Super League Season-3

“আজি বসন্ত জাগ্রত দ্বারে। তব অবগুন্ঠিত কুন্ঠিত জীবনে।।”   ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত। 🌼 বসন্তের রঙ যেমনটি […]

“আজি বসন্ত জাগ্রত দ্বারে।

তব অবগুন্ঠিত কুন্ঠিত জীবনে।।”

 

ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত। 🌼

বসন্তের রঙ যেমনটি লেগেছে সবার মনে! ছোট ভাইকে রমজানের চাঁদ না দেখানো প্রসংগে বেশ বড় এক অভিমান ভাঙ্গিয়ে হাতে পেলাম 𝐒𝐮𝐩𝐞𝐫 𝐋𝐞𝐚𝐠𝐮𝐞 (𝐒𝟑) এর ফাইনাল রেজাল্ট। 💝

বরাবরের মতো, কমিউনিটিতে আধিপত্য বিস্তারকারী চেনা পরিচিত মুখগুলোই সামনে আসছে। হ্যাঁ, ফাইনাল রেজাল্ট,

𝐄𝐥 𝐆𝐚𝐥𝐚𝐜𝐭𝐢𝐜𝐨𝐬 23🆚11 𝐂𝐡𝐚𝐭𝐭𝐨𝐠𝐫𝐚𝐦 𝐏𝐞𝐬 𝐂𝐥𝐮𝐛

……………………………………………………………….

শুরুতেই,

#সেমি_ফাইনালে_১: Cufl Pes Club এর বিপক্ষে ১৯-১৬ পয়েন্টে 𝐂𝐡𝐚𝐭𝐭𝐨𝐠𝐫𝐚𝐦 𝐏𝐞𝐬 𝐂𝐥𝐮𝐛 এর হাড্ডাহাড্ডি লড়াই ও 𝐇𝐚𝐥𝐚 𝐌𝐚𝐝𝐫𝐢𝐝 এর বিপক্ষে ১০-২৫ পয়েন্টে 𝐄𝐥 𝐆𝐚𝐥𝐚𝐜𝐭𝐢𝐜𝐨𝐬 এর এক বড় জয়…. পরবর্তীতে –

 

#সেমি_ফাইনাল_২: Cufl Pes Club এর বিপক্ষে 𝐂𝐡𝐚𝐭𝐭𝐨𝐠𝐫𝐚𝐦 𝐏𝐞𝐬 𝐂𝐥𝐮𝐛 এর আবারো ১৫-১৮ এর জয় তাদের ফাইনালের পথ সুদৃঢ় করে। অপরদিকে – 😅

মাদ্রিদের মতোই 𝐄𝐥 𝐆𝐚𝐥𝐚𝐜𝐭𝐢𝐜𝐨𝐬 এর বিপক্ষে দ্বিতীয় লেগে 𝐇𝐚𝐥𝐚 𝐌𝐚𝐝𝐫𝐢𝐝 এর কামব্যাক ছিলো দেখার মতো। তবে পয়েন্ট ব্যবধানে সেমিফাইনাল থেকে ছিটকে পড়ে 𝐇𝐚𝐥𝐚 𝐌𝐚𝐝𝐫𝐢𝐝 💔🥀

 

#৩য়_স্থান ডিসাইডার ম্যাচে 𝐂𝐡𝐚𝐭𝐭𝐨𝐠𝐫𝐚𝐦 𝐏𝐞𝐬 𝐂𝐥𝐮𝐛 এর বিপক্ষে সেই ৩ পয়েন্টের ব্যবধানেই জয় পেয়ে টুর্নামেন্টের ৩য় স্থান নিশ্চিত করে 𝐇𝐚𝐥𝐚 𝐌𝐚𝐝𝐫𝐢𝐝। 🌼

 

#ফাইনাল 😍

ফাইনাল নিয়ে তেমন কিছু বলার নেই আজ। নাজমুস সাকিব শুভ এর নেতৃত্বে 𝐄𝐥 𝐆𝐚𝐥𝐚𝐜𝐭𝐢𝐜𝐨𝐬 এর খেলোয়াড়দের অসাধারণ পার্ফমেন্স, তাদের স্কিল বরাবরই সবার নজর কাড়ে। Asiful Islam Rumi সহ দলের বাকিদের দুর্দান্ত পার্ফমেন্স ও তাদের আত্মবিশ্বাস তাদের জয়ের যাত্রাকে আরো সহজতর করে তোলে। অবশেষে –

“𝑻𝒉𝒆 𝒓𝒐𝒂𝒅 𝒕𝒐 𝒈𝒍𝒐𝒓𝒚 𝒊𝒔 𝒕𝒐𝒖𝒈𝒉, 𝒃𝒖𝒕 𝑬𝒍 𝑮𝒂𝒍𝒂𝒄𝒕𝒊𝒄𝒐𝒔 𝒎𝒂𝒅𝒆 𝒊𝒕 𝒍𝒐𝒐𝒌 𝒆𝒂𝒔𝒚!” 🏆

So, 𝐂𝐨𝐧𝐠𝐫𝐚𝐭𝐮𝐥𝐚𝐭𝐢𝐨𝐧𝐬, 𝐄𝐥 𝐆𝐚𝐥𝐚𝐜𝐭𝐢𝐜𝐨𝐬! 𝐘𝐨𝐮𝐫 𝐡𝐚𝐫𝐝 𝐰𝐨𝐫𝐤, 𝐩𝐚𝐬𝐬𝐢𝐨𝐧, 𝐚𝐧𝐝 𝐭𝐞𝐚𝐦𝐰𝐨𝐫𝐤 𝐡𝐚𝐯𝐞 𝐥𝐞𝐝 𝐲𝐨𝐮 𝐭𝐨 𝐯𝐢𝐜𝐭𝐨𝐫𝐲. 𝐀 𝐰𝐞𝐥𝐥-𝐝𝐞𝐬𝐞𝐫𝐯𝐞𝐝 𝐰𝐢𝐧!” 🏆👏

 

🖋️ লেখনীতে- Siam Hossain 😉

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top