sTs Club Championship Final: El Galacticos (EG) vs Munshiganj Rule Breakers (MRB)

STS_CHAMPIONSHIP হাল আমলে Zen-Z এর শেষ দশকের প্রজন্ম সাকিব-তামিম কে দেখে বড় হলো। তাদের ধারনা বাংলাদেশ ক্রিকেট মানেই সাকিব-তামিম। এর […]

STS_CHAMPIONSHIP

হাল আমলে Zen-Z এর শেষ দশকের প্রজন্ম সাকিব-তামিম কে দেখে বড় হলো। তাদের ধারনা বাংলাদেশ ক্রিকেট মানেই সাকিব-তামিম।

এর বাইরে আরেকটু দূরে তাকালে – বর্ডার এর ঐ পাশে ইন্ডিয়া। সেখানে “ক্রিকেট ইশ্বর” অবসরে গেলেও – তার অবিনশ্বর কীর্তি কে চোখা রাংগাচ্ছে ভিরাট কোহলি!

হাল আমলের প্রজন্মের কাছে টাফেস্ট টিম মনে হতে পারে ইন্ডিয়া কে, কারো কারো কাছে অস্ট্রেলিয়া কে।

এই প্রজন্ম যেটা দেখেনি সেটা হলো – একদা রিকি পন্টিং এর একটা “অস্ট্রেলিয়া টিম” ছিলো। বা দেখলেও সেভাবে অনুভব করে নি।

তো সেই টিমের সাথে অন্যান্য টিমের ফারাক ১৯/২০ ছিলো না, ফারাক ছিলো মোটাদাগের, একেবারে চোখে লাগার মত।

একটা পর্যায়ে এই দলটাকে জিততে দেখলে বিরক্ত লাগতো।

মানে শুধু জিতই চলছে জিতেই চলছে। ক্রিকেটের আতুর ভূমি ইংল্যান্ড ও পাত্তা পাচ্ছে না 🤧🤧

ইফুটবলের বয়ানে ক্রিকেট কেনো?????

যে কোন ইভেন্ট এর ফাইনাল এর পোস্ট দিতে গিয়ে এল গ্যালাক্টিকোস কে দেখে আমি এখন সেইম ফীল পাচ্ছি।

থ্যাংস Fattah Fuad Efat & Shah Aziz এন্ড টিম কে অনেক পুরানো ফিলিং রিভাইভ করার জন্য।

Shock The System তথা STS এর এই ফাইনালে উঠতে – EG এর কাছে হাতে শক খেয়েছে কোয়াটারে @Gangs of PSB ( রাজিন রুবায়েত মুন্নী সাহা কলিং ইউ 🥴) আর সেমিতে @Chattogram Efootball Club (CEC) – আনিসুল বদ্দা কেনে চলর 🤐

ওদিকে ফাইনালের অপর প্রতিপক্ষ @Munsiganj Rules Breaker ।

রুলস কী কী ব্রেক করেছে সেসব না হয় চেক ব্যাক করে নিচ্ছি কিন্তু – TPT আর ফোর্সা বার্সার যে হার্ট ব্রেক করেছে – সেটা নিস্বন্দেহে বলা যায়।

Mahmudul Hasan Ripon আর Azizul Haque Jouel বলতেই পারে – “আমগো জ্ঞেবন টা লস না এন্ট্রি ফি ডাই লস 🤒🤒”

লাভ লোকসানের সকল হিসাবে শেষে – যেটা সবার প্রাপ্য সেটা হলো:

______________ #অভিনন্দন ❤️❤️❤️

অভিনন্দন ফাইনালিস্ট ২ টিম কে, নক আউটে ওঠা টিম গুলো কে।

=====🔷

শামিম ভাই পালিয়ে গেলেও – তার অমর সৃষ্টি নিয়ে দ্বীমত নাই।

“খেলা হবে, খেলা হব্বেএএ” বলতে বলতে – কখন যে অফ সাইড ট্র‍্যাপ এ পা দিয়ে ( এই যায়গায় দম নিয়ে পড়বেন 🤐) ধরা খেয়ে গেলেন টেরও পান নাই।

EG ফাত্তাহ ফুয়াদ আর MRB ক্যাপ ইমদাদুল সোহান নিস্বন্দেহে তাদের খেলার ছক আকছেন – আসন্ন ফাইনাল কে কেন্দ্র করে।

EG এর সামনে মাদ্রিদ এর উচল এ পালক লাগানোর মত করে তাদের ট্রফি ক্যাবিনেট ভারী করার সুযোগ।

ওদিকে – MRB এর সামনে নিজেদের অস্তিত্ব এলান করার – ( আমরা আসছিই………) অসাধারন এক প্ল্যাটফর্ম।

অগ্রীম শুভকামনা উভয় টিম কে।

Scroll to Top