ইফুটবলের সাথে যাত্রা : Touhid Alam

আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহ…. 💖 Pes/Efootball এর সাথে আমার পরিচয় বেশদিন এর নয়…. তবে এই গেইমের প্রতি অনেক…ভালোবাসা অনেক আবেক জন্মে গেছে….. […]

আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহ…. 💖

Pes/Efootball এর সাথে আমার পরিচয় বেশদিন এর নয়…. তবে এই গেইমের প্রতি অনেক…ভালোবাসা অনেক আবেক জন্মে গেছে…..

মূলত Efootball 2022 এর দিকে….আমি তখনো এই গেমটাকে তেমন চিনি না…

এক দিন শুয়ে শুয়ে মোবাইল টিপছিলাম.. পরে আমার পাসে শুয়ে শুয়ে আমার ছোট ভাই দেখি এই গেমটা খেলতেছে…পড়ে তাকে জিজ্ঞেস করলাম কি গেম খেলিস FiFa নাকি… পরে সে বললো না Efootball… আমি কোন গুরুত্ব দিলাম না…… পরে আর একদিন ওর বন্ধুরা বাসায় বসে বসে…দেখলাম সবাই Co-Op খেলতাছে….পরে আমি বললাম দেখতো PlayStore এ গেমটা নাকি পরে আমি নামইলাম… নামাইলাম বাসায় বসে বসে ওদের সাথে টাইমপাস করবো.এই জন্য……পরে তখন আমার ছোট ভাই… আামাকে গেমের সব কিছু…বুঝায় দিলো… আমিও তখন একা গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে..সেই কষ্টে সারা দিন ই গেম খেলে টাইম পাস করতাম…. পরে আমার ছোট ভাই আমাকে তাদের মেসেঞ্জার একটা গ্রুপ ছিল যেখানে এলাকার বড় ভাই ছোট ভাইরা ছিল সবাই এই গেম খেলত তো আমিও তাদের সাথে টাইম পাস করার জন্য খেলতে থাকলাম একটা সময় পর ভালোই খেলতে লাগলাম … পরে দেখলাম আমার ছোট ভাইকে যে সে অনলাইনে একটা মানে মেসেঞ্জার গ্রুপের সে পেইড টুর্নামেন্ট খেলে …তো আমিও বললাম আমিও খেলব তো সে আমাকেও সেই করবে জয়েন করায় দিল ৩০ টাকা এন্ট্রি ফি দিয়ে ফি টুর্নামেন্ট খেললাম প্রথম দুই এক সিজন নকআউট রাউন্ড অফ সিক্সটিন এরকম এগিয়ে বাদ হয়ে গেলাম দু এক্স সিজন পর আবার টুর্নামেন্টে ঢুকলাম তখন একবার চ্যাম্পিয়ন আরেকবার রানার্সআপ হলাম চ্যাম্পিয়ন প্রাইজমানি হয়তো ৩৫০ টাকা ছিল আর রানার সাব ২০০ টাকা ছিল তো এভাবেই এইতো এভাবেই সবার সাথে খেলতে থাকলাম…

পরে ওই গ্রুপের যে এডমিন ছিল না সে আমাকে আমাকে সহ ৩-৪ জনকে মানে যারা যারা ভালো পারফরম্যান্স করতে ছিল তাদেরকে নিয়ে একটি গ্রুপ খুলল প্রথমে আমরা বুঝতে পারিনি যে কেন এই গ্রুপটা খুলছে পরে জিজ্ঞাসা করাতে দেখি সেখানে M S Rana ভাই উপস্থিত আছেন তো সে আমরা জিজ্ঞেস করলাম যে ভাই কেন এই গ্রুপটা খোলা হয়েছে তখন এম এস রানা ভাই সে বলল ক্লাব সম্পর্কে ধারণা দিতে থাকলো…. তখন তো সব মাথার উপর দিয়ে গেল যে ক্লাব কি বা কেন হেনতেন হাবিজাবি জিজ্ঞাসা করলাম ভাই এত কিছু বুঝিনা আমরা তো গেম খেলব মজার জন্য তো খেলি সমস্যা কি আপনার ক্লাবের হয়ে পরে উনি আমাদেরকে ট্রাইল গ্রুপে এড দিল পরে আমরা ট্রাইল দিয়ে দুই তিনজন যারা যারা নিয়েছিল সবাই টিকে গেলাম…. পরে উনি আমাদেরকে ভিডিও রোলস সম্পর্কে ধারণা দিল আমরা আমাদের প্রথম ক্লাব Legacy Lions Club -LLC এর হয়ে যাত্রা শুরু করলাম……

পরে ক্লাবকে নিজের মত নিজের মনে করেই দেখা শুরু করলাম আস্তে আস্তে সবার সাথে পরিচয় হলাম সবার সাথে একটা বন্ধুত্ব সুলভ সম্পর্ক তৈরি হলো……..

আমাদের অ্যাচিভমেন্ট এইটাই যে আমরা ট্রফি না জিততে পারি কিন্তু একটা ক্লাবের হয়ে সামান্য একটা গেম থেকে এত এত ভালো এত এত লোকের সাথে পরিচয় এত এত বন্ধহয়ে যাওয়া এইগুলাই ভাই খুশি থাকার কারণ………..

Scroll to Top