আসসালামু আলাইকুম।
”আমার ইফুটবলের সাথে সময় স্পেশাল না তেমন।
লিখছি, চাইলে পড়তে পারেন।
২১ এর দিকে কোভিডের সময় কলেজ বন্ধ হয়ে গেলে ফোনে আশক্ত হই। নানান গেমস ট্রাই করা হয়, সাথে মুভি এনিমে। শুধু সময় পারের জন্য।
হঠাৎ, রোনালদো (ফ্রি আইকোনিক) দেবে শুনে গেম টা নামাই, খেলতে থাকি, যেহেতু ফুটবল ফ্যান তাই ভালো লাগে। ১ সপ্তাহের ভেতর অন্যসব কিছু বাদ দিয়ে দি। এই গেমসই খেলতাম।
তখন ফ্রেন্ড লিষ্টের একজনের পোস্ট আসে সামনে (পেস গ্রুপের) আগ্রহবসত তাকে নক দেই, ফ্রেন্ডলি খেলি রেগুলার। দ্যান আরও একজনের সাথে পরিচয় হয় এভাবেই আসক্তি শুরু।
একদিন রেন্ডম একজন মেসেজ দিলো ট্যুর খেলবেন?
– হ্যা? কিসের ট্যুর? (আমি কমিউনিটি জানতাম না, ক্লাব সমন্ধে ধারনাও নাই)
তারপর তুষার ভাই আমাকে সব বুঝায়, কিছুদিন পর
” Pitches Achilles ” এ আমাকে খেলার সুযোগ দেয়।
আমি তখনও কাচা প্লেয়ার মাত্র একমাসের।
আকিলেসে বেস কিছুদিনে আমার ৩ জনের সাথে সখ্যতা হয়েছিলো। তুষার, আদি ও মায়ান ভাই। সবাই আমার সিনিয়র।
যেহেতু কাচা প্লেয়ার ছিলাম সবাই আমার সাথে ডমিনেট করে মজা পেলেও Mayan ভাই বললেন সময় পেলে নক দিতে, দিলাম।
উনি আমাকে ধরে ধরে সব বুঝিয়েছিলেন, শুধু গেমই না আমি পারসোনাল প্রবলেম গুলিও শেয়ার করি তার সাথে এবং যথেষ্ট মেন্টাল সাপোর্ট পাই। আমার পেসের সবচে ভালো বন্ধু বলা যায়, বাস্তবেও।
এর পর কোনো কারনে ক্লাব বাদ দেই। প্রায় মাস খানেক পর সৌরভ ভাই, Abdul Ahad Anas, রিসাত ভাই আর ইয়াসিনের সাথে পরিচয় হয়। তখন কেউ একজন রেকোমেন্ড করে আমাকে তাদের ক্লাব #CEC তে নেয়।
সেখানে মাস দুই থাকার পর Rabiul Risat ভাই চিন্তা করেন নতুন ক্লাব খোলার , ব্যাস কিছুদিনের ভেতর আমরা নিজ্বস্য ক্লাব #elMadridista খুলে ফেলি। অনেক ভালো সময় যায়।
স্পেশালি রিসাত ভাই কে নিয়ে অনেক কিছু বলার আছে, দারুন মানুষ, বড় ভাইয়ের চেয়েও বেশি। সেসব শেয়ার না করি কাহিনি পড়তে ৭ দিন লাগবে।
তখন আমার এডমিশন টাইম, এডমিশনে ভালো করিনি। ফ্রাস্টাস্টেড হয়ে আর পারিবারিক ঝামেলায় ক্লাব থিংস থেকে দূরে সরে যাই। বাদ দেই ইফুটবল।
আমার বয়সে ছোট যারা আছেন তাদের জন্য উপদেশ থাকবে খুব বেশি আশক্ত না হইতে, জীবনের মুল্য এন্টারটেইনমেন্ট থেকে অনেক বেশি।
এর পর আবার যখন ব্যাক করি আমার গেমস থেকে মন ওঠে গেছে আগের মত এঞ্জয় আর করি না।
তারপর থেকে সল্প সময়ে নানান ক্লাব এক্সপ্লোর করেছি যেমন #APS ক্লাব ভেঙে না গেলে এখানেই থাকা হত সবসময়।
স্বল্পদিনের পরিচয়ে এখানের সবচে প্রিয়মুখ Rajbin Hasan ভাই, উনি বয়সে ছোটদের সাথেও খুব ফ্রেন্ডলি ভালো মানুষ।
আরেকজন আছেন Shadman Shakib Peyal ভাই নিরব থাকতেই পছন্দ করেন তবে আমি বিরক্ত করতাম বেশিই তাকে😹।
এরকম আরও অনেক জনের সাথেই দারুন সম্পর্ক হয়েছে, সবার কাছে kritoggo.
এইতো, এভাবেই যাচ্ছে।
বাজে কমিউকেশন স্কিল, অলসতার কারনে সবার সাথে সেরকম কথা হয় না বা সম্পর্ক রাখতে ব্যার্থ হয়েছি।
আমি তেমন প্রত্যাশিত গেমার ছিলাম না কখনও। তবুও অনেককেই হয়তো কষ্ট দিয়েছি, যদি পড়ছেন মার্জনা করবেন।
এই কমিউনিটি আমাদের, আমরা সবাই যেনো মিলেমিশে থাকি,কেউ কাউকে কষ্ট দিয়েন না কথায়।
No one deserves to b hurt.
ভালো থাকবেন।
ইফুটবলের সাথে যাত্রা : Sourav Meherrab
আসসালামু আলাইকুম। ”আমার ইফুটবলের সাথে সময় স্পেশাল না তেমন। লিখছি, চাইলে পড়তে পারেন। ২১ এর দিকে কোভিডের সময় কলেজ বন্ধ […]