Independence CUP Round of 16: সেরা ১৬’র যুদ্ধ, কারা পৌঁছাবে পরের ধাপে?

ঈদের চমক কিছুটা শেষ হয়ে আসলেও COBEG এর চমক কখনোই শেষ হবার নয়।
একরাশ ব্যস্ততা এর পর যখন ঈদের লম্বা ছুটি নিয়ে এসেছিলো কিছুটা স্বস্তির আমেজ, সেই স্বস্তির আমেজটা আবার একঘেয়েমিতে রুপান্তর হবার আগেই COBEG নিয়ে এলো কোমড়ে দড়ি বেঁধে লড়াইয়ের প্রস্তুতির আয়োজন।

𝐓𝐡𝐞 𝐦𝐨𝐫𝐞 𝐝𝐢𝐟𝐟𝐢𝐜𝐮𝐥𝐭 𝐭𝐡𝐞 𝐯𝐢𝐜𝐭𝐨𝐫𝐲, 𝐭𝐡𝐞 𝐠𝐫𝐞𝐚𝐭𝐞𝐫 𝐭𝐡𝐞 𝐡𝐚𝐩𝐩𝐢𝐧𝐞𝐬𝐬 𝐢𝐧 𝐰𝐢𝐧𝐧𝐢𝐧𝐠.” – 𝐏𝐞𝐥é

আর খুশি এবং জয়ের এই ধারা অক্ষুণ্ন রাখতে এসে গেলো The Prestigious “Independence CUP” এর পরবর্তী চমক ‘Round Of 16’ , যেখানে Apex-Elite Stage এর সেরা ১৬ টি ক্লাব মুখোমুখি হবে একে অপরের সাথে !

চমক শুধু Apex Elite Stage এই সীমাবদ্ধ নয়। সেরা ১৬ টি ক্লাব একে অপরের মুখোমুখি হবে Academy & Foundation Stage থেকেও ।

𝐖𝐢𝐧𝐧𝐞𝐫𝐬 𝐧𝐞𝐯𝐞𝐫 𝐪𝐮𝐢𝐭, 𝐚𝐧𝐝 𝐪𝐮𝐢𝐭𝐭𝐞𝐫𝐬 𝐧𝐞𝐯𝐞𝐫 𝐰𝐢𝐧 !!

প্রকৃত বিজয়ীরা কখনোই থামে না , কিন্তু যুদ্ধের ময়দানে জয় তারই হয় যে শেষ পর্যন্ত লড়াই করে যায় ! এবং Dhaka Elite Squad এর স্পন্সরডকৃত ‘Independence CUP ‘ আরো একবার নিয়ে এলো সেই লড়াইটা কে সামনে থেকে উপভোগ করার । পূর্ব প্রস্তুতি ইতোমধ্যে শেষ, অপেক্ষা শুধু এখন জয়ঃধ্বনির ! আরো একবার শুভকামনা রইলো প্রতিটা দলের জন্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *