LLG Club Championship
Sponsored by DZ Rhythm Divine ~ DZRD
নিজেদের মুকুটে আরো একটা পালক যোগ করার জন্য আগামীকাল একে অপরের মুখোমুখি হবে Hala Madrid ও Warriors of PBOC
সেমি ফাইনালে Hala Madrid 19-16 পয়েন্টের ব্যবধানে পরাজিত করে El Galacticos কে। অন্যদিকে সমান পয়েন্ট ব্যাবধানে(19-16) United Pes Club এর বিপক্ষে জয় তুলে নেয় PBOC।
শুভকামনা দুই দলের জন্য,
অন্যদিকে একই তারিখে LLG Club Championship এর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে El Galacticos ও United Pes Club মুখোমুখি হবে।