COEG Updates 2025

২০২৪ সিজনের মাঝামাঝি সময়টা আমাদের খুব ভালো সময় গেছে। প্রচুর টুর্নামেন্ট ও ম্যাচডে হয়েছে। তবে গত কয়েকমাসের ব্রেকডাউনে সকল কার্যক্রম […]


২০২৪ সিজনের মাঝামাঝি সময়টা আমাদের খুব ভালো সময় গেছে। প্রচুর টুর্নামেন্ট ও ম্যাচডে হয়েছে। তবে গত কয়েকমাসের ব্রেকডাউনে সকল কার্যক্রম মুখথুবড়ে পড়েছে। অনেকগুলো টুর্নামেন্ট নক-আউট রাউন্ডে এসে থমকে আছে। সবার আগ্রহের ডিস্ট্রিক্ট টুর্নামেন্ট এখনো শুরু করতে পারি নি। কমিটি মেম্বারদের প্রচুর পরিশ্রম পরেও সিজনের আশানুরূপ সমাপ্তি দিতে পারছি না। ওভারঅল সিজন শেষে আমাদের পরিশ্রমের ফলাফল নেই বললে চলে। বিষয়টা আমাদের ব্যথিত করতেছে।

২০২৫ আপডেট সন্নিকটে। কমিউনিটির সিজন আপডেট হবে। নতুন সিজনে কোনো নতুনত্ব আনার পরিকল্পনা এখনো নেই। কিংবা প্রয়োজনবোধ করতেছি না। মূলত দুইটা বিষয়ে ফোকাস দিচ্ছি। ১. টুর্নামেন্ট ব্রেকডাউন কমানো। ২. বাগ-লেস এন্ড ইউজার ফ্রেন্ডলি সিস্টেম।

*. ব্রেকডাউন কমানোর জন্য আপনাদের সবার ম্যাচ সম্পন্ন করার স্বদিচ্ছা প্রয়োজন। আশা করি আপনারা স্বদিচ্ছা প্রদানে সম্মত হবেন।
আমাদের কিছু পরিকল্পনা আছে। বিশেষভাবে বলতে হয় যে আমরা দুইজনকে দায়িত্ব দিয়েছি যারা শুধুমাত্র নকআউট রাউন্ডের আপটেড বিষয়ে কাজ করবে এবং দ্রুত টুর্নামেন্ট সম্পন্ন করবে।
এছাড়া ক্লাবের মেজরিটি প্লেয়ারের অবস্থানের উপর ভিত্তি করে ক্লাব লোকেশন (জেলা) তথ্য নেয়া হবে। কোনো জেলায় ভয়াবহ ইন্টারনেট সমস্যা বা দূর্যোগজনিত সমস্যার তথ্যের উপর ভিত্তি করে শুধু ঐ জেলাভিত্তিক ক্লাবগুলোর ম্যাচডে বন্ধ রেখে সিস্টেম ব্রেকডাউন কমানোর চেষ্টা করবো।

*. নিয়মাবলি ও ডাটাবেজ অপশনে তেমন কোনো নতুনত্ব আসবে না। নিয়মাবলির কিছু পরিবর্তন, ডাটাবেজ বাগ দূর করার কাজ করা হবে। যার ধারাবাহিকতায় আমাদের ওয়েবসাইট পেইড হোস্টে মুভ করার কাজ চলমান আছে।

সর্বোপরি ২০২৪ সিজনের ব্যর্থতার জন্য কমিটির পক্ষ থেকে আমি সবার কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করতেছি। আশা করি পুরনো ল্যাগিংস থেকে শিক্ষা নিয়ে নতুন সিজনকে সবার জন্য উপভোগ্য করতে পারবো। ইনশাআল্লাহ। আর এজন্য সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।
ধন্যবাদ।

#COBEG

Scroll to Top