Organization Rules & Regulations

A clear, legally-minded, and accessible layout of rules, responsibilities, penalties and processes.

Scope Global
Audience Members & Staff
Last updated Nov 4, 2025

প্লেয়ার এক্টিভিটি, সাব ও সোয়াপ সংক্রান্ত

Applies to all members

Meta

1

ফার্স্ট ডে প্লেয়ার সংক্রান্ত

ম্যাচডে রেসপন্স টাইম: প্রথমদিন রাত ১২:২০ থেকে ১২:৩০ এবং রেসপন্স করার পরে ভিপিএন কানেক্ট, রুম ক্রিয়েট, রুমে প্রবেশ করতে সর্বোচ্চ ৫মিনিট সহ ম্যাচ শুরুর সর্বোচ্চ ডেডলাইন: প্রথমদিন রাত ১২:৩৫।

সাব/সোয়াপ ডেডলাইন: প্রথমদিন রাত ১২:২০।

কানেক্টিং/ডিসকানেকটেড ইস্যু ব্যতীত দুইপক্ষের সম্মতিতে ১২:৩৫ পরে ম্যাচ শুরু করা যাবে। সেক্ষেত্রে সম্মতি দেয়া মাত্র উভয় প্লেয়ার মিড-নাইট প্লেয়ার হিসেবে বিবেচ্য হবে।

Enforcement: Warnings → Suspension
2

★ স্টার প্লেয়ার সংক্রান্ত

ম্যাচডে রেসপন্স টাইম: দ্বিতীয়দিন রাত ১০:২০ থেকে ১০:৩০ এবং রেসপন্স করার পরে ভিপিএন কানেক্ট, রুম ক্রিয়েট, রুমে প্রবেশ করতে সর্বোচ্চ ৫মিনিট সহ ম্যাচ শুরুর সর্বোচ্চ ডেডলাইন: দ্বিতীয়দিন রাত ১০:৩৫।

সাব/সোয়াপ ডেডলাইন: দ্বিতীয়দিন রাত ১০:২০।

কানেক্টিং/ডিসকানেকটেড ইস্যু ব্যতীত দুইপক্ষের সম্মতিতে ১০:৩৫ পরে ম্যাচ শুরু করা যাবে। কিন্তু সম্মতি দেয়া মাত্র উভয় প্লেয়ার মিড নাইট প্লেয়ার হিসেবে বিবেচ্য হবে।

Enforcement: Investigation → Expulsion
3

মিড নাইট প্লেয়ার সংক্রান্ত

ম্যাচডে রেসপন্স টাইম: প্রথমদিন রাত ১১:৫০ থেকে ১২:০০ এবং রেসপন্স করার পরে ভিপিএন কানেক্ট, রুম ক্রিয়েট, রুমে প্রবেশ করতে সর্বোচ্চ ৫মিনিট সহ ম্যাচ শুরুর সর্বোচ্চ ডেডলাইন: প্রথমদিন রাত ১২:০৫।

সাব/সোয়াপ ডেডলাইন: দ্বিতীয়দিন রাত ১১:৫০।

কানেক্টিং/ডিসকানেকটেড ইস্যু ব্যতীত দুইপক্ষের সম্মতিতে ১২:০৫ পরে ম্যাচ শুরু করা যাবে। কিন্তু সম্মতি দেয়া মাত্র উভয় প্লেয়ার লেইট নাইট প্লেয়ার হিসেবে বিবেচ্য হবে।

Enforcement: Immediate suspension
3

লেইট নাইট প্লেয়ার সংক্রান্ত

ম্যাচডে রেসপন্স টাইম: প্রথমদিন রাত ১১:৫০ থেকে ১২:০০ এবং রেসপন্স করার পরে ভিপিএন কানেক্ট, রুম ক্রিয়েট, রুমে প্রবেশ করতে সর্বোচ্চ ৫মিনিট সহ ম্যাচ শুরুর সর্বোচ্চ ডেডলাইন: প্রথমদিন রাত ১২:০৫।

সাব/সোয়াপ ডেডলাইন: দ্বিতীয়দিন রাত ১১:৫০।

কানেক্টিং/ডিসকানেকটেড ইস্যু ব্যতীত দুইপক্ষের সম্মতিতে ১২:০৫ পরে ম্যাচ শুরু করা যাবে। কিন্তু সম্মতি দেয়া মাত্র উভয় প্লেয়ার লেইট নাইট প্লেয়ার হিসেবে বিবেচ্য হবে।

Enforcement: Immediate suspension
3

সাব ও সোয়াপ সংক্রান্ত

সাব লিমিট সর্বোচ্চ ৬টি ও সোয়াপ লিমিট সর্বোচ্চ ৪টি।

সাব/সোয়াপ করার জন্য অবশ্যই COBEG Sub Card ও COBEG Swap Card বাধ্যতামূলকভাবে ব্যবহার করতে হবে। ম্যাচডে গ্রুপে কার্ড প্রেরণ করার সময়কে সাব ডেডলাইন গণনায় বিবেচ্য হবে। দয়া করে, সাব ও সোয়াপ গুলো রেজাল্ট টেক্সটে আপডেট করে দিবেন [সাব সম্পন্ন হবার ক্ষেত্রে টেক্সট আপডেট বিবেচ্য নয়]।

সাব/সোয়াপ দেয়ার সর্বোচ্চ ৫ মিনিটের মধ্যে UNDO করা যাবে। সেক্ষেত্রে সাব/সোয়াপ ডেডলাইন শেষ হলে পূর্বের ফিক্সার অনুযায়ী ম্যাচ সম্পন্ন করতে হবে।

ক্যাটাগরি অনুযায়ী প্লেয়ারের পরিবর্তে সাব-ইন/সোয়াপ-ইন প্লেয়ার উক্ত ক্যাটাগরিতে বিবেচ্য হবে এবং ভিপিএন প্লেয়ারের পরিবর্তে সাব-ইন/সোয়াপ-ইন প্লেয়ার ভিপিএন বিবেচ্য হবে।

লিমিট অনুযায়ী সাব/সোয়াপ করতে কারো অনুমতি প্রয়োজন নেই। তবে অপ্পনেন্ট রেফারির অনুমতি ব্যতীত লিমিটের অতিরিক্ত সাব করলে শেষ সাব-ইন হওয়া প্লেয়ার/প্লেয়ারদের ম্যাচ অটোলস এবং লিমিটের অতিরিক্ত সোয়াপ করলে শেষে সোয়াপ হওয়া প্লেয়ার উভয়ের ম্যাচ অটোলস। তবে ম্যাচ সম্পন্ন করার পূর্বে লিমিটের বেশি সোয়াপ করা প্লেয়ার/প্লেয়ারদের সাব আউট করা হলে অটোলস হবে না।

সাব আউট প্লেয়ার পুনরায় সাব-ইন হতে পারবে না। পুনরায় সাব-ইন করে ম্যাচ ১মিনিট শুরু করলে/ম্যাচ সম্পন্ন করলে অটো লস।

সাব সুযোগ থাকলে সাব-ইন প্লেয়ার সাব-আউট হতে পারবে এবং সোয়াপ সুযোগ থাকলে সোয়াপ প্লেয়ার পুনরায় সোয়াপ দেয়া যাবে।

কমিটি কর্তৃক ম্যাচডে ডেডলাইন বৃদ্ধি পেলে একইসাথে সাব/সোয়াপ ডেডলাইন বৃদ্ধি পাবে।

অসম্পন্ন ম্যাচের রিম্যাচ বাকি অবস্থায় কোনো প্লেয়ার সাব/সোয়াপ করা যাবে না। তবে উইন/ড্র ম্যাচের ভিডিও ব্যর্থতায় রিম্যাচ অনুষ্ঠিত হলে উক্ত প্লেয়ারকে সাব/সোয়াপ করা যাবে [ড্র ম্যাচের ক্ষেত্রে বোনাস ১ গোল রুলস বহাল থাকবে]।

সাব/সোয়াপ কার্ড ব্যবহার ব্যতীত ম্যাচ সম্পন্ন হয়ে গেলে রেজাল্ট কাউন্ট হবে।

Enforcement: Immediate suspension
3

অটো রেজাল্ট বিষয়ক

গেইম লোডিং/গেইম সার্ভার/ম্যাচ কানেক্টিং/রিম্যাচ/ল্যাগ ইস্যু ব্যতীত ম্যাচডে সর্বোচ্চ ডেডলাইন রাত ১:০৫ পরে কোনো ম্যাচ শুরু করা যাবে না। বিশেষ অনুমতি ব্যতীত উক্ত সময়ের পরে ম্যাচ শুরু করলে ইয়োলো কার্ড দেয়া হবে এবং উক্ত ম্যাচ রেজাল্ট গ্রহণ করা হবে না [পরিস্থিতি অনুযায়ী এডমিন চাইলে ইয়োলো কার্ড দেয়া থেকে বিরত থেকে রেজাল্ট গ্রহণ করতে পারবে]।

এক্টিভিটি সময় হিসেবে অটো রেজাল্ট: ম্যাচডে রেসপন্স টাইমের মধ্যে উভয়পক্ষ অনুপস্থিত থাকলে অটো ০-০ ড্র এবং একপক্ষ অনুপস্থিত থাকলে অটো লস। সর্বোচ্চ এক্টিভিটি রেখে সর্বোচ্চ ডেডলাইন পর্যন্ত এক্টিভ থাকলে অটো উইন।

শুধুমাত্র শেষ ম্যাচের ক্ষেত্রে, যদি দুইপক্ষের প্লেয়ার রেসপন্স টাইমে ‘প্রায় সমান’ এক্টিভিটি থাকে এবং শেষম্যাচ যেকোনো পক্ষের জন্য মাস্ট উইন/ড্র অবস্থা হয় তবে ৩০মিনিট সময় বৃদ্ধি ও উভয়পক্ষকে একটি সাব সুযোগ দেয়া হবে।

ম্যাচডে পরিস্থিতি অনুযায়ী অভিযোগ বক্সের এডমিন প্যানেল উপরোক্ত অটো রেজাল্ট বিষয়ক নিয়মাবলি ব্যতীরেখে সিদ্ধান্ত প্রদান করতে পারবে। সেক্ষেত্রে তাদের সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে অনুসরণ করতে হবে।

কোনো প্লেয়ার তার অপ্পনেন্টকে উইন ঘোষণা করলে অপ্পনেন্ট উইন প্রাপ্ত হবে। সেক্ষেত্রে কোনো প্রকার ভিডিও প্রমাণ দেয়ার প্রয়োজন নেই।

ম্যাচডে গ্রুপে অপ্পনেন্ট খোঁজা, অপ্পনেন্টের মেসেজের উত্তর দেয়া, অপ্পনেন্টকে উদ্দেশ্য করে টাইম দেয়া, অপ্পনেন্টকে ম্যাচ খেলার জন্য মেসেজ দেয়া অথবা ম্যাচ রেফারির সাথে ম্যাচ বিষয়ে আলোচনা করাকে “ম্যাচডে রেসপন্স” হিসেবে বিবেচ্য হবে। সর্বোচ্চ ৫মিনিট সর্বোচ্চ ডেডলাইনের মধ্যে ম্যাচ রুমে প্রবেশ করতে হবে। অপ্পনেন্ট রেসপন্স টাইমে রেসপন্স করলে সর্বোচ্চ ডেডলাইন পর্যন্ত এক্টিভ থাকতে সকল প্লেয়ার বাধ্য থাকিবে।

Enforcement: Immediate suspension
3

সুপার ম্যাচ সংক্রান্ত

ম্যাচডে রেসপন্স টাইম: ম্যাচডের সর্বোচ্চ ডেডলাইনের সাথে একদিন বৃদ্ধি করে রাত ১২:২০ থেকে ১২:৩০ এবং ভিপিএন কানেক্ট, রুম ক্রিয়েট, রুমে প্রবেশ করতে সর্বোচ্চ ৫মিনিট সহ ম্যাচ শুরুর সর্বোচ্চ ডেডলাইন: রাত ১২:৩৫।

সাব ডেডলাইন: রাত ১২:২০।

ব্যান/রেড কার্ড প্রাপ্ত ব্যতীত দলের অন্য যেকোনো প্লেয়ার ম্যাচ খেলতে পারবে। ম্যাচডের সাব-আউট প্লেয়ার খেলতে পারবে। তবে মেইন/একাডেমি/#A/#B… ভাগ অনুযায়ী যে দলের ম্যাচ ঐ দলের প্লেয়ারকে খেলতে হবে।

ম্যাচডে টেক্সটে নির্ধারিত দলকে ভিপিএন কানেক্ট করতে হবে (প্রয়োজন হলে)। টেক্সটে উল্লেখ না থাকলে অফিশিয়াল/এডমিন র‍্যান্ডম ড্র দিবে।

Enforcement: Immediate suspension

Core Principles

Applies to all members

These principles are the foundation: fairness, transparency and proportionality.

1

Equal Treatment

All members will be treated equally irrespective of background. Discriminatory conduct is prohibited.

Enforcement: Warnings → Suspension
2

2. Integrity

Members must act honestly. Fraudulent activity, falsification of records or misrepresentation is a breach.

Enforcement: Investigation → Expulsion
3

3. Safety & Security

Harassment, threats, and behaviour that endangers others are strictly prohibited.

Enforcement: Immediate suspension

Membership & Conduct

Eligibility, responsibilities and expected behaviour

Details membership requirements, onboarding, and continuing obligations.

4

4. Eligibility

Applicants must meet published eligibility criteria. Providing false information will void membership.

Docs required: ID, proof of address
5

5. Code of Conduct

Members must observe professional conduct, arrive on time, and follow dress/appearance guidelines where published.

Enforcement: Warning → Fine
6

6. Communications & Privacy

Members' private data is processed under the privacy policy. Bulk or unsolicited messaging is restricted.

See: Privacy Policy

Fees, Penalties & Enforcement

Fines, remediation and appeals

Penalties are graded and proportional. Where applicable, members will be given notice and the right to appeal.

7

7. Fees & Refunds

Fees are published. Refunds follow the published refund policy and may be partial depending on timing.

8

8. Penalties

Penalties are applied as follows. Severity is determined by the disciplinary panel.

SeverityExamplesPotential Action
LowMinor breaches, first-time tardinessWarning, small fine
MediumRepeated offences, moderate misconductSuspension, larger fine
HighFraud, endangering othersLong suspension, expulsion
9

9. Appeals

Members may appeal within 14 days of a decision. Appeals will be reviewed by an independent panel.

Operations & Safety

Operational rules, incident reporting and emergency procedures

How incidents are reported, recorded and remediated.

10

10. Incident Reporting

Report incidents via the Incident Portal. Provide dates, photos and witness details when possible.

11

11. Emergency Procedures

Follow posted evacuation routes and staff instructions. Medical emergencies: call local emergency services first.