COBEG Get Together-2025
Sumnoon Shihab (Inferno United fc) joining COBEG Get Together from Bogura .
He expressed his interest and excitement about joining the program:
আমি ২০২২ সাল থেকে ইফুটবলের সাথে যুক্ত হয়, ২০২২ সালের শেষের দিকে প্রথমে প্লেয়ার পরবর্তী তে ক্লাব ক্যাপ হিসেবে COBEG এ যুক্ত হয়। ২০২৩ সালে COBEG এ ম্যাচ অফিশিয়াল হিসেবে কাজ করার সুযোগ পাই।
এর মধ্যে ধীরে ধীরে কমিউনিটির অনেকের সাথে পরিচয় হয়।
কমিউনিটি তে এতো দিনের পথচলায় সবার সাথে সোশ্যাল মিডিয়ায় কথা হয় কিন্তু দেখা করার সুযোগ হয়নি।
COBEG এর এই অসাধারণ গেট টুগেদার এর মাধ্যমে অনেকের সাথে মুখোমুখি দেখা করার অবিশ্বাস্য সুযোগ হচ্ছে। আমি এই অসম্ভাব্য সুযোগ তৈরি করার জন্য COBEG এর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
#COBEG