Reality BID | Tournament Details

প্রাইজপুল

প্রাইজমানি বণ্টন (স্পন্সর থেকে প্রাপ্ত ৭০০০ টাকা)

চ্যাম্পিয়ন টিমকে ৫০% দেয়া হবে।
রানার্সআপ টিমকে ২৫% দেয়া হবে।
তৃতীয়স্থান অর্জনকারী টিমকে ১৫% দেয়া হবে।
চতুর্থস্থান অর্জনকারী টিমকে ১০% দেয়া হবে।

প্রাইজমানি বণ্টন (বিড থেকে প্রাপ্ত খরচ থেকে)

প্লেয়ারদের ২০% করে দেয়া হবে।
গ্রুপ পর্বে বাদ যাওয়া ৪টিমকে ৪% করে মোট ১৬% দেয়া হবে।
চতুর্থ স্থান অর্জনকারী টিমকে ৮% দেয়া হবে।
তৃতীয় স্থান অর্জনকারী টিমকে ১০% দেয়া হবে।
রানার্সআপ টিমকে ১৫% দেয়া হবে।
চ্যাম্পিয়ন টিমকে ২৭% দেয়া হবে।
ম্যাচ অফিশিয়াল ও এডিটরদের পুরষ্কার হিসেবে ৪% দেয়া হবে।

দল গঠন

  • সর্বনিন্ম ২০জন প্লেয়ার কিনতে হবে এবং সর্বোচ্চ ২৫জন প্লেয়ার কিনতে পারবে।
  • সর্বনিন্ম ১৫,০০০ টাকা খরচ করতে হবে এবং সর্বোচ্চ ৩০,০০০ টাকা খরচ করতে পারবে।

প্লেয়ার প্রাইস

  • বেইস প্রাইজ দিয়ে বিড শুরু হবে এবং বিডিং এ প্রতি ধাপে নূন্যতম ৫০করে ও প্রাইজ হাজারের বেশি গেলে নূন্যতম ১০০করে বিড বাড়াতে হবে।
  • একটি খেলোয়াড়কে পেতে সর্বোচ্চ বিডার বিজয়ী হবে।
  • যারা মালিক হিসেবে নিবন্ধিত হবেন তারা খেলোয়াড় হিসেবে অংশগ্রহণ করতে চাইলে Overall র‍্যাংকিং অনুযায়ী ফিক্সড প্রাইস প্রদান করে নিজের দলের হয়ে টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবেন। নতুবা তারা টুর্নামেন্টে প্লেয়ার হিসেবে অংশগ্রহণ করতে পারবে না। Rank 1-10: ৳6000, 11-20: ৳5,500,  Rank 21-40: ৳5,000, Rank 40-80: ৳4,000, Rank 80-150: ৳3,000, Rank 151-300: ৳2,000, Rank 301-500: ৳1,000, Rank 501-2000: ৳700, Rank 2000+: ৳500

প্লেয়ার রেজিষ্ট্রেশন ও বিড

  • ওভারঅল র‍্যাংকিং-এ ১০ বা তার বেশি ম্যাচে অংশগ্রহণকারী সবাই রেজিষ্ট্রেশন করতে পারবে। তবে রেজিষ্ট্রেশন লিস্টে র‍্যাংকিং অনুযায়ী টপ ৪০০ জনের দুই পর্বে বিড হবে।
  • দুইদিনের বিড শেষে যারা বিডে আনসোল্ড থাকবে এবং র‍্যাংকিং অনুযায়ী ৪০০ এর পরে যারা থাকবে তাদেরকে দল মালিকরা আলাদা ভাবে চয়েজ করতে পারবে।
  • চয়েজ লিস্ট প্রকাশের জন্য তৃতীয় বিড পর্ব অনুষ্ঠিত হবে। একই প্লেয়ারকে দুই বা তার অধিক মালিক চয়েজ করলে পুনরায় উক্ত প্লেয়ারের লাইভ বিড হবে। যদি একজন মালিক চয়েজ করে তবে বেইজ প্রাইজ অনুযায়ী সে ঐ প্লেয়ারকে পেয়ে যাবে।

টুর্নামেন্ট পেমেন্ট

  • পেমেন্ট করার শেষ সময় এপ্রিল ২০।
  • পূর্ণ পেমেন্ট দেয়া ব্যতীত ম্যাচে অংশগ্রহণ করার কোনো সুযোগ নাই। পেমেন্ট দিতে ব্যর্থ হলে ম্যাচ অটো লস এবং প্রয়োজনে ডিসকোয়ালিফাই করা হবে। সেক্ষেত্রে কোনো এক্সকিউজ বা কিছু শোনা হবে না। বরং এই বিষয়ে আমরা কঠোর সিদ্ধান্তে যাবো ফর শিওর।
  • আমাদের প্রাইজপুল সকল টিমের জন্য বন্টন করা হয়েছে। যদি কোনো টিম পেমেন্ট দিতে ব্যর্থ হওয়ায় ডিসকোয়ালিফাই হয় তবে তারা কোনো টাকা ফেরত পাবে না এবং প্রাইজপুলের আওতায় আসবে না এবং তাদের প্রদেয় টাকা থেকে আগে প্লেয়ার পেমেন্ট কমপ্লিট করে বাকিটাকা প্রাইজপুলে যুক্ত হবে।সেক্ষেত্রে প্রাইজপুল কমে যাবে।

টুর্নামেন্ট ফরম্যাট

  • আইপিএল ফরম্যাটে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
  • প্রথম রাউন্ডে প্রত্যেক দলের সাথে প্রত্যেকের দুই বার দেখা হবে। প্রত্যেক ম্যাচ ভ্যালু সমান অর্থাৎ উইন ৩, ড্র ১ পয়েন্ট পাবে এবং পয়েন্টস টেবিলে কাউন্ট হবে।
  • সকল ম্যাচ শেষে পয়েন্টস টেবিলের শীর্ষ ২টিম সেমিফাইনাল ১ এ মুখোমুখি হবে এবং ৩ ও ৪ নাম্বার টিম এলিমিনেটর ১ এ মুখোমুখি হবে। সেমিফাইনাল ১ এ জয়ী দল সরাসরি ফাইনালে উত্তীর্ণ হবে এবং পরাজিত দল এলিমিনেটর ২ নাম্বার ম্যাচে মুখোমুখি হবে এলিমিনেটর ১ এ জয়ী দলের বিপক্ষে। এলিমিনেটর ২ এ জয়ী দল সরাসরি ফাইনালে উত্তীর্ণ হবে।
  • পেমেন্ট ইস্যু সলভ হলে টুর্নামেন্ট শুরু হবে এবং আনুমানিক ৬০-৭৫দিনের মধ্যে সম্পন্ন হবে।
Note: Rules and regulations may be updated, modified, or amended at any time without prior notice. It is the responsibility of all relevant parties to stay informed of any changes and ensure compliance with the most current version.