PES ❤️ নিয়ে বলার কিছু নেই বলবো EFOOTBALL নিয়ে –
পেস সাথে পরিচয় আমার বন্ধু SABBIR কাছ থেকে কোন এক কুরবানি ঈদের চাঁদ রাতে বন্ধরা মিলে আড্ডা দিচ্ছি তখন বন্ধু দেখি গেম টাহ খেলতাছে যেহেতু রিয়াল লাইফে ফুটবল প্রতি একটাহ আবেগ ছিল সেখান থেকেই ভালো লাগা নিয়ে নিলাম গেমটাহ বন্ধু ১০ মিনিট দেখিয়ে দিলো এইতো চাঁদ রাত শেষ আমার সারা রাত সেই গেম খেল্লাম আর সকালে নামাজ পড়তে গেলাম। এইতো শুরু……
পরবর্তী পেসের গ্রুপ এ সার্চ দিয়ে জয়েন হলাম পরে পেইড টুর্নামেন্ট খেল্লাম চ্যাম্পিয়ন হলাম মজার ব্যাপার হলে ফাইনালে মুখোমুখি সেই Sabbir . সেখান শুরু পেস জগৎ বিস্তার
নিজে গ্রুপ করলাম একটাহ EPF ( eFootball PES FAMILY (Bangladesh) )
তারপর নিজে অনেক টুর্নামেন্ট করতাম টুর্নামেন্ট খেলতাম এরপর সেখান থেকে পরিচয় Mahadi Bai Sonnet Islam তাদের হাত দরে NPC জয়েন হলাম ক্লাব জগতে এন্ট্রি। তারপর নিজের গ্রুপ থেকে ক্লাব করলাম সবার রিকোয়েস্ট EPF WARRIORS কিন্তু জব এর কারনে সেটাহ কন্টিনিউ করতে পারলাম নাহ তারপর BNG.
BNG আমার ক্লাব জগতের সবচেয়ে সুন্দর সময় কাটালাম ভাই পেলাম অনেক গুলো লাভ উ ❤️ BNG কারো নাম বলবো নাহ সবাই সেরা ❤️ কিন্তু ভালো জিনিস বেশি কপালে সয় নাহ তাই হলো ক্লাব বিরতিতে গেলো এখন চলছে DES এ জীবন যুদ্ধ।
BNG হয়ে ফুটসাল খেল্লাম সবার সাথে দেখা + কমিউনিটি অনেক কাছ থেকে জানা শুনা।
আসেন কমিউনিটি COBEG এর প্রথম পরিচয় Rakibul Islam OvroNeel ভাইয়ের সাথে Al Amin ( Ep Almin ) ভাইয়ের গ্রুপের এক টুর্নামেন্ট থেকে সেই প্রথম Exl এর টুর্নামেন্ট আগমন Ovro ভাইয়ের হাত দরে। তারপর COBEG তে ASSOCIATE GROUP এর জন্য পোস্ট আমার গ্রুপ টাহ এড করলাম সেই থেকে এখন পর্যন্ত আছি। আমার গ্রুপ থেকে আয়োজিত EPF PREMIER LEAGUE COBEG তে এখন একটাহ সুন্দর স্থান করে নিয়েছে বর্তমানে তৃতীয় সিজন চলমান।
🙏 বিশেষ করে কারো সাথে টুর্নামেন্ট পরিচালনা ক্ষেত্রে যদি কোনো সমায় কথা কাটাকাটি হয় তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
COBEG PENEL ALWAYS সুন্দর কিছু করার লক্ষ্যে কাজ যাচ্ছে এবং সেই কাজে সহযোদ্ধা হতে পেরে আমি গর্বিত।
হয়তো পারিবারিক কারনে এখন একটু সময় কম পাই কিন্তু চেষ্টা করি এবং সামনে আপনাদের প্রত্যাশা অনুযায়ী যথেষ্ট সময় দেওয়ার 🙏
জীবন কিছু ভালো বন্ধু + ভাই পেলাম পেস এর কারনে – @Mahadi ❤️
Sultan Ahmed Mahmudul Hasan Ripon Nur Muhammad Emon Shadman Shakib Peyal Misbah Uddin Rifat Shuaib Seyam Masudur Rahman মোহাম্মদ নাজমুস সাকিব নাজমুস সাকিব শুভ Kawsar Rayan Rafsan Rahat Mahmudul Hasan Shanto Mohammad Ashraful Islam S M Akash Md Nobinur Hossain Abdullah Al Sifat RaHmaN JiM Rifat Al Hossain আল রাব্বি
আর নাম মনে মনে রেখে দিলাম ❤️
🔄 লেখায় ভুল গুলো সঠিক ভাবে পড়ে নিবেন
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ইফুটবলের সাথে যাত্রা : Jx Shakil
PES ❤️ নিয়ে বলার কিছু নেই বলবো EFOOTBALL নিয়ে – পেস সাথে পরিচয় আমার বন্ধু SABBIR কাছ থেকে কোন এক […]