𝗧𝗛𝗘 𝗚𝗥𝗔𝗡𝗗 𝗙𝗜𝗡𝗔𝗟 𝗜𝗦 𝗛𝗘𝗥𝗘!
ঘুরে ফিরে পরিচিত মুখ গুলোই বারবার সামনে আসে। হ্যাঁ, 𝐂𝐎𝐁𝐄𝐆 আয়োজিত 𝑺𝒖𝒑𝒆𝒓 𝑳𝒆𝒂𝒈𝒖𝒆 𝑺𝒆𝒂𝒔𝒐𝒏-3 এর কথাই বলছি। পেয়ে গেলাম টুর্নামেন্ট ফাইনালিস্টদের নাম…..
#সেমিফাইনাল
Champions League এ পিএসজি এর বিপক্ষে বার্সার সেই প্রথম লেগে ৪-০ এ পিছিয়ে থেকেও ২য় লেগে ৬-১ আইকনিক কামব্যাকের কথাই মনে পরে গেলো।
সেমিফাইনালে পরিচিত ক্লাব 𝐄𝐥 𝐆𝐚𝐥𝐚𝐜𝐭𝐢𝐜𝐨𝐬 এর বিপক্ষে ১০-২৫ পয়েন্টে পিছিয়ে থেকেও ২য় লেগে ২১-১৫ পয়েন্টে হেরে একটুর জন্য বার্সার সেই আইকনিক কামব্যাকের উক্তির সামিল হতে পারলো না 𝐇𝐚𝐥𝐚 𝐌𝐚𝐝𝐫𝐢𝐝।
অপরদিকে, 𝐂𝐮𝐟𝐥 𝐏𝐞𝐬 𝐂𝐥𝐮𝐛 এর বিপক্ষে প্রথম লেগে ১৯-১৬ এবং দ্বিতীয় লেগে ১৮-১৫ এর জয়ে দুই লেগ ই ডোমিনেট করে ফাইনালিস্ট আমাদের আরেক সুপরিচিত ক্লাব 𝐂𝐡𝐚𝐭𝐭𝐨𝐠𝐫𝐚𝐦 𝐏𝐞𝐬 𝐂𝐥𝐮𝐛।
𝑩𝒆𝒔𝒕 𝒐𝒇 𝒍𝒖𝒄𝒌 𝒕𝒐 𝐄𝐥 𝐆𝐚𝐥𝐚𝐜𝐭𝐢𝐜𝐨𝐬 𝒂𝒏𝒅 𝐂𝐡𝐚𝐭𝐭𝐨𝐠𝐫𝐚𝐦 𝐏𝐞𝐬 𝐂𝐥𝐮𝐛 𝒊𝒏 𝒕𝒉𝒆 𝒈𝒓𝒂𝒏𝒅 𝒇𝒊𝒏𝒂𝒍!
ফাইনালের চিন্তায় তাদের চোখে ঘুম না থাকলেও ফাইনালের উত্তেজনা উপভোগ করতে আপনারা ভালোভাবে ঘুমিয়ে নিন। দেখা হচ্ছে – 𝐄𝐥 𝐆𝐚𝐥𝐚𝐜𝐭𝐢𝐜𝐨𝐬 𝐂𝐡𝐚𝐭𝐭𝐨𝐠𝐫𝐚𝐦 𝐏𝐞𝐬 𝐂𝐥𝐮𝐛
𝐌𝐚𝐭𝐜𝐡𝐝𝐚𝐲: ২৭ ফেব্রুয়ারি ২০২৫
লেখনিতে: Siam Hossain