COBEG District Final at Stake: Dhaka vs Tangail Battle for District Supremacy!

‘অশিক্ষিত’ সিনেমাতে অভিনেত্রী এর গলাতে যখন শুনা যায়, ” ঢাকা শহর আইসা আমার আশা পুরাইছে ” – কথার প্রমাণ আদৌ পাওয়া যায়, যখন প্রাণের এই শহরে ব্যাস্ততার কারনে তিল পরিমাণ জায়গা পাওয়া যায় না।দেশের প্রধান শহর হবার কারনে যখন ঢাকাবাসী এই নিয়ে বড়াই করে, ঠিক তখনই দেশের উত্তর বঙ্গের প্রবেশদ্বার খ্যাত ‘টাঙ্গাইল’ জেলার বাসিন্দাদের সুরে শুনা যায়, “নদী-চর , খাল-বিল, গজারি বন! টাঙ্গাইল শাড়ী তার গরবের ধন!”
———————————————-

‘ ক্লাব ‘ ভিত্তিক লড়াইয়ের গণ্ডি COBEG অনেক আগেই সবার সামনে তুলে ধরেছে, নিজের ক্লাব কে সেরা প্রমান করার লড়াই আমরা সবাই দেখেছি। কিন্তু লড়াই টা এইবার কিছুটা গৃহ যুদ্ধে পরিণত নেয়, কেননা লড়াইটা ক্লাব এর গণ্ডি পেরিয়ে ছেয়ে গেছে নিজের জেলা কে সেরা প্রমাণ করা নিয়ে।

নিজের দেশকে যেমন প্রতিটা মানুষ ভালোবাসে, জন্ম নেওয়া সেই জেলাকে সে কতটা প্রাধান্য দিবে তা আর বলার বাকি নেই কিছু । আজ থেকে কয়েক মাস আগে “The Magpies PNG” কর্তৃক স্পনসরকৃত , ৬৪ টি জেলা নিয়ে শুরু হয় এই গৃহযুদ্ধ! অনেক চড়াই উৎরাই পার করে অবশেষে, ‘ COBEG DISTRICT TOURNAMENT ‘ এ সেরা ২ জেলা তাদের জায়গা দখল করে নেয়। বলাই বাহুল্য ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে, দেশের রাজধানী ‘ ঢাকা ‘ এবং উত্তরের প্রবেশদ্বার ‘ টাঙ্গাইল ‘ ।

একটু খানি যদি পিছনে ফিরে যাই, সেমি ফাইনালের যাত্রাটা অত সহজ ছিলো না। শুরু থেকে দাপটের সহকারে জয় তুলে নিতে থাকা ‘ ঢাকা ‘ এর মুখোমুখী হয় ‘ সিলেট ‘ এর সাথে। দুই লেগ মিলিয়ে ৪৭-২৩ পয়েন্টের সহজ জয়ে ফাইনালে নিজেরে শক্ত অবস্থান তুলে ধরে তারা।

অন্যদিকে, ২ লেগের সেমি ফাইনালে টাঙ্গাইল তার প্রথম ধাক্কা টা খায় প্রতিপক্ষ দল ‘ গাজীপুর ‘ এর নিকট থেকে। ৩ পয়েন্টের ব্যাকফুটে থেকে ও ২য় লেগ শেষে ৬ পয়েন্টের ব্যবধানে জয় নিয়ে মোট ৩৫-৩২ এর জয়ের কামব্যাক ই তাদের মনোবল এর বার্তা দেয় ফাইনালে।

এরই সাথে শ্রেষ্ঠত্বের ৩য় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখী হবে ‘ সিলেট ‘ এবং ‘গাজীপুর ‘ জেলা।

মজার বিষয়, দুইটি আলাদা জেলা হলেও, ‘ টাঙ্গাইল ‘ জেলাকে ‘ ঢাকা ‘ বিভাগের সর্ব বৃহৎ জেলা বলা হয়ে থাকে।

এই যেনো ‘ রাশিয়া – ইউক্রেন ‘ এর মিনি ভার্সন ফিরে আসছে COBEG DISTRICT TOURNAMENT এর FINAL এর মধ্য দিয়ে।

ঢাকা এর জন্য লক্ষ্য থাকবে কেন তারা দেশের রাজধানী তা প্রমান করার ! অপরদিকে বিভাগের বড় জেলার পরিচয় থেকে বের হয়ে এসে নিজেদের নাম COBEG এর DISTRICT TOURNAMENT এর চ্যাম্পিয়ন হিসেবে নাম লিখাতে ভুল না করার ই চেষ্টা করবে ‘ টাঙ্গাইল ‘ ।

ফাইনালের মঞ্চ ইতোমধ্যে সাজানো হয়ে গেছে । অপেক্ষা শুধু ট্রফি এর মধ্যে বিজয়ী দলের নাম খোদাই করার ! এবং তার জন্য অপেক্ষা করতে হবে ০৬ তারিখ পর্যন্ত ! ফাইনালের জন্য শুভ কামনা দুই দলকেই । 🍀

🚨𝐌𝐀𝐓𝐂𝐇𝐃𝐀𝐘 :
06 𝐌𝐚𝐲, 𝟐𝟎𝟐𝟓🚨

🚨 𝐓𝐇𝐄 𝐅𝐈𝐍𝐀𝐋 🚨
♦️𝐃𝐡𝐚𝐤𝐚 🆚 𝐓𝐚𝐧𝐠𝐚𝐢𝐥♦️
———————————————————————-
📣 𝐓𝐡𝐢𝐫𝐝 𝐏𝐥𝐚𝐜𝐞 📣
♦️𝐒𝐲𝐥𝐡𝐞𝐭 🆚 𝐆𝐚𝐳𝐢𝐩𝐮𝐫 ♦️

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *