আমার ই-ফুটবল এর সাথে পরিচয়::—
আমি ইফূটবল গেম চেনার আগে। অনেক ছোট থাকতে we2012 গেম টা খেলতাম।২.৫ বছর আগে এক বড় ভাইকে বলি ভাই অই we2012 গেম টা আমার মোবাইলে সাপোর্ট করে নাহ কেন? পরে বলে অই গেম বাদ দিয়ে efootball খেল! এখানে হাস্যকর যে ব্যাপার টা হলো, ভাই যখন ই- ফুটবল নাম টা উচ্চারণ করে আমি আবার জিজ্ঞেস করি কি ফূটবল?পরে বুঝলাম গেম টার নামই ইফুটবল।।। 😁!! প্লে স্টোর এ গিয়ে দেখি গেম 2.2 gb।. আমার মোবাইল এর স্টোরেজ এর কারণে তখন ইনস্টল করতে পারলাম নাহ।
যখন ই-ফুটবল ইনস্টল করলাম এবং জার্নি শুরু:—
কিছুদিন পর, আরজেন্টিনা V/S ফ্রান্স wc ফাইনাল ম্যাচ শেষ হয় তার ২ দিন পর গেম টা ইনস্টল দিলাম,[[[ তারিখ তখন ২২-১২-২২ আমার ইফূটবল জার্নি এখান থেকেই শুরু হয়।]]] সেইদিন থেকে সারাদিন রাত ইফূটবল খেলতাম!
ইফুটবল ক্লাব এর সাথে পরিচয়:—
এরপর ফেসবুক এ ই-ফূটবল এর অনেক গুলা গ্রুপ এ ঢুকলাম।। তারপর একদিন ইফূটবল ক্লাব এ প্লেয়ার নেওয়ার পোস্ট দেখতে পাই। আমি তখনো বুঝতে পারি নাই, আর ভাবলাম ই-ফুটবল গেম এর ভিতরে কি আবার ক্লাব সিস্টেম আছে কিনা? পরে অই ক্লাব ক্যাপ্টেন সব বুঝিয়ে দিলো।। একদিন ক্লাব ক্যাপ্টেন এর সাথে এক বিষয় নিয়ে আমাদের কয়েকজন এর ঝামেলা হয়। তাই লিভ নিতে বাধ্য হই!!
Cobeg সাথে পরিচয়:———-
আবার কিছুদিন পর আবার, ক্লাব খুজতে খুজতে মনের মতো ভালো একটা ক্লাব আর ক্যাপ্টেন খুজে পাই যার ব্যবহার ছিল খুব ই আলাদা। অনেক নম্রতা এবং ভদ্রতার সাথে আমাকে ক্লাব এ জয়েন করার সু্যোগ দেয়। আর cobeg এর সম্পর্কে সব বুঝিয়ে বলে।রেজিষ্ট্রেশন করতে হেল্প করে।। cobeg এ আমার নাম টাও লিখিয়ে ফেললাম। তখন শুধু ম্যাচ খেলার অপেক্ষা ছিল।
cobeg match official হওয়া:——–
আরো কয়েক দিন পরে cobeg গ্রুপে একটা পোস্ট দেখি, যেখানে বলা হয়েছিল….[আমাদের কিছু match official লাগবে] এইরকমভাবে অনেক কিছু লিখা ছিল! তখন আমি যে পোস্ট করেছে তাকে নক করি ইনবক্সে। তখন match official গ্রুপ এ এড করল। অই গ্রুপ এ সব match official কে সব রুলস বুঝিয়ে দেওয়া হলো। সেইখান থেকে আজকে আমি cobeg এর match official দের মধ্যে একজন। আমি খুবই খুশি। match official হয়ে cobeg কে হেল্প করতে পেরে। ইনশাআল্লাহ, একদিন cobeg এর একজন Ideal match official হতে পারব। আমার ভুল ত্রুটিগুলো শুধরে নিবো। To be continued..
ইফুটবলের সাথে যাত্রা : MD AL Amin
আমার ই-ফুটবল এর সাথে পরিচয়::—আমি ইফূটবল গেম চেনার আগে। অনেক ছোট থাকতে we2012 গেম টা খেলতাম।২.৫ বছর আগে এক বড় […]