আজ আপনাদের সাথে পেস থেকে ই-ফুটবলের সকল যাত্রা শেয়ার করবো।😍
ই-ফুটবলের যাত্রাটা যখন শুরু হয় তখন এর নামকরন ই-ফুটবল ছিলো না।তখন নাম ছিল পেস ২০১৮। গেমটা তখন প্লে-স্টোরেও পাওয়া যেত না।
শুরুর আগে ছোট্ট যে গল্পটি না বললেই নয় তা হচ্ছে ২০১৮ সালের প্রথম দিকে এন্ড্রয়েড ফোন যখন হাতে পাই তখনকার।
তখন নতুন ফোন গেম বলতে শুধু Dream League Soccer খেলতাম।আমার সাথে আরও ২টা বন্ধু ছিল (তামিম ও সাকিব) ছদ্মনাম।তামিম (ছদ্মনাম) ফোন সম্পর্কে অনেক বেশি জানতো এসব গেম সম্পর্কেও জানতো কারন ওর নিজের ফোন ছিল আরও আগে থেকেই।সেই সূত্রে আমাদেরকে Dls খেলতে আগ্রহী করলো এবং আমরা অনেক দিন এভাবে গেম খেলছি তার মধ্যে ওয় একটা নতুন গেমের নাম বলতো।গেমের নাম পেস, যা শুনেই আমরা হাসাহাসি করতাম।তেমন গুরুত্ব দেইনি।
নভেম্বর ২০১৮🔰
একদিন বিকেলে তামিম (ছদ্মনাম) বলল পেস গেমটা ইনস্টল কর এটা খেলে দেখ অনেক মজা, রিয়াল ফুটবলের ফিল পাবি।
তারপর ১.৫ জিবি এর একটা ফাইল apkpure.com থেকে ডাউনলোড করি। Zarchiver দিয়ে সেটা থেকে ২টা ফাইল obb ফাইলের মধ্যে রেখে App ইনস্টল করে গেমে ডুকার মধ্যে দিয়ে যাত্রা শুরু।তখন মোবাইলে তেমন ইন্টারনেট কিনতাম না, রাতের জন্য ১০০/২০০ এমবি কিনতাম সেটা দিয়ে রাতে চলতাম বাকি সময় এক কম্পিউটার দোকানের ভাইর সাথে ভালো পরিচয় ছিল এবং উনার দোকানে ওয়াইফাই ছিল সে সুবাধে ওখানেই সারাদিন থাকতাম।২০১৮ তে এনার্জি সিস্টেম ছিল সারাদিন ৪/৫ টা ম্যাচ খেলতে পারতাম রাতে এমবি সবসময় থাকতো না তাই রাতে তেমন খেলতাম না।
তখনকার সময়ে ড্র সিস্টেমে চার ধরনের বল থাকতো এবং প্লেয়ার রেটিং কমা বাড়ার ওপর ভিত্তি করে চার ক্যাটাগরিতে প্লেয়ার থাকতো।
ব্রোঞ্জ ,সিলভার, গোল্ড, ব্লাক। সবার টার্গেট থাকতো ব্লাক বলের ওপর এবং ব্লাক পাওয়া মানেই ব্লাক ক্যাটাগরিতে সব ভালো প্লেয়ার থাকতো।যখন ড্র দিতাম অনেক ভিডিও দেখতাম ট্রিকস দেখতাম তারপর ড্র দিতাম।অনেক সময় কাজ করতো বেশিরভাগই ভুয়া।ড্র দেয়ার সময়কার রোমাঞ্চকর মুহুর্ত এখনও মনে পড়লে গা শিউরে উঠে।একটা ব্লাক পাওয়া, একটা থান্ডার শব্দ বুকের কাঁপন ধরিয়ে দিত।কতটা আকাঙ্ক্ষা থাকতো তা বুঝানো সম্ভব না। এভাবে ২০১৮ এর শেষে ছোট্ট একটি সুন্দর আইডি গড়ে তুলি।
কতটা আবেগ ভালোবাসা ছিল ঐ আইডির প্রতি তা লিখে কখনোই বুঝানো যাবে না।এরই মাঝে সিজন আপডেট আসে ৭ দিনের একটা মেইনটেইন্স মনে হয় ছিল অতোটা ভালো মনে নেই।ঐ সময় টা মনে হচ্ছিল কিছুতেই কাটছিলো না।সিজন আপডেট আসার পর আবার খেলা শুরু করি কিন্তু তখন গেমের বাইরের পরিবেশ সম্পর্কে অতোটা জ্ঞান ছিলো না। গেমের বাইরে গেমের আইডি যে কেনাবেচাঁ হতো তা সম্পর্কে অল্প ধারনা থাকলেও তেমন মাথা ঘামাতাম না কিন্তু ঐ যে আমার বন্ধু তামিম (ছদ্মনাম) ওর এসব সম্পর্কে অনেক ভালো ধারনা ছিল।কিন্তু গেম খেলা শিখিয়েছে সেই কারনে আমার জিমেইল আইডি সবকিছুই জানতো।সেই সুযোগের ব্যবহার করে আমার শখের আইডি আমার অজান্তেই সে বিক্রি করে দেয় আমি লগইন করতে পারিনা দেখে ওর কাছেই নিয়ে গেলাম ও বলল আমার আইডি চলে গেছে(মানে কোনামি আমার আইডি ডিসেবল করে দিছে)।কতটা বোকা ছিলাম ওর কথা বিশ্বাস করলাম তারপর ওয় ওর একটা জিমেইল দিয়ে ২/৩টা ব্লাক বল পাওয়া একটা আইডি দিল ২/৩ মাস খেলার পরে সেটাও একটু বড় হয় অনেক প্লেয়ার পাই কয়দিন পর সে আইডিও আবার অজ্ঞাত কারনে চলে যায়।এভাবে অজানা কারনে আমার ৫/৬ টা আইডি যাওয়ার পর ফেসবুকে efootball pes BangladeshTM নামে একটা গ্রুপে ও ই জয়েন করায় গেমের বিভিন্ন আপডেট খবরাখবর জানতে পারবো সে কারনে তখন পেস ২০১৯ আমার অনেক বড় একটা আইডি আমি বানাই এবং পড়াশোনার সুবাদে এলাকার বাইরে থাকি ওই বন্ধুর সাথে দেখা হয়না আমার জিমেইল ও জানতে পারেনাই আমার আইডি মাশাল্লাহ অনেক বড় হয়।
champaign ম্যাচ ছিল একটায় অটো কম্পিউটারে খেলতো আর একটা নিজে খেলা লাগতো।যখন ফ্রী থাকতাম তখন আমি খেলতাম অনেক কঠিন ম্যাচ হতো তাও জিততাম অনেক কষ্ট করে আর একটা কম্পিউটারে খেলতো ওটা আমি যখন পড়তে বসতাম, ভাত খেতাম তখন একটা ব্রোঞ্জ ও সিলভার স্কোয়াড বানাইয়া ওটা দিয়ে খেলতাম।মুসা নামে একটা সিলভার প্লেয়ার ছিল যার স্পিড অনেক বেশি ছিল অনলাইনে সবাই ওটা নিয়ে খেলতো আমার অনলাইন খেলার মতো নেট স্টেবল ছিল না তাই অফলাইন ই খেলতাম শুধু কয়েনের জন্য অনলাইন খেলতাম।আর একটাই স্বপ্ন ছিল আমার আইডিতে সব প্লেয়ার থাকবে।সেই জন্য দিনরাত ওভাবে ৬/৭ মাস খেলে অনেক বড় আইডি বানাই।ব্রোঞ্জ স্কোয়াড, সিলভার স্কোয়াড, রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা স্কোয়াড বানিয়ে ফেলি। তারপর একদিন ঐ বন্ধুর সাথে দেখা হয় ওয় আমার ফোন নিয়ে আইডি দেখলো তার ২দিন পর আমার আইডি আবার গায়েব এবং তখন আমি অনেক ভেঙে পড়ি আইডি হারানোর কারনে।তখনও বুজতে পারিনি আসল ঘটনা কি।
এতটাই ভেঙে পরি যে গেম ডিলেট করে দেই আর প্রতিবারই আইডি যাওয়ার পর গেম ডিলিট করছি এভাবে অসংখ্য বার ইনস্টল আনস্টেল করতাম আর তখন ইনস্টল আনস্টল করা অনেক ঝামেলার ব্যাপার ছিল।অনেক ভেঙে পড়ার পরও গেমের প্রতি ভালোবাসার কারনে গেম ছাড়তে পারিনা।তাই efootball pes BangladeshTM গ্রুপে একটা পোস্ট করি যাতে কেউ আমাকে ফ্রী তে একটা আইডি গিফট করে এবং আইডি হারানোর পরে অনেক গ্রুপে গুতাগুতির ফলে জানতে পারি আমার আইডি হারানোর পিছনে আসল কারন।(তখনকার সময়ে জিমেইল আইডি জানলেই কিভাবে ফরগেট মেরে জিমেইল চেঞ্জ করে ফেলা যেত যা অনেক পরে জানতে পারছি) ততদিনে অনেক টা দেরি হয়ে যায়।😭🤐
তারপর গেমের ভিতরকার সব খবরাখবর জানা শুরি করি এবং আমি অনেক কিছু জেনে ফেলি কিভাবে কোনামি আইডি খুলে সে থেকে সবকিছুই।
এরপর একদিন একটা ভাই ঐ পোস্টে কমেন্ট করে তার একটা সেকেন্ড আইডি আছে সেটা আমি নিতে পারি (ভাইয়ের নামটা মনে নেই, তবে তাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার মানসিক অবস্থা ভেঙে পড়ার পর একটা মোটামুটি ভালোই আইডি দিছিলো এবং সে আইডি আমার কাছে এখনও আছে)।আমি রাজি হয়ে যাই এবং ঐ ভাইয়ের আইডি নেই এবং আমি সবকিছু জানার কারনে আমার ঐ বন্ধুর থেকে সাবধানে থাকি এবং ও বুঝে গেছিলো আমি সব জেনে গেছি তাই ও চেপে গেছে আর আমিও কোন প্রমান ছাড়া কিছুই বলতে পারিনি।তবে আস্তে আস্তে ঐ বন্ধু নামক ভয়ংকর মানুষ থেকে দূরে সরে যাই যদিও এখনও ভালো সম্পর্ক বর্তমান আছে।
আবার গল্পে ফেরা যাক এরপর ২০২০ আপডেট চলে আসে এরপর শুরু হয় পেস জীবনের নতুন এক যাত্রা efootball pes BangladeshTM এ অনেক টুর্নামেন্ট ছাড়ত সেসব টুর্নামেন্ট পরিচালনার জন্য অনেককে নেওয়া হচ্ছিল সেখানে আমিও জয়েন হই অনেক গুলো টুর্নামেন্ট পরিচালনার করার মাঝে ShahaBaz Khan Ontu ভাইয়ের সাথে পরিচয় হয় তার আন্ডারেই কাজ করতাম আমি। ভাই আমাকে সব কিছু বুঝিয়ে দিত এভাবেই চলছিলো এরই মাঝে তারা একটা মডারেটর নেওয়ার পোস্ট করে এবং Ontu ভাই আমাকে সে লিংক দিয়ে বলে তোমার ও নাম দেও।অথচ আমি জানতামই না এমন পোস্ট হইছে। তারপর মডারেটদের ছোট্ট একটা ইন্টারভিউ হয় এবং সেখান থেকেই মডারেটর হয়ে যাই।মডারেটর হওয়ার পর আরেকটা মানুষের সাথে আমার খুব ভালো পরিচয় হয় এবং তাকে এখনো মন ভরে আমি শ্রদ্ধা ও ভালোবাসা জানাই তার নাম Abhimaani Munna ( Admin, efpbd)। এছাড়াও ভালো পরিচয় ছিল MD Shahi Ahmed Chowdhury , Tauhidujjaman Apu আরও অনেকে।তারপর বিভিন্ন টুর্নামেন্ট পরিচালনা করি এরপর শুরু হয় ৪ টা গ্রুপ নিয়ে কমিটি গঠন COBEG। তার মধ্যে আমাদের গ্রুপও ছিল ( Abrar Shariyar ভাই, Tanveerul Islam ভাই, Arif Ahmed ভাই আরও অনেকে)। এরপর ক্লাব জীবন শুরু হয় Ontu ভাইর সাথে মিলে একটা ক্লাব ও ওপেন করি ( The White’s) যেখানে Ontu vai, Mehedi Vai, Habib Maruf vai Vai, Seyam, Muhammad Limon এদের সাথে ভালো পরিচয় হয়।এভাবে pes21 শেষ হয় তারপর মেগা আপডেটে গেমপ্লে পরিবর্তন হয় এবং আমি গেম খেলা এ কারনে ২বছরের মতো ছেড়ে দেই।২বছর পাবজি ফ্রী ফায়ার খেলি এরপর আবার সেই পুরনো ভালোবাসার জায়গায় ফিরে আসি।নিজেকে গেমে সময় দিয়ে দিয়ে খেলা শিখে ক্লাবে জয়েন হই syntax Error এ তার কয়দিন পরে Seyam ও Limon এর প্যারায় জয়েন হই Raging leopards BD- RGL এবং কোবেগের ম্যাচ পরিচালনাও শুরু করি সেখানে ডুকতে সাহায্য করে Abdullah Hasib ভাই। কোবেগে নাজমুস সাকিব শুভ ভাই ও Shadman Shakib Peyal ভাইয়ের সাথে কাজ করে কাজের উন্নতির কারনে এখন ম্যাচডে এডমিন হিসেবে আছি কোবেগে।এছাড়াও Raging leopard Bd-RGL এর এডমিন প্যানেলে কাজ করছি।
আমার দায়িত্ব ও কর্তব্য আমি ন্যায় ও নিষ্ঠার সাথে চালিয়ে যাবো।সর্বদা সৎ চরিত্রই আমার সবচেয়ে বড় হাতিয়ার।
সবাই আমার জন্য দোয়া করবেন এ গেমের পিছনে শুধু ভালোবাসার খাতিরে এভাবে শ্রম দিচ্ছি এবং দেওয়ার চেষ্টা করব।
[বিঃদ্রঃ লেখাটা অনেক বড় হয়ে গেছে তবে অনেক কিছু লেখা হয়নি সবকিছু লেখা সম্ভব না।]