ইফুটবলের সাথে যাত্রা : InJamam Hosen Rahat

আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার। আশা করি ভালোই আছেনআমার ইফুটবল এর যাত্রা শুরু হয় ২০২৩ এর জানুয়ারি মাসের প্রথম দিক […]

আসসালামু আলাইকুম,

কি অবস্থা সবার। আশা করি ভালোই আছেন
আমার ইফুটবল এর যাত্রা শুরু হয় ২০২৩ এর জানুয়ারি মাসের প্রথম দিক থেকে। নিজে নিজেই শুরু হয় এই যাত্রা। প্লেস্টোর ঘাটাঘাটি করতে করতে পেলাম এই গেইম। কিছুক্ষণ গেম খেলি, তখন তেমন মনে বসে নাই। সেইদিন রাতেই আমার ফ্রেন্ড Mukitul Islam Irham কে নামিয়ে দি এই গেইম। দুজন অনেক ম্যাচ খেললাম ওইদিন রাতে। ভালোই লাগছিল দুইজনেরি। এভাবে অনেক মাস চললো। তারপর আমার মুবাইল চুরি হয়ে যায়। অনেক খারাপ লাগতো গেইম খেলতে পারতাম না। তারপর ভাইয়ার দুইটা মুবাইল থেকে একটা আমি কিছুদিন ইউস করতে নিছিলাম। কইদিন পর উনার কাজের কারণে দিয়ে দিতে হয় মুবাইল। তারপর একটি নরমাল Samsung j5 মুবাইল ইউস করা শুরু। এভাবে প্রায় ৩ মাস গেইম খেলতে পারি নি। তারপর আব্বু বিদেশ থেকে আসে। আমার জন্য নিয়ে আসে মুবাইল। তারপর খেললতাম ইফুটবল অনেক কম। তারপর একটি গ্রুপে এড হয়। নাম VELOCITY DYNAMOS FC [ VDFC ]। তারপর এই ক্লাবে ট্রাইল দি Mohammad Sahed Ahmed  এর মাধ্যমে। ট্রায়েল এ বেস্ট একজন মানুষ ছিল Araf Rabby। উনার অনেক সহযোগীতার কারণে আমি ক্লাবে সিলেক্টেড হয়ে যায়। তারপর থেকে নিয়মিত গেইম খেলা। শাহেদ ভাই ধন্যবাদ। মিস করি আপনারে। ধন্যবাদ Forhad Talukder Siam ভাই। ক্লাবে আমাকে এমন সুন্দর পরিবেশ দেওয়ার জন্য। ভালোবাসা ক্লাবের সকল মেম্বার এর প্রতি।

ধন্যবাদ COBEG eFootBall Tournament Community আমাকে আমার গেইমিং জীবনের গল্প তুলে ধরার ব্যাবস্থা করে দেওয়ার জন্য। 🤎

Scroll to Top