ই ফুটবল গেইমের সাথে পথচলা একদম পেস এর শুরু লগ্ন থেকে। গেইম লঞ্চ হবে সামনে এরকম একটা নিউজ দেখছিলাম ইনডিপেনডেন্স চ্যানেলে, ব্যাস সেই থেকেই মনে ইচ্ছা যাগে এতো সুন্দর মোবাইল গেইম ও হয় তাও ফুটবল। ক্রেজি ফুটবল ফ্যান হওয়াতে এই গেইম খেলতে চাওয়ার নেশা পেয়ে বসলেও অই সময় ইন্সটল করা হয়নি৷ পরবর্তীতে ২০১৮ তে ইউটিউবে অনেক ঘাটাঘাটি করে খুজে বের করলাম কিভাবে গেইম টা নামানো যায়, উল্লেখ্য অই সময় বাংলাদেশ প্লে স্টোরে গেইম পাওয়া যেতোনা। প্লে স্টোরের ডাটা ক্লিয়ার করে অস্ট্রেলিয়া সার্ভার কানেক্ট করে গেইম ডাউনলোড দিলাম প্রথমবার। তবে তেমন ভালোমতো খেলা হতোনা, তখন কোনো কমিউনিটি সম্পর্কে জানাশোনাও ছিলোনা, মাঝে মাঝে ডাউনলোড দিয়ে খেলতাম আবার ডিলেট, আইডি লিনক করা টা পর্যন্ত না বুঝাতে পুরাতন আইডি আর পেতাম না। ফাইনালি ২০২১ এর আগস্টে গেইমে ব্যাক করা, এরপর ফেসবুকের কল্যানে আমাদের বাংলাদেশ এ এতো বড়ো গেমিং কমিউনিটি সম্পর্কে জানা, অনেক অবাক হইছিলাম গেইম নিয়ে এতোকিছু।
প্রথমবার ক্লাব নিয়ে পোস্ট গুলা দেখতাম, ইচ্ছা হলো ক্লাবে খেলার। একটা বিগ ক্লাবের রিক্রটমেন্ট পোস্টে কমেন্ট করে ট্রাইয়াল ম্যাচ খেল্লাম, তবে ছোট আইডি থাকাতে তারা সেলেক্ট করলোনা, এরপর একটা ক্লাবে বেশকিছুদিন ছিলাম। টুর্নামেন্ট ম্যাচ ও খেল্লাম তবে ড্রিম ছিলো নিজের কিছু একটা করা এই কমিউনিটি তে। তবে এলাকার একজন মানুষ বা পরিচিত কেউ গেইম না খেলাতে ক্লাব খোলার সাহস হচ্ছিলোনা, একদিন একটা পোস্ট করলাম যে ক্লাব খুলতে চাই, পোস্টে খুব ভালো রেসপন্স পেলাম। তখন থেকেই শুরু হলো আমার ক্লাবের যাথা, TM NIGHTMARES
কেউ কাউকে চিনতাম না, না পরিচিত, অথচ সেই সমস্ত মানুষ নিয়ে শুরু করলাম কমিউনিটি তে টিকে থাকার লড়াই। ইভেন প্রথম দিকে জানতাম না কোথায় গিয়ে ক্লাব রেজিষ্ট্রেশন করাবো, এই নিয়েও বহু জায়গায় ঘুরেছি। এক সময় ঘরোয়া টুর্নামেন্ট দিতে স্ট্রাগল করতাম, এখন কমিউনিটির সব ক্লাব নিয়ে নিজেদের ক্লাব থেকেও টুর্নামেন্ট অর্গানাইজ করেছি। সেই শুন্য থেকে শুরু করা ক্লাব এখন আলহামদুলিল্লাহ প্রতিটি কমিউনিটি তেই ধারাবাহিক ভাবে ভালো করে আসতেছে, এছারা আমাদের প্লেয়ার রাও তাদের পার্ফম্যান্স এর ছাপ কমিউনিটি তে ভালোভাবেই রেখে চলেছে।
ক্লাব, গেইম আর সেই পরিচিত মানুষ জন নিয়ে এই প্লাটফর্ম টা জীবনের একটা পার্ট হয়ে গেছে।
আগস্ট ২০২১ থেকে এখনো অব্দি, গেইম আনইন্সটল করা হয়নাই। সেই শুরু করা আইডি দিয়ে এখনো খেলে যাচ্ছি, দেখা যাক নিজ ক্লাব আর ক্লাবের মানুষ দের নিয়ে কতোদুর যেতে পারি!……
ইফুটবলের সাথে যাত্রা : Shezan Hossain
ই ফুটবল গেইমের সাথে পথচলা একদম পেস এর শুরু লগ্ন থেকে। গেইম লঞ্চ হবে সামনে এরকম একটা নিউজ দেখছিলাম ইনডিপেনডেন্স […]