🏆 𝗧𝗛𝗘 𝗚𝗥𝗔𝗡𝗗 𝗙𝗜𝗡𝗔𝗟 𝗜𝗦 𝗛𝗘𝗥𝗘! 🏆
ঘুরে ফিরে পরিচিত মুখ গুলোই বারবার সামনে আসে। হ্যাঁ, 𝐂𝐎𝐁𝐄𝐆 আয়োজিত 𝑺𝒖𝒑𝒆𝒓 𝑳𝒆𝒂𝒈𝒖𝒆 𝑺𝒆𝒂𝒔𝒐𝒏-3 এর কথাই বলছি। পেয়ে গেলাম টুর্নামেন্ট ফাইনালিস্টদের নাম…..
#সেমিফাইনাল
Champions League এ পিএসজি এর বিপক্ষে বার্সার সেই প্রথম লেগে ৪-০ এ পিছিয়ে থেকেও ২য় লেগে ৬-১ আইকনিক কামব্যাকের কথাই মনে পরে গেলো।
সেমিফাইনালে পরিচিত ক্লাব 𝐄𝐥 𝐆𝐚𝐥𝐚𝐜𝐭𝐢𝐜𝐨𝐬 এর বিপক্ষে ১০-২৫ পয়েন্টে পিছিয়ে থেকেও ২য় লেগে ২১-১৫ পয়েন্টে হেরে একটুর জন্য বার্সার সেই আইকনিক কামব্যাকের উক্তির সামিল হতে পারলো না 𝐇𝐚𝐥𝐚 𝐌𝐚𝐝𝐫𝐢𝐝।
অপরদিকে, 𝐂𝐮𝐟𝐥 𝐏𝐞𝐬 𝐂𝐥𝐮𝐛 এর বিপক্ষে প্রথম লেগে ১৯-১৬ এবং দ্বিতীয় লেগে ১৮-১৫ এর জয়ে দুই লেগ ই ডোমিনেট করে ফাইনালিস্ট আমাদের আরেক সুপরিচিত ক্লাব 𝐂𝐡𝐚𝐭𝐭𝐨𝐠𝐫𝐚𝐦 𝐏𝐞𝐬 𝐂𝐥𝐮𝐛।
𝑩𝒆𝒔𝒕 𝒐𝒇 𝒍𝒖𝒄𝒌 𝒕𝒐 𝐄𝐥 𝐆𝐚𝐥𝐚𝐜𝐭𝐢𝐜𝐨𝐬 𝒂𝒏𝒅 𝐂𝐡𝐚𝐭𝐭𝐨𝐠𝐫𝐚𝐦 𝐏𝐞𝐬 𝐂𝐥𝐮𝐛 𝒊𝒏 𝒕𝒉𝒆 𝒈𝒓𝒂𝒏𝒅 𝒇𝒊𝒏𝒂𝒍! 💐⚽
ফাইনালের চিন্তায় তাদের চোখে ঘুম না থাকলেও ফাইনালের উত্তেজনা উপভোগ করতে আপনারা ভালোভাবে ঘুমিয়ে নিন। দেখা হচ্ছে – 𝐄𝐥 𝐆𝐚𝐥𝐚𝐜𝐭𝐢𝐜𝐨𝐬 🆚 𝐂𝐡𝐚𝐭𝐭𝐨𝐠𝐫𝐚𝐦 𝐏𝐞𝐬 𝐂𝐥𝐮𝐛
📆 𝐌𝐚𝐭𝐜𝐡𝐝𝐚𝐲: ২৭ ফেব্রুয়ারি ২০২৫
🖊️লেখনিতে: Siam Hossain