২০১৯ সালে Syed Hemal কাকা কে প্রথম গেমটা খেলতে দেখেছিলাম। তখনই আব্বুর ফোন কাকার কাছে নিয়ে জাই এবং গেমের নাম শুনে গেম টা ডাউনলোড করি। নিজের পার্সোনাল ফোন ছিলো না বলে তেমনভাবে খুব একটা সময় দিতে পারিনি গেমটাকে। তবে গেমটা যতই খেলেছি ততই ভালো লাগা শুরু হয়েছিল। বিশেষ করে ২০১৯ এর ড্র সিস্টেমটা আমার কাছে অনেক ভালো লেগেছিল। আজও আমার থান্ডার এনিমেশন টা এখনো মনে পরে। তারপর আসলো ২০২০ নিউ আইকনিক প্লেয়ার নিয়ে। তখন আইকনিক এনিমেশন টাও অনেক ভালো লেগেছে আমার। নিজের পার্সোনাল ফোন না থাকায় বাবার ফোন দিয়ে গেইমকে খুব একটা সময় দিতে পারি নাই। তাই তখন স্কোয়াডও খুব একটা ভালো ছিলো না। তার কয়েকদিন পর ২০২০ এর মাঝামাঝি সময়ে এসে জানতে পারি পেস গেমের উপর নাকি অনেক ক্লাবও আছে বাংলাদেশে। তখন আমিও বাংলাদেশের পেস এর অফিসিয়াল পেজে একটা পোস্ট দেই ক্লাবে জয়েন হওয়ার জন্য। তখন Mahendra Das Rocky ভাই আমাকে তার UTC ক্লাবে নেয়। ঐটাই ছিলো আমার পেস গেমের প্রথম ক্লাব। তখন এত টুর্নামেন্টও ছিলো না, আর আমার টুর্নামেন্ট খেলার সুযোগও ছিলো না। বাবা রাতে ফোন দিত না জন্য তখন কোনো টুর্নামেন্ট এ খেলতে পারি নাই। তারপর যখন ২০২১ এ COBEG কমিউনিটি সবে মাত্র স্টার্ট হচ্ছে, তখন ShahaBaz Khan Ontu ভাই NPC থেকে লিভ দিয়ে ALL WHITES নামে একটি ক্লাব খুলে। আমিও হিমেল কাকার সাথে ওই ক্লাবে জয়েন করি। তার কিছুদিন পরেই ক্লাবটি ভেঙে যায়। ২০২১ এ আমি ক্লাস ৯ এ উঠি, তাই বাবা আমাকে ফোন দেওয়াও বন্ধ করে দেয়, তাই অনেকদিন গেম এর বাইরে ছিলাম। তার পরেও গেমটার উপর এত ভালোবাসা ছিলো যে, প্রতিদিনই ফোন চুরি করে হলেও হালকা পাতলা গেম খেলাই হতো। কিন্তু তখন কোনো ক্লাবে খেলি নাই। মাঝে মধ্যে Sandip Kumar Das ভাই এবং Syed Hemal কাকার সাথে ফ্রেন্ডলি খেলতাম। তারপর ২০২২ এর আপডেট এর পর আইকনিক কার্ডগুলো তুলে দেয়। যাতে আমি এবং Sandip Kumar Das ২ জনেই খেলা ছেড়ে দেই। এমনিতেউ তখন আমি ক্লাস ১০ এ উঠেছি, তাই তখন পড়ায় কনসেন্ট্রেট করি। অনেক দিন গেম খেলা বন্ধ থাকার পর SSC পরীক্ষার পর যখন বাবা আমাকে ফোন কিনে দেয় তখন আবার পেস অর্থাৎ এখনকার ইফুটবল গেমটি ডাউনলোড দেই। কিন্তু প্রথম প্রথম কিছুই বুঝতেছিলাম না, গেমের সকল কিছু চেঞ্জ করে দিয়েছিল তখন konami । তারপর ২০২৩ এর শেষের দিকে আবারো Ahmed Rasel ভাইয়ের GOEFB ক্লাবে জয়েন দেই। কিন্তু ক্লাবে জয়েন দেওয়ার কয়েকদিন পরেই Ahmed Rasel ভাই গেম ছেড়ে দেয়। আর ক্লাবে যাদের সাথে আড্ডা দিতাম যেমন MN Mahin এবং Mahfuzur Rakib ভাই তারাও ক্লাব ছেড়ে দেয়। তাই সেখানে আমি খুবই বোরিং ফিল করতেছিলাম। তাই আমিও তখন ঐ ক্লাব ছেড়ে দেই। তখন Mahfuzur Rakib ভাইয়ের কথায় RGL ক্লাবে ট্রায়াল দেই এবং RGL এ সিলেক্ট ও হই। তারপর ২ মাসের মত ওই ক্লাবে ছিলাম। কিন্তু RGL এর অন্যতম একজন এডমিনের সাথে ঝগড়া হওয়ার পর কিছুদিন MRB তেউ ছিলাম। কিন্তু MRB তে অনেক ভালো প্লেয়ার থাকার কারণে স্কোয়াডে চান্স পাবো না দেখে কোনো কমিউনিটিতে রেজিস্ট্রশন করিনি। RGL এ ঢুকার কয়েকদিন পর থেকেই Safaiet Saurav ভাই তার ক্লাব TFC তে যাওয়ার জন্য অফার দিতে থাকে। তখন Safaiet Saurav ভাই আর Zahidul Islam Komol ভাই এর সাথে সম্পর্ক ভালো ছিলো জন্য Thunder Fc তে জয়েন করি এবং Safaiet Saurav ভাই আস্তে আস্তে ক্লাবের দায়িত্ব দেওয়া শুরু করে। তারপর একসময় ক্লাবের এডমিনও করে দেয় Safaiet Saurav ভাই। Safaiet Saurav কে অনেক ধন্যবাদ, কারণ আমার যখন খারাপ সময় ছিলো তখনও তিনি কখনোই আমাকে স্কোয়াডে বাহিরে রাখে নাই। সব ম্যাচ হারার পরও আমাকে কিছুই বলে নাই। সবসময় আমাকে উৎসাহ দিয়ে গেছে। এখনো ম্যাক্সিমাম ম্যাচ হারা সত্ত্বেও কখনোই স্কোয়াডের বাইরে রাখে না আমাকে। একজন মানুষ কতটা ভালবাসলে এতোকুটু করতে পারে তা আর বললাম না।
এই ছিলো আমার পেস ইতিহাসের কাহিনী। যদিও আরো অনেক কিছু ঘটেছে আমার সাথে , সেইটা আর আপনাদের সাথে শেয়ার করতে চাই না।
ধন্যবাদ Safaiet Saurav ভাইকে আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য🥰।
ইফুটবলের সাথে যাত্রা : Sayed Kaif
২০১৯ সালে Syed Hemal কাকা কে প্রথম গেমটা খেলতে দেখেছিলাম। তখনই আব্বুর ফোন কাকার কাছে নিয়ে জাই এবং গেমের নাম […]