২০১৯-২০ এই সময়ে আমি ফুটবলের প্রতি আগ্রহ। এবং আমি তখন ফুটবল গেম Dream League Soccer বা DLS খেলতাম আমার মামা-মামির ফোনে। কারন তখন৷ DLS খেলার মতো ফোন আমার কাছে ছিলো না। এরপর আমি ২০২১৯ সালের ডিসেম্বর এর দিকে আমার ভাইয়া একটা ফোন দেয় বলে আমার জন্য একটা মোবাইল পাঠাবে সৌদি থেকে । তখন আমি অনেক খুশি ছিলাম। এর পর ফোনটা আমার মামা সৌদি থেকে আসার সময় আনে এবং আমাকে দেয়। আমি ফোন খুলতেই DLS ইনস্টল করি বাট আমার ফোনে DLS অনেক ল্যাগ দিচ্ছিলো।
তাই আমি ফালতু সব ফুটবল গেম, প্রো লিগ সকার,ফিফার মতো এসব গেম খেলে সময় কাটাতাম। ২০ সালের শুরুর দিকে আমাদের এলাকার পুরনো একজন প্লেয়ার সিয়াম ভাইয়ের ছোটভাই আমার বন্ধু বললো ইফুটবল গেম আছে অস্থির গেম। তখন মেয়বি বাংলাদেশ সার্ভারে ইফুটবল ছিলোনা,সে সময় আমি ইউটিউব দেখে অনেক APK নামাই কোন লাভ হয় না। গেমে ঢুকতে দেয় না। তখন হাল ছেড়ে দিছি। এরপর ২১ সালের গেমটা taptap এ্যাপ দিয়ে ডাউনলোড না হওয়ায়। জার্মানি ভিপিএন লাগায়ে ডাউনলোড দিছি। পরে বহু কয়েকদিন খেললাম। এরপর একদিন রমজান মাসে মাগরিবের নামাজের আগে এলাকার বড় ভাই Ahsan Ifti ভাই জিগ্গেস করলো তুই কি কি গেম খেলস আমি বললাম ইফুটবল। তখন উনি বলল ভালো আমিও খেলি ।
এরপর রমজান মাসে উবাকে গেম খেলার সময় নামাজ ৮-১০ রাকাত পড়ে উনি বাহিরে গেম খেলতো পরে আমিও বসে বসে দেখতাম। আরেকদিন আমি বাড়ীর পাশের রায়হান ভাইকে গেম ডাউনলোড করে দিয়ে ১v১ ফ্রেন্ডলি খেলছিলাম। উনি দোকানে যাওয়ার সময় দেখে বললো আব্দুল টুর্নামেন্ট খেলবি। পরে আমি বললাম খেলমু। উনি দেখালো কিভাবে টুর্নামেন্ট করে কিভাবে ম্যাচ ড্র দেয়। ইনার মাধ্যমে আমি পেসের কিছু ফেসবুক গ্রুপে ঢুকে কমিউনিটির সম্পর্কে জানতে পারি। এরপর BD Ultras ফুটবল সমর্থকগোষ্টীর একজন এডমিন ইয়াসিন ভাই যাকে নিউজ ২৪ এর মতো টিভি চ্যানলে ইন্টার ভিউ নেয় সেই ইয়াসীন ভাইয়ের কিংস এরেনা ক্লাবে ঢুকি। কিন্তু কয়েক দিন খেলে নিজেই EFG ক্লাব খুলি। তখন আমি রেজিস্টেশন কেমনে করে কি কি দিতে হয় কিছুই জানতাম না,সেসব কিছু আমাকে শিখিয়ে দেয় ইয়াছিন মোল্লা ভাই😍।
এরপর Iftu Shamul ভাই আইডি বেচার জন্য আমাকে ইনবক্স করে তখন আমি কিছু না বুঝেই টাকা সেন্ড করে আইডি খুজি উনি বললো তোমার টাকা মেরে দেব। আমি ভয়ে উনারে ভয়েস দিলাম। এবার উনি বললো আরে মজা করতেছি। তখন উনি আইডি পাসওয়ার্ড দিলো। তবে একদিন আমি EFG ক্লাবটা বন্ধ করে ক্লাব খুজি,, তখন Iftu Shamul ভাই বললো আমাদের ক্লাব PPC আছে। PPC তে ঢুকেই বুঝতে পারি কমিউনিটি টা অনেক ফ্রেন্ডলি। পিপিসির সবাই আমাকে পছন্দ করতো এবং সেটাই ছিলো আমার সবচেয়ে প্রিয় ক্লাব। এভাবেই কমিউনিটি তে প্রবেশ করি।
আমার প্রথম খেলা ইফুটবল টুর্নামেন্ট ছিলো @Ahsan Ifti ভাইয়ের ব্যাটারি গলি গ্রুপের টুর্নামেন্ট যেখানে উনার ফ্রেন্ডসরা সবাই খেলছিলো।
ধন্যবাদ,ইফতি ভাই❤️
ধন্যবাদ,ইফতু ভাই❤️
ধন্যবাদ,ইয়াসিন ভাই❤️