⛔Registration post
….:::::COBEG League:::::….
Prizemoney: Entry fee+3000.
Entry Fee: 150
Total Slot: Unlimited.
Only Academy Team
COBEG এর অন্যতম প্রধান টুর্নামেন্ট COBEG League. মেইন টিমের পাশাপাশি একাডেমী টিমের জন্যেও লীগ চলমান থাকবে। এবং একাডেমী টিম থেকে কোয়ালিফাই করা টিমের জন্যেও থাকছে Super League, Champions League, Super Cup ইত্যাদি খেলার সুযোগ। আপাতত আমাদের পরিকল্পনা রেজিষ্টারকৃত টিম গুলোকে ২ টা লীগে ভাগ করে ম্যাচ পরিচালনা করা। তবে টিমের সংখ্যা বেশি হইলে লীগ বাড়বে।
রেজিস্ট্রেশন প্রসেস:
১. রেজিঃ কার্ড ইডিট করে রেজিস্ট্রেশন পোস্টে কমেন্ট করতে হবে(পোস্ট করার প্রয়োজনীয়তা নাই)।
২. ক্যাপ গ্রুপ থেকে পেমেন্ট নাম্বার কালেক্ট পেমেন্ট কনফার্ম করে রেজিস্ট্রেশন করতে হবে।
৩. ইনবক্স এ কোন স্লট রাখা হবে না। যারা রেজিঃ কনফার্ম করবে শুধুমাত্র তারাই খেলতে পারবে।
Poster: Mahfuzur Rahman
