PES BD 200K SPECIAL-SEMI-FINAL

||| অপেক্ষার প্রহর শেষ , প্রতীক্ষার প্রহর শুরু ! সব সমীকরনের হিসাব-নিকাশ শেষ , লড়াই টা হবে এইবার শুরু ! […]

||| অপেক্ষার প্রহর শেষ , প্রতীক্ষার প্রহর শুরু !

সব সমীকরনের হিসাব-নিকাশ শেষ , লড়াই টা হবে এইবার শুরু ! |||

 

রথ-বদলের পালা শেষে , শেষ ৪ এ আমাদের সেরা চার দল এইবার “PES BD 200K SPECIAL” SEMI-FINAL এ ।

সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে, Anisul Haque এর Chattogram E-Football Commuinty এর সাথে ‘টেকনাফ to তেঁতুলিয়া’ অর্থাৎ বিগত সব টুর্নামেন্টে নিজেদের দাপট তুলে ধরা Wsb Pranto এর United Pes Club এর সাথে ।

অপরদিকে Md Nahid এর Naraynganj Pes Club এর মুখোমুখি হতে চলেছে Safayat Nafiu এর Munsiganj Rule Breakers এর সাথে !

সেমিফাইনালের এই পর্যন্ত আসতে ভালোই বেগ পেতে হয় MRBian দের। প্রতিপক্ষ El-Galacticos এর সাথে প্রথম লেগে ০৯ পয়েন্টের ব্যবধানে এগিয়ে থাকলেও, ২য় লেগে ০৬ পয়েন্টের ব্যবধানে হেরে বসে তারা ! ওভারঅল ০৩ পয়েন্টের লিড নিয়ে সেমি কনফার্ম করেন তারা ।

অপরদিকে তাদের প্রতিপক্ষ NPC, Comeback এর দৃষ্টান্ত রূপ তুলে ধরে । প্রথম লেগে ২১-১২ পয়েন্টে হেরে ও, ২য় লেগে প্রতিপক্ষ PSB দের রুখে দেয় ২৯-৫ পয়েন্টের ব্যবধানে !

অন্যদিকে, সেমিতে উঠতে বেশি বেগ পেতে হয়নি United pes Club কে। Shock The System কে ২ লেগ মিলিয়ে ৪৭-২৩ পয়েন্টের বিশাল ব্যবধানে হারায় তারা!

তাদেরই প্রতিপক্ষ CEC ও যেন একই পথের ভিন্ন সঙ্গী । দুই লেগ মিলিয়ে Thunder FC কে ৫৬-১৭ পয়েন্টের ব্যবধানে হারিয়ে আগাম বার্তা দিয়ে রাখে ।

 

এ যেনো সমানে সামনে লড়াই! সেরা দুই এ জায়গা করে নিতে আগামী ২৩ এ ফেব্রুয়ারি মুখোমুখি হবে এই চার দল । শুভকামনা তাদের জন্য । 🍀

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top