ইফুটবলের সাথে যাত্রা : Asadullah Al Maruf

Pes এর সাথে আমার যাত্রা শুরু ২০১৮ সাল থেকে ,Pes 2018 . চিনতাম না গেমটা, Pes 12 খেলেছিলাম ,Pes 18 […]

Pes এর সাথে আমার যাত্রা শুরু ২০১৮ সাল থেকে ,Pes 2018 . চিনতাম না গেমটা, Pes 12 খেলেছিলাম ,Pes 18 যে আছে জানতাম না। এক বন্ধুর মাধ্যমে জানলাম। তখন playstore এ pes ছিলোনা, এখনো মনে আছে কত ঝামেলা করে VPN দিয়ে নামিয়েছিলাম game টা।
প্রথম যেই ID দিয়ে খেলতাম সেটা কিভাবে যেন hack হয়ে গেল। তখন নতুন অ্যাকাউন্ট খুললে Barca, Liverpool,ATM এর প্যাক দিতো। সেখান থেকে Thunder black ball ,Messi পেয়ে ঐ অ্যাকাউন্ট টা দিয়ে খেলা শুরু করি। WC 2018 আসলো,সে কি উন্মাদনা। Game এ কত সুন্দর event । কয়েকদিনের মধ্যেই Neymar, Ronaldo পেয়ে গেলাম, Legend Zico পেলাম। আমার অ্যাকাউন্ট তখন ফ্রেন্ড সার্কেলের সবচেয়ে দামি অ্যাকাউন্ট। উল্লেখ্য সেই অ্যাকাউন্ট টাই আমি এখনো ব্যবহার করছি । ভালোই চলছিলো, কিন্তু সমস্যা হল যখন Pes 19 আসলো, গেম Havoc engine থেকে unreal engine এ চলে গেল,আমার‌ ট্যাবলেটে আর সাপোর্ট করতো না গেম। তখন আম্মুর মোবাইল এ দিনের একটা নির্দিষ্ট সময়ে pes খেলতাম। অনেক অনেক স্মৃতি জড়িয়ে আছে আমার এই গেমটির সাথে। এখনো কলেজের খাতা বের করলে শেষ পৃষ্ঠায় দেখা যাবে আমার স্কোয়াডের player দের নাম লেখা। একটা ঘটনা মনে পড়লো, NDC তে যখন পড়ি , একদিন স্যার জিজ্ঞেস করলেন তোমরা কেউ gaming করো? আমি দাঁড়িয়ে বলেছিলাম, জ্বি স্যার আমি Pes gamer . এরপর কলেজ লাইফ শেষ হলো, Admission phase শুরু হলো ,তখনো আমি আম্মুর মোবাইলে খেলতাম পেস। আম্মু condition দিয়েছিল মেডিকেলে চান্স পেলে আমাকে smartphone কিনে দিবে। অবশেষে আলহামদুলিল্লাহ মেডিকেলে চান্স পাই, আম্মু Realme GT Neo2 কিনে দেয়। ২০১৮-২০২৪ সাল পর্যন্ত আমার স্মৃতির একটা বড় অংশ দখল করে আছে এই গেমটি। ২০১৮ সালে নতুন ইভেন্ট, নতুন বক্স ,gift এগুলো নিয়ে আমার মধ্যে যেই excitement কাজ করতো , এখনো ৬ বছর পরেও same excitement কাজ করে। Pro evolution soccer থেকে efootball এর উত্থান সবকিছু নিজ চোখে দেখতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করি।
এতবছরে পেস খেলায় আমার সেরা মুহূর্ত ছিল thunder Messi,Ronaldo ,Neymar পাওয়া আর Ankara messi পাওয়া ।

Cobeg সম্পর্কে জানতাম কিন্তু বিস্তারিত জানতাম না। আমার এক বন্ধুর মাধ্যমে জানার পর ,trail দিয়ে একটি club এ join হই কয়েকদিন আগে। সবসময় division খেলা হয় বলে , tournament এর match গুলো খুব enjoy করি।
Pes নিয়ে আমার স্মৃতিচারণ করতে গেলে লিখে শেষ করা যাবেনা। আমি কৃতজ্ঞ Konami এর প্রতি, এতো সুন্দর, বাস্তবিক একটি game আমাদের উপহার দিয়েছে, আশা করি সামনে আরো improvement আনবে তারা। সবাইকে ধন্যবাদ আমার লেখাটুকু পড়ার জন্য। Happy Gaming.

Scroll to Top