ করে গেইম প্লে পার্সোনালি ফিফা থেকে বেশি ইঞ্জয় করতাম।অবশ্য ২০০৯/১০ সালে  নতুন শুরু হওয়া ফেসবুক জামানার গ্রুপে পেস নিয়ে কিছু লিখলেই ফিফা লাভারদের কটু কথা শুনে আসছি। কারন খুব কম লোকজন ই তখন পেস খেলতো।

সিলেট থাকা কালীন আমার মত হার্ডকোর কয়েকজন পেস লাভার পাই। প্রতিদিন সন্ধায় ব্যাগে জয়স্টিক( কন্ট্রোলার)  নিয়ে একেক জনের বাসায়  গিয়ে খেলা হত। ২ vs 2.
২০১২ সালে সিলেটের তখন একমাত্র গেমিং যোন রাফেয ভাই এর  গার্ডেণ গেম জোন এ প্রথমবার পিসিতে পেস এর টুর্নামেন্ট এর আয়োজন করি। রমরমা ফিফা টুর্নামেন্ট এর পাশপাশি মাত্র ১৫-২০ নিয়ে কয়েক বছর ই চললো   পেসের আয়োজন।

মোবাইল এর কথা শুনি ২০১৬ তে। ২০১৭ তে দেশের প্রথম পেসের মোবাইল গ্রুপের সন্ধান পাই। এখন যেটা দেশের সবচেয়ে বড় পেস রিলেটেড গ্রুপ।
এইদেশে যদি পেসের প্রসারে যে কয়জন থাকবে তাদের মাঝে অন্যতম Al Amin  Imran Khan RK Shakib.  আলামিন আর সাকিব সেই সময় ওয়ার্ল্ড র‍্যাংকিং এ টপ এ থাকতো। সাকিব তো ১ নাম্বারে থাকতো,  রেটিং এত বেশি ছিলো অন্যরা ওর  ধারে  কাছে ছিলো না।
যেকোন সমস্যায় পড়লে তখন ম্যাক্সিমাম মেম্বারই আলামিন এর সাহায্য নিত। নিজেও ডাটা ট্রান্সফার কিভাবে করে এইগুলা নিয়াও জিজ্ঞেস করতাম।
যাইহোক মোবাইল প্লাটফর্ম এ পেসের ভালোলাগা আরো অনেক বেশি বাড়ে।গ্রুপে অনেক বেশি এক্টিভ থাকতাম,  রেগুলার  পোস্ট কমেন্ট লাইভ চলত।। একসময়  গ্রুপের এডমিন মেম্বার প্যানেলে যুক্ত হই। গ্রুপ থেকে টুর্নামেন্ট এর আয়োজন  করা শুরু হলো। নিজের পকেটের টাকা খরচ করে এডমিম প্যানেলের সদস্যরা টুর্নামেন্ট বা বিভিম্ন ইভেন্ট এ প্রাইজ এর ব্যবস্থা করতাম।।
আস্তে আস্তে রেগুলার টুর্নামেন্ট শুরু হয়। আরো বিভিন্ন গ্রুপ তৈরি হয়। তারাও টুর্নামেন্ট আয়োজন করে। এক সময় এই টুর্নামেন্ট নিয়েই বিভিন্ন পরিচিত মেম্বারের মাঝে নানা বিরুপ মন্তব্য শুরু হতে থাকে । তখন নাল ল্যাগ নেটওয়ার্ক টেম্পারিং এর ইস্যু অনেক বেশি ছিলো।
তাই তখন বিভিন্ন গ্রুপের এডমিন ও পরিচিতজনরা মিলে ঠিক করে একটা কমিটি গঠন করা হবে,  যেটার রুলস রেগুলেশন সব গ্রুপ এর  সবাই  মেনে চলবে।। ২০-২১ এর সিচুয়েশন  এখনকার মত এত স্মুথছিলো না৷ এত বেশি ঝগড়া হইত ম্যাচ নিয়ে  যে  আমার নিজেরও সন্দেহ হয় টুর্নামেন্ট আসলে সঠিক ভাবে পরিচালনা করা কখনো  সম্ভব না।
এর  মাঝেই COBEG এর জন্ম। রাকিবুল (অভ্রনীল) আলামিন সহ অন্যরা যে যাত্রা শুরু করেছিলো, নতুন অনেক এডমিন, মডারেটস,  টুর্নামেন্ট পরিচালনায় সাহায্যকারী,  প্লেয়ার, ক্লাব সবাই মিলে এখন এই cobeg অন্য এক উচ্চতায়।
এক সময়ের টুর্নামেন্ট নিয়ে বাজে বাজে ঘটনার প্রেক্ষিতে যখন টুর্নামেন্ট গুলো নিয়ে প্রশ্ন তুলতো, তারা সহ সবাই এখন COBEG এ টুর এর ম্যাচ খেলতে চায়।
এখন জাস্ট সিনিয়ার হিসাবে COBEG এর এডমিন প্যানেলে আছি, কিন্তু যারা সরাসরি এক্টিভ থেকে   COBEG  পরিচালনা করছে, তারা কি পরিমান টাইম নস্ট করে আমাদের সবার জন্য একটা সুন্দর প্লাটফর্ম করছে এইটা যদি আমরা বুঝতাম!!
এখন হয়ত রেগুলার ফলো করা হয়না, কিন্তু  এইটুক নিশ্চয়তা সবাইকে দিতে পারি COBEG যথেস্ট নিরপেক্ষ থেকে সবার জন্য এই টুর প্লাটফর্ম গড়ে যাচ্ছে। প্রতিনিয়ত ই নতুন নতুন আয়োজন হচ্ছে। COBEG রেজিস্টার প্লেয়ারদের ডাটা বেজ করা হয়েছে। সব ম্যাচ এর রেসাল্ট ডাটা এখন অনলাইনেই সেইভ থাকছে। ডাটা বেস এ নতুন নতুন আপডেট আসছে।  Rakibul Islam OvroNeel এইটার জন্য এক্সট্রা ধন্যবাদ পাবে৷।
নিজের বয়স অনেক বেশি।অন্তত এই গ্রুপে আমার থেকে বেশি বয়সী কেউ নাই মনে হয়😁 ক্লাস ৭-৮ এ পড়ে এদের সাথেও ম্যাচ খেলছি।  বয়সের কারনেই আসলে সবার সাথে অইরকম  বন্ধুত্ত নাই। কিন্তু বড় ভাই হিসাবে এই প্লাটফর্মের অনেকেই চিনি জানি। অনেকের খেলা দেখে এখনো শিখি।
যারা ভালো খেলে, ভালো আচরন করে তাদেরকে সব সময় পছন্দ করি। আর এই পছন্দের লিস্ট বাড়ছেই শুধু।
এখন অনেকেই ভালো খেলে। সমান সুবিধা পেলে বিশ্বের টপ ৫০ জনের মাঝে  আমাদের দেশেরই ২০-২৫ জন থাকবে এইটা আমি  নিশ্চিত।
যাই হোক,  এটা সত্যি আমার থেকে অনেকে অনেক ভালো খেলে সত্যি।  কিন্তু এইটাও সত্যি আমার থেকে বেশি  কেউ পেস কে ভালোবাসে না।  😁😁( fun)
এমন ও সময় গেসে রাতে এলার্ম সেট করে রাত ৪-৫ টায় ঘুম ঠেকে উঠে পছন্দের প্লেয়ার এর জন্য স্কাঊট কিনেছি। (পেস১৮-১৯)
পেস নিয়ে নিজের মাতামাতি কমে গেসে। কিন্তু  তারপর ও খেলা বাদ হয়নাই। এই মৌসুমেও  COBEG এ ১০০ ম্যাচ খেলে ফেলেছি।

কমিউনিটির সবার জন্য শুভেচ্ছা। সকল প্লেয়ার, ক্লাব, ম্যানেজমেন্ট কয়েক হাজার মানুষ একটা গেম কে ভালোবেসে  বিনা পারিশ্রমিককে এত বড় একটা প্লাটফর্ম হিসাবে গড়ে তুলেছে, সবার জন্য ভালবাসা।

ভবিষ্যতে বাইরের দেশের ই স্পোর্টস  টুর্নামেন্ট এর  মত এইদেশেও   অনেক বড় করে এক ছাদের নিচে সবাইকে নিয়ে সরাসরি টুর্নামেন্ট আয়োজনের স্বপ্ন দেখি।
ভবিষ্যতে এই ই স্পোর্টস প্লেয়াররা আন্তর্জাতিক ভাবে এই দেশকে রিপ্রেজেন্ট করবে 💗
আর সব শেষে  কনামিকেও ধন্যবাদ। এত এত গালি খেয়েও এত বছর গেইম চালু রেখেছে। 😁😁

Scroll to Top