ইফুটবলের সাথে যাত্রা : Wasimul Haque Siam

আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই একটা সুন্দর গিভওয়ে পাওয়ার জন্য অনেক সুন্দর […]

আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই একটা সুন্দর গিভওয়ে পাওয়ার জন্য অনেক সুন্দর সুন্দর পোস্ট করতেছে। আসলে আমার ইফুটবল লাইফে তেমন ভালো কোন গল্প নাই যে এই প্রাইস টা পাওয়ার যোগ্য কিন্তু তাও একটু লেখি সবাই যখন লেখতেছে


শুরুটা বেশিদিন না ২০২৩ সালের কিছুদিন আগ থেকে খেলা তাও খেলা হয়েছিল আমার বন্ধু md sujon ali sarker এর খেলাটা দেখে। ও আমাকে বললো এই গেম সম্পর্কে তার আগে আমি ফিফা খেলতাম। ত শুরুতে তেমন কিছু পারতাম না সুজনের কাছ থেকে শিখে শিখে বুজলাম। এর পর খেলতে খেলতে মোটামুটি খেলার পর সুজন আমাকে এই COBEG সম্পর্কে বললো। আমি শুরুতে তেমন গুরুত্ব না দিলেও পরে ভাবলাম একটু দেখি। পরে একটা ক্লাব এ ঢুকি এমনেই দেখার জন্য।সেই ক্লাব টা হলো eFootball Legends Of BD(eLBD) । 

সেখানে যার সাথে আমার সবচেয়ে ভালো সমপর্ক হয় তা হল Shahidul alam ভাই। তবে ক্লাব এর সবাই অনেক ভালো ফ্রেন্ডলি। shahidul ভাই আমাকে এগুলা সম্পর্কে অনেক ভালো করে বুঝায়। বুঝার পর একটু ভাবলাম যে ওয়াও একটা গেম নিয়ে এত সুন্দর কোন কমিউনিটি থাকতে পারে😍। আমি আগে এমন দেখি নাই। COBEG জানার পর একদম খুব বেশিই আশ্চর্য হলাম। তারপর থেকে COBEG এর ম্যাচ আরো অনেক ক্লাব দেখে যা বুঝলাম কল্পনায় ছিলো না। আসলে আমি তেমন ভালো পারি না তাই COBEG এ তেমন খেলা হয়নি কিন্তু Shahidul ভাই অনেক সাপোর্ট করছে এইসব বিষয়ে এইজন্য Shahidul alam & sujon ali sarker কে অনেক ধন্যবাদ💝।

তারপর আর এই কোবেগ ছেড়ে যেতে ইচ্ছে করলো না। আমি যদি কোনদিন গেম নাও খেলি তারপরেও এই COBEG দেখে যে বিস্মিত হয়েছিলাম সেটার টানে এইখানে বার বার চলে আসবো। আসলেই এই গেম নিয়ে যে এত বড় কোন COMMUNITY থাকতে পারে তা আমার কল্পনারও বাইরে ছিল। COBEG এইরকম কল্পনা সত্যি করে বসেই আছে। sujon & shahidul ভাই এর সাথে পরিচয় না হলে বুঝতামি  না।


সবশেষে আবারও ধন্যবাদ MD Sujon Ali Sarkar এবং Shahidul Alam  ভাই কে।
আর COBEG কে ধন্যবাদ তো লেখে বলা সম্ভব না।,💝🥰
আসসালামু আলাইকুম 👋।

Scroll to Top