ইফুটবলের সাথে যাত্রা : Jahid Hassan Sabbir

আমি ছোট থেকেই গেম পাগল।ক্লাস ৫ এ থাকতেই পিসি তে রোড রাশ নামের গেম দিয়েই গেম জগতে আসা।তারপর একে একে সিডি ডিভিডি কিনে কিনে গেম খেলতাম পিসি তে তখন ও ফোন ছিল না।নিজের ফোন হাতে পেয়েছিলাম কলেজ এ উঠার পর।...

ইফুটবল এর যাত্রা……

আমি ছোট থেকেই গেম পাগল।ক্লাস ৫ এ থাকতেই পিসি তে রোড রাশ নামের গেম দিয়েই গেম জগতে আসা।তারপর একে একে সিডি ডিভিডি কিনে কিনে গেম খেলতাম পিসি তে তখন ও ফোন ছিল না।নিজের ফোন হাতে পেয়েছিলাম কলেজ এ উঠার পর।

তখন ফার্স্ট গেম নামিয়েছিলাম Winning Eleven যেহেতু ফুটবল এর প্রতি এক প্রকার টান ছিল।তারপর প্লে স্টোর এর একে একে সব ফুটবল গেম খেলে ফেলি।পেস তখন ও আসে নি । winning eleven নামেই ছিল।

তারপর ২০১৯ এর দিকে সম্ভবত আমার এই এক জুনিয়র দেখতাম পেস খেলতো।আমার সাথের কেউ খেলতো না বিধায় আমি ঐভাবে খেলতাম না।বন্ধুরা কেউ না খেললে কেমন জানি লাগতো। Md Abu Shaleh এর হাত ধরেই আবার ও পেস নামানো।সব শিখলাম ওর থেকেই।ওই সময় ব্লাক বক্স পাওয়ার পর যে খুশি হতাম মনে হয় না এখন এপিক পেলেও এতো খুশি হই।

তারপর আপডেট এ চলে আসলো Pink এনিমেশন ওয়ালা কার্ড,সাথে ২৫০০০ করে লিজেন্ড বক্স এ মারার সুযোগ পেতাম।তখন ও ক্লাব নামে এ যে কিছু থাকে তাও জানতাম না।বন্ধু Tanveer Islam এর কল্যাণে ক্লাব নামক জিনিস এর সাথে পরিচয় হই।

ইচ্ছা সব সময় থাকতো টুর্নামেন্ট খেলবো অন্য দের সাথে ক্লাব এ এসে যে খেলা যায় তখন ও জানতাম না।আমার প্রথম ক্লাব PF Griffins যেখান থেকে আমার উঠে আসা তারপর আমাদের এই আরেক ক্লাব এ জয়েন দেই ভালো পারফর্মেন্স করে Phoenix Force Efootball Club .ক্লাব জার্নি তে যে কত রকম মানুষ এর সাথে পরিচয় হয়েছে হিসাব নেই।

আমার গুরু যার থেকে খেলার ট্যাকটিক্স সহ সব শিখেছি Abu Shahed Shiplo যার অবদান কখনোই ভুলার নয়।ক্লাব এ তখন থেকেই কোবেগ এর সাথে পরিচয়।দেখতাম সবাই নিজেদের স্ট্যাটস বানাচ্ছে cobeg এ।ভাবলাম আমিও বানাই।সেই থেকে cobeg এ আরো ভালো করার জন্য জোর দেই।

ক্লাব জার্নি তে Thrill Seekers -THS এর Riduan Ahmed Rifat ভাই , Nabil Istiak ভাই কেও পার্সোনালি ধন্যবাদ দিতে চাই যাদের কল্যাণে স্কিল আরো ডেভেলপ করতে পেরেছি। সর্বশেষ আমার প্রিয় ক্লাব যেটায় জয়েন করার জন্য অনেক দিন অপেক্ষা করে ছিলাম Warriors of PBOC তে জয়েন দেই THS ছেড়ে। PBOCian হয়ে নতুন নতুন শিখছি সাথে দারুন দারুন মানুষ এর সাথে পরিচয় হয়েছে যেটা পেস এর কল্যাণে। Specially Thanks goes to Nuhinuzzaman Chowdhury Abu Huraira Hisham Rajon Miah Dath Bangaman Ferdaws Ahmed ইফাজ রহমান Sk Ahaduzzaman Rimu Manos Chanda Deepto Nuruddin Riham for learning new new things in pes.🤍

হ্যাপি পেসিং এন্ড থ্যাংকস COBEG eFootBall Tournament Community for this🤍🔥

Scroll to Top