TOP SCORERS OF THE WEEK | | Team-Up Week 7, February 2025 |

| TOP SCORERS OF THE WEEK | | Team-Up Week 7, February 2025 | সপ্তাহব্যাপী হয় ম্যাচ, চলে সেরা সেরাদের […]

| TOP SCORERS OF THE WEEK |

| Team-Up Week 7, February 2025 |

সপ্তাহব্যাপী হয় ম্যাচ, চলে সেরা সেরাদের সেরা হবার লড়াই ! সুযোগ আসে যেমন শ্রেষ্ঠ হবার , তেমনি ভয় থাকে ছিটকে পড়ার ! এরই মধ্যে থেকে আমরা পেয়ে যাই এই সপ্তাহের কাঙ্ক্ষিত সেরা ১২ জন কে , যারা বল জড়িয়েছে তাদের প্রতিপক্ষের জালে সর্বোচ্চ বার । 🥅

এই সপ্তাহের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শীর্ষে আছে , সবার পরিচিত মুখ Areez , তার প্রতিপক্ষদের জালে বল প্রবেশ করিয়েছে ২১ টি ! একই সাথে ২০ গোল করে ২য় স্থানে অবস্থান করছেন Zishan। ১৯ টি করে গোল দিয়ে ধারাবাহিক ভাবে ৩য় স্থানে আছেন Arman। ১৮ টি গোল দিয়েই পরের স্থান অবস্থান করে নেন Nuhin। তাছাড়া ১৬ টি করে গোল করেন Arafath, Rohan, Hasnine, Tamim, Nasirul & Adnan । ১৫ টি গোল দিয়ে সেরাদের স্থানে জায়গা করে নিতে সক্ষম হন Hasan ও।

সবাইকে অভিনন্দন 🎉 এবং একই সাথে শুভকামনা রইলো ঐভাবেই শ্রেষ্ঠত্বের লড়াইয়ে টিকে থাকার জন্য।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top