সময়টা ছিল ২০১৯। আমার মামাতো ভাই বললো ‘তোকে একটা ফুটবল গেম ডাউনলোড করে দেই। আমি বললাম আচ্ছা দাও। তখন থেকেই আমার পেস/ইফুটবলের যাত্রা শুরু হয়।
তারপর গেম খেলে অনেক মজা পাই। তখন বড় ভাইরা ছোট খাটো টুর্নামেন্ট ছাড়তো সেগুলে খেলতাম। ধীরে ধীরে আমি আমার বন্ধু, বড় ভাইদের বলি গেম নামাতে। সবাই মিলে টুর্নামেন্ট খেলতাম আড্ডা দিতাম অনেক ভালো লাগতো।
হঠাৎ একদিন আমার Mahmud Moinuddin Prince বলে যে Reduanul Islam টেক্ট করছে রিপ্লাই দিও। আমি আচ্ছা বলে ভাই এর সাথে কথা বললাম। তখন ভাই তার ক্লাবে জয়েন করার জন্য আমার ট্রায়াল নিল। সেখান থেকেই Exotic Eliminators -এর সাথে যাত্রা শুরু।শুরুতে বুঝতাম না ক্লাব কি জিনিস কিভাবে সব কিছু ম্যানেজ করা হয়। ধীরে ধীরে ভাই আমাকে সব কিছু শিখিয়ে দিল এবং ক্লাব পরিচালনার দায়িত্বটা নিয়ে নিলাম। পরবর্তীতে আমি আমার সবটা দিয়ে ক্লাব কে এগিয়ে নিয়ে যাওয়ার যথেষ্ট চেষ্টা এবং সময় দিয়েছি।
পরবর্তীতে কিছু সমস্যা থাকার কারণে Exotic Eliminators -এর সাথে যাত্রা আমার শেষ করতে হলো। আমি আমার old-ক্লাব মেম্বার দের অনেক মিস করি। তাদের সাথে হয়তো খুব দ্রুত মিট হবে।
Exotic Eliminators- থেকে বের হওয়ার পর কিছু ভাইদের নিয়ে আমরা El Phenomenon — ELP আরেকটি ক্লাব খুলি। যেখানে কিছু আমাদের Exotic -এর প্রাক্তন প্লেয়ার আছে। El Phenomenon – এজয়েন হওয়ার পর Tahsin Reza Riyad এর সাহায্যে কবেগ অফিসিয়াল হওয়ার সুযোগ হয়।
সব শেষে সকল ভাইদের ধন্যবাদ দিতে চাই যারা আমার পাশে ছিলেন এবং আছেন।
লেখাটা হয়তো সুন্দর করে গুছিয়ে বলতে পারিনি সুতরাং ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন।
Soyeb Mohammed Ahad
SI A M
Syead Ahmed Samir
Yeasir Arafat Mahi
অসংখ্য ধন্যবাদ আপনাদের।