COBEG GOAL OF THE WEEK

প্রতি ম্যাচডেতেই কয়েকশ গোল হইতেছে। কেউ কেউ আবার ৮,৯,১০+ গোল পর্যন্ত দিতেছে। এত গোল দিয়ে দিয়ে কি লাভ যদি কোন […]

প্রতি ম্যাচডেতেই কয়েকশ গোল হইতেছে। কেউ কেউ আবার ৮,৯,১০+ গোল পর্যন্ত দিতেছে। এত গোল দিয়ে দিয়ে কি লাভ যদি কোন আলাদা পুরস্কার বা রিকগনিজশন থাকে??

আগামীকাল হতে শুরু হতে যাচ্ছে COBEG Goal of The Week প্রতিযোগিতা। প্রতি সপ্তাহে সেরা গোল স্কোরার পাবেন আমাদের থেকে সামান্য উপহার যেইটা পোস্টারে উল্লেখ করা আছে।

রুলস একদম সিম্পল:
১. অবশ্যই COBEG ম্যাচের ভিডিও হইতে হবে।
২. প্লেয়ার প্রোফাইল দিয়ে ভিডিও পোস্ট করতে হবে(পেজ থেকে করা ভিডিও কাউন্ট হবে না)।
৩. ভিডিও ইচ্ছামত ইডিট করতে পারবেন তবে কপিরাইট আছে এরকম কোন গান ব্যাবহার করতে পারবেন না।
৪. প্রতি পোস্টে শুধুমাত্র একটা গোলের ভিডিও দিতে পারবেন। আলাদা আলাদা গোলের জন্য আলাদা পোস্ট দিতে হবে

বিজয়ী নির্ধারন:
নির্দিষ্ট বিচারক বা অন্য কোন ওয়ে তে যাবো না। সরাসরি অডিয়েন্সই থাকবে এবার আমাদের বিচারক প্যানেল এ।
কিভাবে: সোজা হিসাব ভাই(গ্রুপে কোন বোন নাই), যেই পোস্টে সবথেকে বেশি রিয়্যাক্ট আসবে সে বিজয়ী।

ম্যাচের ভিতর বা হাইলাইট যেকোন ভিডিও দিলেই হবে। তবে তা অবশ্যই COBEG ম্যাচ হতে হবে। তো ব্রাদার্স শুরু হয়ে যাক আজ থেকেই..

প্রতি শুক্রবার থেকে বৃহস্পতিবার COBEG সপ্তাহ কাউন্ট করা হয়। প্রতি শুক্রবার বিজয়ী নির্ধারণ করে পুরস্কার বুঝিয়ে দেওয়া হবে।

পোস্ট খুঁজে পাওয়ার জন্য প্রতি সপ্তাহে আলাদা আলাদা হ্যাশট্যাগ ব্যবহার করা হবে। প্রথম সপ্তাহের জন্য #COBEG_GOTW43_2024
হ্যাশট্যাগ ব্যাবহার করবেন। এবং পরবর্তীতে 44,45,46 এভাবে কন্টিনিউ হবে।

Scroll to Top