তখন আমরা মজে থাকতাম 8 Ball Pool এ, আমার প্রথম অনলাইন গেইম। ছেলেপুলে কিসব COC খেলতো, এটাক দিতো মাথায় ঢুকতো না সেসব। সময়টা কত, ১৪/১৫ বা ১৫/১৬ এর আগে না।
Sports Arena পুরোদস্তুর স্পোর্টস ম্যানিয়াকদের গ্রুপ, সারাক্ষন ক্রিকেট, ফুটবল, টেনিস তথা স্পোর্টস নিয়ে কাটাছেড়া। এর মধ্যে একমাত্র মোবাইল গেম কেন কেন্দ্রিক বিনোদন ৮ বল পুল।
ওহ হ্যা, DLS ছিলো অফলাইন টাইপ।
একদিন খুব সম্ভবত Bisswajit PES এর কথা বললো, বাট খুব একটা আগ্রহ পেলাম না।
এরপর একদিন একটা ১০ সেকেন্ড এর ভিডিও দিলো, মেসির বা পায়ের কার্ল শট 😳
জিজ্ঞাসা করলাম, বিশ্বজিৎ!!
এইটা কী!!!
বললো ভাই – এটার কথাই বলেছিলাম, PES 20……..
~~~~~ গল্পের শুরু এখানেই।
কাল বিলম্ব না করে কীভাবে নামাতে হবে জানাতে বললাম। সেসময় তো আবার ভিপিএন নিয়ে, ডাটা ক্লিয়ার করে তারপরে গিয়ে নামাতে হতো।
পুল থেকে পেস এ এই পেন্ডুলাম শিফটিং এর প্রভাব পড়লো পুরো গ্রুপে।
দেখতে দেখতে সবাই নামীয়ে নিলো।
শুরুতে আমার জানাই ছিলো না যে বাটন (ক্লাসিক) বলে কিছু আছে, সেই শুরু থেকেই স্ক্রিন টাচ করে খেলে আসার বছর খানেক পর জানতে পারলাম – ক্লাসিক একটা কন্ট্রোল 🫤
সেই থেকে যাত্রা শুরু হলো পেস তথা ইফুটবল এর সময়টা করোনার মধ্যে। এক্সাক্টলি মনে পড়ছে না, ২০২০ এর মিড বা তার একটু আগে।
শুরুটা বিশ্বজিতের উছিলায় হলেও আমার ইফুটবল গুরু হচ্ছে ডাক্তার Pranto Kumar। নিয়মিত ধবল ধোলাইয়ের জন্য রাতের ১১.৩০-১২.৩০ এ ডাক দিতো।
কিন্তু একদিন আমি প্রান্তর এই স্বৈরাচারিভাবে আমাকে হারানোর প্রতিবাদ করে বসলাম 🥸
এরপরে সময় এমন হলো – আমার গুরুর আমার বিপক্ষে অফিসিয়াল ম্যাচের আগে মেন্টাল প্রিপারেশন প্রয়োজন হয়ে পড়তো। এখনের হিসাবে যদিও তখনের গল্প আমার নিজেরই রুপ কথা মনে হয়। কারন এখন যে যেভাবে পারে বাজাচ্ছে 😥।
গ্রুপের উপস্থিত সদস্যদের মধ্যে Ahsanour Rahaman Emon Ibrahim Kholil সহ অনেকেই ছিলো যারা ইফুটবল খেলতো আরো আগে থেকে।
এরপরে ধীরে ধীরে অনেকেই যুক্ত হলো। বর্তমানে ক্লাব ক্যাপ Mahmud Makky Sabbir Ahmed Rifat সহ প্রায় ৬০+ নিয়মিত মেম্বার ২০+ গেস্ট মেম্বার নিয়ে আমাদের কার্যক্রম।
এরপর ধীর ধীরে নানা গ্রুপের সন্ধ্যান পেতে থাকলাম। পেস বিডি তে তখন ক্লাব ইনভাইট দিচ্ছে টুর্নামেন্ট এর জন্য। পোস্টে কমেন্ট করতে হবে।
করলাম, কিন্তু কোন সাড়া না। সেটা আবার পরে এডমিন কে মেনশন করে জানালাম, সম্ভবত Tanveerul Islam ছিলো। তানভিরুল ভাই আবার ShahaBaz Khan Ontu কে মেনশন করে জিজ্ঞাসা বললো, দেখতো ইস্যু টা!!
অন্তু ইনভাইটে আমরা প্রথম টিম আপ টুর্নামেন্ট খেলার সুযোগ পেলাম।
তবে সর্বপ্রথম টিম আপ ম্যাচ খেলেছিলাম Riaz H Sikder দের ইভেন আমারও CUeFC – Chittagong University eFootball Community এর সাথে।
রেজাল্ট ছিলো ৩-৩০ লস্ট 😭😭😭
গোবরে একমাত্র পদ্মফুলের মত ফুটেছিলো নিজের প্রোফাইলে সেইম স্টাইলে ফুটে থাকা Iftakhar Jahan Rafi 🤐
এরপর নানা ঘটনা প্রবাহের এক পর্যায়ে COBPG এর উদ্যোগ নিলো ৪ টি বড় গ্রুপ। যা পরবর্তীতে COBEG হিসেবে আত্মপ্রকাশ করলো কোনামি PES থেকে efootball হবার পর।
স্মৃতিতে এতো এতো বিষয় আসছে যে লিখতে গেলে উপন্যাস হবে। সেসব এড়িয়ে টার্নিং পয়েন্ট ধরে আগাচ্ছি।
একদা চেলসি বক্স আসলো। বার্সা-মাদ্রিদ এর দাপটের এই যুগে অসহায় চেলসি পাংখা আমি সেই ২০০৫ থেকে। ল্যাম্পার্ড এসেছে, যে কোন মূল্যে তাকে চাই।
কিছুদিন যাবৎ PMB গ্রুপে এক কয়েন ফেরিওয়ালা কে লক্ষ্য করছিলাম। Muntasir Farhad ভাই 😅।
তার উপর আবার দেখলাম চিটাগং এর বাসিন্দা (ঐ সময়ে)। এদিকে আবার কয়েন স্ক্যাম এর পোস্ট ও চোখে আসছিলো।
কয়েকজন এর পজিটিভ কমেন্ট দেখে সাহস পেলাম – ইনবক্স করলাম ভাই কয়েন লাগবে। এই সুত্রে পরিচয়, এরপর এক ল্যাম্পার্ড এর জন্য নেয়ার এবাউট ৫০০০ কয়েন পার্সেজ করলাম বাট…….. পাইলাম না 😥।
স্পোর্টস এরিনার একটা সলো ইন্টারনাল এ মুনতাসীর ভাইক্র ইনাভাইট করলো। আমার গুরু প্রান্তকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে গেলো ফারহাদ ভাই।
সেসময় আবার সে আবার সৈয়দ মোহাম্মদ বাহাউদ্দীন ফাহাদ ভাইদের CPC এর সুপার স্টার।
নানান ঘটনা প্রবাহে Md Siam H ( এইটা আরেকটা হিস্টোরি, ক্যাপ বক্সে একে বেইজ্জতি করে আবার এর সাথে পরিচয় 😅) এর সাজেশন মুনতাসীর ভাই রিকোয়েস্ট করলো পিএমবি গ্রুপের ম্যানেজমেন্ট এ আসতে।
যেহেতু কম বেশি অভিজ্ঞতা ছিলো আমিও রাজি হলাম।
এরপর পিএমবি এর COBEG প্রতিনিধি রা ব্যস্ত হয়ে পড়ায় ইন রিপ্লেসমেন্ট COBEG মূল Admin Panel এ যুক্ত হলাম।
মাঝে ৫ ম্যান ইভেন্ট করতে গিয়ে TPT, CEC, HM, NEXUS সহ অনেক ক্লাব ক্যাপদের সাথে পরিচয় হয়ে গেলো।
ইউনাভার্সিটি কাপ করতে গিয়ে ইন্ডিভিজ্যুয়ালি বেশ কিছু ম্যাচিউর্ড ব্রেইন এর সাথে পরিচয় হলো। আই মাস্ট টু মেনশন Mishu Morshed ফ্র WCG.
অনেকের নাম ই মনে পড়ছে বাট মেনশন দিতে পারছি না।
COBEG এডমিন প্যানেলে সহকর্মী হিসেবে কাছ থেকে কাজ করার সুযোগ হলো আলামিন ভাই, অভ্রনীল, নাজমস সাকিব শুভ, ফাহাদ, তানভিরুল, মেহেদি হাসান ভাই, দাত ভাংগা ম্যান, হাসিব সহ আরো অনেকের সাথে। পরবর্তীতে ডাক্তার রাজিব ভাই, রিপন যুক্ত হলো প্যানেলে।
ব্যাক্তি জীবনেও প্রশাসনিক কার্যক্রমে যুক্ত থাকায় সার্বিক অভিজ্ঞতা থেকে যতটুকু পেরেছি ইনপুট দেবার চেষ্টা করেছি, যদিও বিগত কয়েক মাস বেশ ব্যস্ততায় যাচ্ছে।।
এই পার্ট টা গুরুত্বপূর্ণ,
ইফুটবল এর মাধ্যমে নিজের গ্রুপ তো বটেই ওভার অল হাজারো মানুষের সাথে পরিচয় হয়েছে।
কক্সবাজার, কুমিল্লা, ফেনী, সিলেট, ঢাকা, খুলনা, যশর, ময়মনসিংহ, শেরপুর কোথায় নেই পরিচিত ভাই ব্রাদার।
নানান পেশার মানুষের সাথে পরিচয় হয়েছে।
ট্রায়াল দিয়ে মজা করতে গিয়ে Azizul Haque Jouel Hasan Shagor দের রাইজিং এর মেম্বার হয়ে গেলাম 😅
আনফরগটেবল ইফুটবল মেমোরি।
ভার্চুয়াল জগতটাকে আমি প্রাপ্তির যায়গা হিসেবে দেখি। আমি বিশ্বাস করি – আপনার কোয়ালিটি এখানে আপনাকে আপনার স্থান করে দিবে, সহনশীলতা আপনাকে সকলের নিকট গ্রহণযোগ্য করবে।
আপনি জানেন না, ঐ প্রান্তে আপনার সাথে কে আলাপ করছে, তাই ভার্চুয়াল জগতে – “মুই কী হনু” টাইপ আচরণ পরিহার করে চলা কে কাম্য মনে করি।
ফলাফল – আলহামদুলিল্লাহ
এখানে প্রাপ্তির খাতা বেশ লম্বা।
এই সুযোগে আমি কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাতে চাই SPORTS ARENA e-FOOTBALL COMMUNITY (SAeFC) এর সকল সদস্যদের, যারা বিগত ৪/৫ বছর ধরে একটা ভাতৃত্বপূর্ন পরিবেশ বজায় রেখে একটা কোয়ালিটি প্ল্যাটফর্ম তৈরী করেছে।
একজন কে ক্রেডিট না দিয়ে শেষ করা সমীচীন হবে না।
তিনি আর কেউ না – আমার সহধর্মিণী 💜
এই গেমের পিছনে সময় কেমন দিতে হয় সেটা কারো অজানা নয়, আমার গ্রুপে একজন ভাই কাজের বিনিময়ে ভাবীর কাছ থেকে মোবাইলে গেম খেলার অনুমতি পেতো 🥸🥸
সেই যায়গায় আমার এই – উলো বনে মুক্ত ছড়ানোর মহান কার্যক্রমে বিরক্ত হলেও, ডিমোটিভেট করে নাই কখনো।
হয়তো ভেবেছে – অন্য কোন নেশা তো নাই 🤐 থাকুক না ইফুটবল এর নেশা 🤐
❌ অগোছালোভাবে লিখা, কষ্ট করে কেউ পড়ে থাকলে ধন্যবাদ।
❌ এই পোস্ট প্রতিযোগিতার জন্যে নয়
Sincerely
Rakib UL Hasan