আসসালামু আলাইকুম আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছে আমার pes বা efootball এর সাথে সম্পর্ক ২০১৬ তে কলেজের প্রথম বর্ষ শেষ করে দ্বিতীয় বর্ষ শুরু। এক বন্ধ pes খেলে ওর গেম প্লে দেখে মন টা ব্যাকুল হয়ে উঠলো dls এর চেয়ে এত ভালো কোয়ার্টার গেম বলাম বন্ধু নাম কি গেম টার বলো pes খেলবি তুই বলাম হ্যাঁ সাথে সাথে ওর হটস্পট দিয়ে গেম ইনস্টল দিলাম। 😭😭😭😭 খেলতে থাকলাম ২০১৯ হটাৎ রমজান মাস ২৭ সে রমজান দুপুরে ফোন আসলো বন্ধু আবির এক্সিডেন্ট করে মারা গেছে সেই আবির যে এই pse রে সাথে আমায় জরিয়েছে 😭😭😭 সেই দিন থেকে গেম খেলা বাদ দিলাম ২০২১ জব ইন্টারভিউ দিতে ঢাকা উওরা মামার বাসায় গেলাম বিকালে এক মামা ডাক দিয়া বলো মামা এক টা গেম খেলবা আমি আর তুমি ফেন্ডলী বলা পাব্জি?? বলো না ফুটবল বলা না বল নাও মজা পাবা অনেক ভালো গ্রাফিক্স বলা নাম কি বলো efootball 😭😭😭 নাম টা শুনে বুকের মধ্যে কেপে উঠলো চোখের কোণে পানি আসলো, মামা বলো এই খেলতে বললাম তাই কান্না করছো।
মামা সব শুনে ঠিক সেই দিনের মত গেম ইনস্টল দিয়ে দিলো সেই থেকে খেলা শুরু করলাম আবার,
অনেক বক্স আসতো যেখানে কয়েনের অভাবে ড্র দিতে পারতাম না ভাবতাম কার কাছে কয়েন কিনতে পারবো কাকে বিশ্বাস করবো হটাৎ সামনে আসলো নাজমুস সাকিব শুভ ভাই মনে আছে তখন বিগ টাইম বেকহামের কাড আসছে নিয়ে নিলা কয়েন নিয়ে নিলাম বেকহাম রে। বিশ্বাসত এক ভাই তিনি।
শুরু হলো অনেক ক্লাবে গেলাম অনেক বন্ধু হলো অবশেষ এক ক্লাবে গেলা অনেক ছোট বড় সমবয়সী ভাই পেলাম, কিছু এমন ভাই পেলাম যারা রক্তের সম্পর্ক চেয়ে আপন হয়ে গেলো, Muhammad Rafi Md. Ahanaf Mubashshir Alvi Abu Raihan Melon Mridha. Mahmudur Rahman Newaj Ifti Taif Bipall Brm Minhaz Ahamed
efootball/pes যার হাত ধরে আসছি সে আজ নেই