আসসালামু অলাইকুম সকলকে,
কোবেগ কে ধন্যবাদ এরকম একটা কন্ডিশন দেয়ার জন্য। Giveaway তে নরমালি আমি পার্টিসিপেট করি না ভাগ্যের কারণে😓, তবে অনেকের দেখা দেখি আমার ও লেখার ইচ্ছা হলো।
২০১৮ তে আমরা মিরপুর ১ থাকতাম। বড় আপুর এক পরিচিত ভাই এর সাথে আমার ও ভালই পরিচয় ছিল, উনিও আমার মত গেম টেম খেলত। @Gazi Al Mahbub ভাইকে পুরান হয়তো অনেকেই চিনবেন। কিছু কারণে কেন যেন বড় ভাই আমাকে আনফ্রেন্ড করে দিসে তাই মেনশন দিতে পারলাম না😅। যাই হোক, আমি ফুটবল ভক্ত জেনে ভাইয়া আমাকে বাসায় এসে গেম ইন্সটল করে খেলা বুঝিয়ে দেয়। সাথে বলে নিউ আইডি টা দিয়ে আমি খেলতে কিছুদিন, আমার জন্য একটা আইডি উনি অলরেডি তৈরী করছে। তো পরবর্তীতে ওনার দেয়া ওই আইডি তেই খেলি (যেটা আমি রিসেন্টলি এক্সচেঞ্জ করি কোন এপিক বুস্টার না পেয়ে)।
১৮ তে শুধু কম্পিউটার ম্যাচ এ খেলা হতো বলা যায়, পরে ১৯ থেকে অনলাইন ম্যাচ খেলা শুরু করি সাথে বিভিন্ন টুর্নামেন্ট ও। তখন রেগুলার ছিলাম না, এই ২ বছর হলো আমি রেগুলার খেলি। ওই সময় Robiul Islam ভাই এর সাথে মিলে আমিও ফেসবুক গ্রুপে টুর্নামেন্ট হোস্ট করি। কিন্তু এর কিছু পরেই উনিও গর্তে আমিও গর্তে 😆। নইলে হয়ত এখন অনেক মানুষ আমাদের কে চিনতো। এরপর চালু হয় টিম আপ টুর, তারপর চালু হয় এই ক্লাব এর প্রচলন। যেহেতু তখন আমি রেগুলার না তাই কোন ক্লাব আমাকে এইভাবেই রাখবে কি না টা খুজতে খুজতে ঢুকি UNDEFEATED WARRIORS OF PES-UWP ক্লাবে। সেখানে একজনের সাথে পুর্ব পরিচয় থাকায় সে ও আমাকে রিকমেন্ড করে। বেশ অনেক দিন থেকে এরপর নিজের স্কিল এর কারণে যখন চান্স পাওয়া কষ্ট হয়ে যায় তখন অন্য জায়গায় যাই। ওহ এর আগে আরেকটা ক্লাবে ছিলাম যার অস্তিত্ব নেই বললেই চলে। ওই সময়টায় টিম ক্যাপ্টেন এর দায়িত্বেও থাকি বহু বার। এরপর Crystal Strikers এ যখন Robiul Islam vai আবার কমিউনিটি তে ব্যাক করার চিন্তা করে। ওই ক্লাব আনফর্চুনেটলি বন্ধ হয় পরে আসি El Madridista তে। সেখানেও ভালোভাবে বেশ কিছুদিন থেকে চলে আসি এই Legacy Lions Club -LLC-এ। সামনে ভাবছি নিজে ক্লাব খুলবো একটা।
আর ক্যারিয়ার স্ট্যাটস তো আপনারা জানেন ই (কিসুই নাই)। 🥲
আর এইসবের মাঝেই অনেকের সাথে পরিচয়, তাদের সঙ্গে অনেক ভালো সময় কাটানো, একটা আড্ডার জায়গা পাওয়া, সাথে motm নিয়ে কাড়াকাড়ি এই তো।
শেষে একটা ভালো উপদেশ, গেমকে গেমের জায়গায় রাখি, খুব সিরিয়াস হওয়ার কোন কারণ নেই। আর গেমের কারণে যেন আমাদের ব্যক্তিগত জীবনে প্রভাব না পড়ে। গেমের পিছনে সময় দিতে গিয়ে যেন আমরা যাদেরকে আসলে সময় দেয়া উচিৎ তাদেরকে বঞ্চিত না করি। আর গেম যদি আপনার পেশা ই হয়ে থেকে, তাহলে যেন পেশা থেকে নেশা না হয় সেটাও মাথায় রাখি।
জানি কেউ পড়ার কথা না তবুও লিখলাম অনেক সময় নিয়ে🥱
আর সবাই আমার জন্য দোয়া করবেন। এইটুকুই আর বেশি বড় করলাম না।😁