2019 প্রথম মোবাইল কিনে , তারপর আমি FIFA 19 খেলতাম, তারপর 2020 সালে আমি প্রথম DLS খেলতাম, তারপর ধীরে ধীরে ফুটবলে আগ্রহ বেড়ে যায়। 2021 সালে Pes সম্বন্ধে জানলাম. কিন্তু Low ডিভাইসের কারণে আর খেলি নাই। এরপর ২০২২ সালে নতুন মোবাইল কিনি।
তারপর মে, 2022 এ Efootball ডাউনলড করলাম, এটা দিয়ে প্রথম Efootball যাত্রা শুরু । মে থেকে ডিসেম্বর 2022 পর্যন্ত শুধুমাত্র আমরা 4 বন্ধু ফ্রেন্ডলি খেলতাম।
তারপর 2023 সালের জানুয়ারিতে ক্লাব জার্নি শুরু হয়। জানুয়ারিতে Rebels Of Efootball Society (REFS) ক্লাবে জয়েন দি। আমি ওইখানে 1 মাস ছিলাম, তারপর তারা ক্লাব বন্ধ করে দেয় ।
এরপর ফেব্রুয়ারী মাসে Shahadat এর পোস্ট এ দেখলাম Rajshahi Royals Family -RRF তে Player নিতেছে। Rajshahi Royals Family -RRF eFootball Community জয়েন দি।
এই ক্লাবটি আমার জীবনের সবচেয়ে বড় পদক্ষেপ। আমার সব এই ক্লাব থেকে শুরু। Offcial Tour খেলা শুরু এখান থেকে। জুলাই, 2023 Ab Hadi ভাই আমাকে অ্যাডমিন প্যানেলে জয়েন দিতে মেসেজ করে।
এই থেকে শুরু করে আমার ক্লাব পরিচালনা। Ab Hadi ভাই আমাকে ছোট ভাইয়ের মতো COBEG, EFCOB, EAOB এর সিস্টেম, ক্লাবের সব কাজ শিখায় । Rajshahi Royals Family তে আমার সব থেকে ভালো সম্পর্ক হয় Shahadat Hossain , Md Rodro , Xʋɭ Fɩ Qʌʀ , Yeasin Arafat , Ab Hadi, Sohel Rana এর সাথে । 2023 সালের আগস্ট মাসে আমি বাংলাদেশে ছিলাম। এই প্রথম আমার সাতে Shahadat আর Rodro সাথে দেখা হয়। ৩ জন একসাথে অনেকক্ষণ আড্ডা দি।
তারপরে অক্টোবর, 2023 এলো যখন আমি Hadi ভাইয়ের সহায়তায় অফিসিয়াল হিসাবে COBEG এ জয়েন দি। এই প্রথম আমি কোনো Community এর জন্য কাজ শুরু করি। Hadi ভাই তখন পুরাতন সদস্য ছিলো COBEG এর, উনি আমকে নিজ দায়িত্বে সব বুঝায় দে। আমার ইফুটবল ক্যারিয়ারের অন্যতম সেরা মানুষ ছিল Ab Hadi ভাই, আমাকে উনি ছোটো ভাইয়ের মতো সব কাজে হেল্প করছে।আস্তে আস্তে COBEG তে ভালো পরিচয় হয় Rakibul Islam OvroNeel , Mahmudul Hasan Ripon , Al-Hasin Mahebi , Sumnøøn Shiháb এর সাথে।
2024 February তে Rajshahi Royals Family সবার ব্যস্ততার কারণে বন্ধ করতে হয় । সবচেয়ে দুঃখের মুহূর্তগুলির মধ্যে একটি।
যখন ক্লাব বন্ধ হয়, তার পরের দিন Ripon ভাই আমাকে মেসেজ দেয় The Potterheads Team-TPT তে জয়েন দেওয়ার জন্য। আমি ভাবতেও পারিনি যে উনি ক্লাবে জয়েন করতে বলবে, তারপরে আমার The Potterheads Team -TPT(International) যাত্রা শুরু হয়।
March মাসে আমাকে TPT Admin Panel এ নেয় মোহাম্মদ নাজমুস সাকিব ভাই। The Potterheads Team-TPT তে আজ আমার ৭ মাস।
APRIL, 2024 এ OvroNeel ভাইয়ের হেল্পে সুযোগ পাই COBEG তে আরো বেশি কাজ করার। ওই থেকে শুরু COBEG NEWS PANEL এর যাত্রা। যাত্রার সাথী Hasibur Rahman, Farhan Ahamed Mihad, Sieam Mahmud, Shakil M Hridoy, Jumman Hussain, Shahidul Alam, Yashrib Mahmud, Mohotahsin Zaker Aynan Chowdhury। কাজের মাধ্যমে ওদের সাথে অনেক ভালো সম্পর্ক হয়।
Mahmudul Hasan Ripon আমার এই যাত্রায় another Important Person যে আমাকে অনেক হেল্প করছে, যখন যা লাগসে উনি সবসময় হেল্প করছে। আমার Gameplay developing এও উনি এক গুরুত্বপূর্ণ মানুষ।
RRF, TPT এবং COBEG একটা ফ্যামিলির মত। এখানে অনেকের সাথে পরিচয় হয়। ভালো সম্পর্ক হয়। insalllah যতদিন আছি TPT এবং COBEG কে হেল্প করার পুরা চেষ্টা থাকবে Insalllah।