COBEG Get Together-2025
Shadman Shakib Peyal (El Galacticos) joining COBEG Get Together from Barishal .
He shared his thoughts:
আমি ২০২১ থেকে ই-ফুটবল এর সাথে জড়িত।
২০২২ সালে আমি COBEG এর সাথে ক্লাব ক্যাপ্টেন হিসেবে জড়িত হই।তারও, অনেক পরে COBEG তে প্রথমে ম্যাচ অফিসিয়াল হিসেবে যুক্ত হই।
আস্তে আস্তে কমিউনিটির অনেকের সাথেই পরিচিত হওয়া শুরু হয়।
এর আগেও ক্লাবের গেট টুগেদার ও ফুটসালে অনেকের সাথেই দেখা হওয়ার সুযোগ হয়।
তবে,কমিউনিটির অনেকেই আছে যাদের সাথে আমি রোজ কাজ করি ও সোশ্যাল মিডিয়ায় কথা হয়।
কিন্তু দেখা হওয়ার সুযোগ হয়নি কখনও।
COBEG দ্বারা আয়োজিত এই গেট টুগেদার ওইসব মানুষের সাথে দেখা করার সুযোগ করে দিবে।
এমন একটি প্রোগ্রাম আয়োজন করার জন্য COBEG কে আন্তরিক ধন্যবাদ।
#COBEG