ইফুটবলের সাথে যাত্রা : Fatin Mahtab Sani

আসসালামু আলাইকুমআমি আজকে আপনাদের সাথে আমার eFotball এর যাত্রা শেয়ার করব। আমি ২০২৩ সাল থেকে এই eFootball গেম খেলি। কিন্তু […]

আসসালামু আলাইকুম
আমি আজকে আপনাদের সাথে আমার eFotball এর যাত্রা শেয়ার করব। আমি ২০২৩ সাল থেকে এই eFootball গেম খেলি। কিন্তু এই গেমটির সাথে আমি পরিচিত অনেক আগে থেকেই, বলতে পারেন যখন এই গেমটি পেস নামে ছিল। তখন আমি ওই সময় আপনাদের জনপ্রিয় আপনাদের পরিচিত Niyaj Gaming এর সাথে বসেই খেলাটি দেখতাম, ও সহ অনেকেই এই গেমটি খেলতো আমি তখন তাদের সাথে বসে দেখতাম। তখন আমার মোবাইল ছিল না পরবর্তীতে আমি ২০২০ সাল এসএসসি পরীক্ষা দেওয়ার পর মোবাইল পাই। তারপর আমি ঢাকায় চলে আসি, আসার কয়েক দিন পর নিয়াজ কাকা আমাকে তার ইউটিউব চ্যানেলের লিংকটি দেয় তারপর আমিও গেমটা নামানোর চেষ্টা করি কিন্তু ব্যর্থ হই। পরবর্তীতে আমি Niyaj Babu কে মেসেজ দিলাম যে গেমটা কিভাবে নামাতে হবে তখন সে আমাকে বললো ভিপিএন দিয়ে নামাতে হবে বাংলাদেশ এখন Available না। পরবর্তীতে আমি আমি গেমটা ডাউনলোড দেই নাই। এর মাঝে Niyaj খেলতো Niyaj এর খেলা দেখতাম ফেসবুক ইউটিউবে কিন্তু খেলার তেমন মানসিকতা তখন ছিল না তখন FREE FIRE খেলতাম বেশিরভাগ। পরবর্তীতে ২০২৩ সালে আমার H.S.C পরীক্ষার পর আমার বন্ধু Redoyan Hossen আমাকে মেসেজ দিয়ে বলে চল এই eFootball খেলি। তখন আমি তাকে FREE FIRE খেলা শিখাতাম ও আমাকে PES এ নিয়ে আসে বা এই eFootball এ। তারপর ও আমাকে খেলায় ঢুকায় কিন্তু আমার Inspiration আসলে বলতে গেলে Niyaj Babu ছিল। পরে আমার বন্ধু আমাকে গেমটি ডাউনলোড করে দেয় গেমটি খেলা শিখায় মোটামুটি। তারপর আমি আস্তে আস্তে গেমটি খেলি বুঝতাম না বেশিরভাগ খেলতাম Ai ম্যাচ। পরবর্তীতে Niyaj কে বললাম কিভাবে খেলা ভালো খেলা যায় তখন Niyaj আমাকে বলল ডিভিশন ম্যাচগুলো খেলার জন্য। তারপর ডিভিশন ম্যাচগুলো খেললাম মোটামুটি খেলা শিখলাম। তারপর Niyaj বলল যে কোন একটি ক্লাবে ঢুকে যেতে যেখানে ছোট একটি ক্লাবে এর মাঝখানে আমি ইউটিউবিং ফেসবুকিং শুরু করি (Gaming Sani) কিছু কনটেন্ট দিতে থাকি। এই Inspiration টাও বলতে গেলে Niyaj থেকেই। Niyaj যখন আমাকে বলল কোন একটি ক্লাবের হয়ে খেলতে তখন আমি তাকে বললাম ক্লাবে কিভাবে ডুকবো আমি ক্লাব কই পাবো তখন সে আমাকে COBEG Community এর নাম বলে, তারপর আমি এখানে সাইন আপ করি তারপর অনেকগুলো ক্লাব থেকে মেসেজ আসে বিভিন্ন ফেসবুক গ্রুপে অনেক Requirement পাই ওখানে মেসেজ দিতাছি। অনেকগুলো ক্লাবে আমি ট্রায়াল দিছি। একটা মনে আছে আমি Crac Platoon এ Trial দিছিলাম ওখানে সম্ভবত তিনটি ম্যাচ খেলেছিলাম একটি ম্যাচ উইন হয়েছিলাম। তারপর হঠাৎ একদিন Mahfuzur Rahman ভাই আমাকে ইনবক্সে নক দেয় বলল যে ভাই আপনি কি ক্লাবে আসবেন, আমি ভাবলাম হয়তো উনিও Trial নিবে তো আমি বললাম ঠিক আছে অ্যাড দেন। তারপর দেখি উনি আমাকে গ্রুপে এড দিয়ে দিলেন ক্লাব গ্রুপটায়। পরে জানতে পারলাম ওই ক্লাবে (Warrior Squad efootball Club) এ আমি আগেই ট্রায়াল দিছি। তারপর আলহামদুলিল্লাহ অনেকদিন ক্লাবের সাথে ছিলাম আছি ইতিমধ্যে ভাই আমাকে ক্লাবের এডমিন প্যানেল যুক্ত করে নেয়, হঠাৎ একদিন মেসেজ পেলাম @Fatin Mahtab Sani You Are Welcome To Warrier Squad Club Admin Pannel. আমি অনেক খুশি হয়ে গিয়েছিলাম। এখনো আলহামদুলিল্লাহ ভাইদের সাথেই আছি ভাইদের ভালোবাসায় এবং ক্লাবের সকল সহকর্মী বা অন্যান্য টুর্নামেন্ট খেলে আলহামদুলিল্লাহ ভালই চলছে। তবে আমার কাছে সব চাইতে COBEG Community ভালো লাগছে এদের Dwtabase System বা Others All Features আমার কাছে ভালো লাগে। অন্যান্য Community যদি COBEG এর মতো হয় তাহলে eFootball Community আরো এগিয়ে যাবে। মজার কথা বলতে আমি এমনি ফ্রেন্ডলি মেসেজ জিতলেও টুর্নামেন্ট ম্যাচ কখনোই জিতি না তারপরও আমাকে ক্লাব থেকে এখনো পর্যন্ত কিছু বলাই হয়নি আমাকে সব সময় তারা সাহস দেয় বলতে গেলে Niyaj আমাকে আরো বেশি সাহস দেয় যে পারবি আস্তে আস্তে খেল এক সময় পেরে যাবি । এখনো Niyaj এর সাথে খালি মাঝে মাঝে, আপনাদের ভালোবাসায় Gaming Page টাও মোটামুটি মানুষ চিনে অনেকেই চিনেন আমাকে। এই ছিল আমার গল্প বেশি কিছু না আপাতত পড়ালেখার পাশাপাশি গেমটা খেলছি Content Continue করছি। দেখি কতদিন পারি আপনাদের দোয়ায় রাখবেন ভালোবাসায় রাখবেন। ধন্যবাদ Niyaj Babu সহ যারা আমাকে এই যাত্রায় সাহায্য করেছেন বা করেছেন।

Scroll to Top