📣 PESBD 300K FESTIVAL CUP SOLO TOURNAMENT
👉 এন্ট্রি ফ্রি 🆓
💸 প্রাইজপুল মোট ১০,০০০ টাকা (শুধু চ্যাম্পিয়ন ও রানারআপ)💸
⚠️ দয়া করে নিচের লেখাগুলো ভালোভাবে পড়বেন। ⚠️
রেজিষ্ট্রেশন প্রক্রিয়া:
1. অবশ্যই COBEG Sign-up সম্পন্ন থাকতে হবে। অর্থাৎ আমাদের ডাটাবেজে আপনার তথ্য দেয়া থাকতে হবে। কখনো সাইন-আপ না করলে দয়া করে এই লিঙ্কে প্রবেশ করুন: https://cobegbd.com/sign-up/, পূর্বে সাইন-আপ করে থাকলে পুনরায় করার দরকার নাই।
২. এই পোস্টের সাথে যুক্ত রেজিষ্ট্রেশন কার্ডটি ডাউনলোড দিন এবং নিজের ফেইজের ছবি ও প্রয়োজনীয় ইনফো পূরণ করে eFootball 2025 Bangladesh (Android IOS) TM গ্রুপে পোস্ট করুন।
৩. পোস্ট এপ্রোভাল হবার পর পোস্ট লিঙ্ক কপি করে সোলো রেজিষ্ট্রেশন লিঙ্কে প্রবেশ করুন: https://cobegbd.com/lan/
৪. লিঙ্কটি লোড হবার পর প্রথম বক্সে আপনার নাম/ফেসবুক আইডি লিঙ্ক/ক্লাব নাম সার্চ করে ড্রপডাউন থেকে নিজেকে সিলেক্ট করে নিন। নোট: Sign-up সম্পন্ন না থাকলে নাম আসবে না।
৫. দ্বিতীয় বক্সে আপনার ব্যক্তিগত হোয়্যাটসএপ নাম্বার দিন।
৬. তৃতীয় বক্সে ফেসবুক পোস্ট লিঙ্ক দিন।
৭. চতুর্থ বক্সে যেকোনো একটি পাসওয়ার্ড লিখে সাবমিট বাটনে ক্লিক দিন।
… ব্যাস। প্রক্রিয়া ঠিক থাকলে সাকসেসফুল রিপোর্ট ও হোয়্যাটসএপ গ্রুপ লিঙ্ক শো করবে। অবশ্যই নিজ দায়িত্বে হোয়্যাটসএপ গ্রুপে জয়েন হয়ে নিবেন।
🔥 সকল ম্যাচ হিস্টোরি ডাটাবেজে যুক্ত করা হবে এবং নিজের প্রোফাইলে দেখতে পারবেন।
🔥 POTW, SOTW, POTM, SOTM ডাটাবেজে সোলো স্ট্যাট কাউন্ট করা হবে।
📃 নোট:
১. সর্বোচ্চ প্লেয়ার লিমিট ২০৪৮ জন।
২. সকল রাউন্ডের ফিক্সার https://cobegbd.com/lan/ লিঙ্ক থেকে অথবা হোয়্যাটসএপ থেকে নিজ দায়িত্বে চেক করে নিতে হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে হোয়্যাটসএপে অপ্পনেন্টকে পারসোনাল মেসেজ দিয়ে ম্যাচ সম্পন্ন করতে হবে।
৩. রাউন্ড অফ ৬৪ থেকে প্রতি ম্যাচের রেকর্ডেড ভিডিও দিতে হবে। যা সবাই দেখার জন্য COBEG Official ইউটিউব চ্যানেল থেকে আপলোড করা হবে।
৪. টুর্নামেন্টের সকল ম্যাচ হোয়্যাটসএপে অনুষ্ঠিত হবে এবং ফাইনাল ম্যাচ ঢাকাতে অনুষ্ঠিত হবে। COBEG কর্তৃক নির্ধারিত স্থানে নির্দিষ্ট সময়ে স্বশরীরে উপস্থিত হয়ে ম্যাচে অংশগ্রহণ করতে হবে। কোনো কারণে কোনো ফাইনালিস্ট উপস্থিত থাকতে না পারলে ডিসকোয়ালিফাই হবে এবং টুর্নামেন্টের দর্শকদের স্বার্থে পূর্ববর্তী রাউন্ডে বাদ যাওয়া উপস্থিত প্রতিযোগিকে সুযোগ দেয়া হবে।
৫. প্রতিটি রাউন্ড নক-আউট এবং দুই লেগে অনুষ্ঠিত হবে। দুই লেগে দুইজন প্লেয়ার ভিপিএন নিবে (প্রয়োজন হলে)।
৬. ম্যাচ শুরুর পূর্বে রেজিষ্ট্রেশন কার্ড অপ্পনেন্টকে দিতে হবে এবং অপ্পনেন্ট থেকে নিতে হবে। গেইম আইডি ও ডিভাইস ইনফো পরিবর্তনের জন্য রেজিষ্ট্রেশন কার্ড পরিবর্তন করলে হবে এবং হোয়্যাটসএপ নাম্বার পরিবর্তনের ক্ষেত্রে এডমিনদের জানাতে হবে।